৩০ বিলিয়ন রিজার্ভের পথে বাংলাদেশ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২২ ১২:১৬:০৭
৩০ বিলিয়ন রিজার্ভের পথে বাংলাদেশ

সত্য নিউজ: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বর্তমানে ২৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে এবং আগামী মাসে তা ৩০ বিলিয়ন ডলারে উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, “রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে নেওয়ার পরিকল্পনা রয়েছে, তবে তার জন্য সময় ও কাঠামোগত শক্তিশালীকরণ প্রয়োজন। দেশের ব্যাংকিং খাতকে সর্বোচ্চ সেবাদানে প্রস্তুত করাই এখন বড় চ্যালেঞ্জ।”

রাজধানীর গুলশানে হোটেল আমারিতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) এবং ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টারের (IGC) সহযোগিতায় আয়োজিত ‘বাংলাদেশে আর্থিক উন্নয়নের ভৌগোলিক ও ঐতিহাসিক প্রবণতা’ বিষয়ক এক গবেষণা উপস্থাপনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গভর্নরের মতে, কেবল আর্থিক খাতের সম্প্রসারণ নয়, বরং তার অন্তর্ভুক্তিমূলকতাও এখন জরুরি।

অনুষ্ঠানে ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান বলেন, “গবেষণাটি দেশের সেই অঞ্চলগুলোকে চিহ্নিত করেছে, যেখানে আর্থিক সেবা এখনও অপ্রতুল। কোনো জেলা বা সম্প্রদায় যেন পিছিয়ে না থাকে, তা নিশ্চিত করতে হবে।”

পিআরআই চেয়ারম্যান ড. জাইদী সাত্তার বলেন, “এটি প্রথম গবেষণা যা ব্যাংকিং সেবার ভৌগোলিক বৈষম্যকে পরিস্কারভাবে তুলে ধরেছে। জাতীয় গড়ের আড়ালে আর্থিক সেবায় বড় ধরনের অসমতা রয়ে গেছে।”

মূল উপস্থাপনায় পিআরআই’র প্রধান অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান জানান, জাতীয় পর্যায়ে মাত্র এক শতাংশ ঋণগ্রহীতা মোট ঋণের ৭৫ শতাংশ ভোগ করছে এবং ঋণের ৭৮ শতাংশই সীমাবদ্ধ ঢাকা ও চট্টগ্রামে।

তিনি আরও বলেন, “দশকব্যাপী ব্যাংক সম্প্রসারণ সত্ত্বেও বেসরকারি ব্যাংকগুলো মূলত ধনী পূর্বাঞ্চলে সেবা কেন্দ্রীভূত রেখেছে। এর অর্থ, তারা দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবা দিচ্ছে না।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইজিসির বাংলাদেশের সিনিয়র উপদেষ্টা ড. নাসিরুদ্দিন আহমেদ ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (পরিসংখ্যান) মো. আনিস উর রহমান। আলোচনায় অংশগ্রহণকারীরা তথ্যভিত্তিক নীতিনির্ধারণ এবং নিয়ন্ত্রক কাঠামো পুনর্বিন্যাসের ওপর গুরুত্বারোপ করেন।

এই গবেষণা দেশের আর্থিক খাতে অন্তর্ভুক্তিমূলক নীতি ও পরিকল্পনা প্রণয়নে একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা হিসেবে কাজ করবে বলে মত দেন অর্থনীতিবিদরা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ