বিশ্বে পঞ্চম দূষিত শহর এখন ঢাকা

সত্য নিউজ: বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ বৃহস্পতিবার (১৫ মে) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার (IQAir)-এর প্রকাশিত তথ্যানুসারে, ঢাকার বায়ুর মান স্কোর দাঁড়িয়েছে ১৬৩—যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়। এতে করে সংবেদনশীল গোষ্ঠী যেমন শিশু, প্রবীণ এবং শ্বাসযন্ত্রজনিত রোগে আক্রান্তদের জন্য এটি গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করেছে।
সকাল ৮টা ৩৫ মিনিটে পাওয়া তথ্য অনুযায়ী, ১৬৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা অবস্থান করছে পঞ্চম স্থানে। তালিকার শীর্ষে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ, যার স্কোর ১০৯২। দ্বিতীয় অবস্থানে আছে ভারতের দিল্লি (৫৭১), তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তানের লাহোর (১৭৩) এবং সেনেগালের ডাকার (১৭১)।
একিউআই বা এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো, ৫১-১০০ মাঝারি, ১০১-১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, আর ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর সাধারণ মানুষের জন্যও ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ঢাকার বর্তমান স্কোর (১৬৩) একাধিক গোষ্ঠীর জন্য স্বাস্থ্যঝুঁকিপূর্ণ অবস্থান নির্দেশ করছে।
পরিবেশ বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বৃষ্টিপাত বায়ুদূষণ কিছুটা কমালেও তা স্থায়ী সমাধান নয়। যানবাহনের কালো ধোঁয়া, নির্মাণকাজের ধুলা এবং শিল্প কারখানার নির্গমনই এই দূষণের মূল উৎস। রাজধানীজুড়ে কার্যকর পরিবেশ ব্যবস্থাপনা না থাকায় বায়ুমানের এই চিত্র দীর্ঘমেয়াদে নাগরিকদের স্বাস্থ্য ঝুঁকির মুখে ফেলছে।
সাধারণ নাগরিকদের উদ্দেশে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন—যথাসম্ভব বাইরে না যাওয়া, দরকারে মাস্ক ব্যবহার করা এবং শিশু ও বয়োজ্যেষ্ঠদের বাড়ির ভেতর রাখার বিষয়ে সচেতন থাকার। একইসঙ্গে দ্রুত কার্যকর নীতিগত পদক্ষেপ গ্রহণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাহফুজ আলমের ফেইসবুক পোস্ট: কি বার্তা দিলেন?
- “ইশরাককে দায়িত্ব দাও, শহর বাঁচাও!”- কেন এই স্লোগান!
- আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গ: জনগণের সিদ্ধান্তের সঙ্গেই থাকবে বিএনপি
- ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: কাগজে শান্তি, মাটিতে অনিশ্চয়তা
- ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাত: কারও প্রকৃত বিজয় নেই, শুধু দাবির প্রতিযোগিতা
- চীনের কৌশলগত সহায়তায় পাকিস্তানের সামরিক শক্তির উত্থান: আঞ্চলিকশক্তির নতুন বিন্যাস
- ১০৩ বছরের নীরবতা ভাঙল এল ক্লাসিকো, দেখল অভাবনীয় গোলবন্যা!
- তারেক রহমানের প্রশ্ন: অন্তর্বর্তী সরকার কি স্বৈরাচারের পুনর্বাসন করছে?
- হবিগঞ্জে সংঘর্ষে আহত অন্তত ৪০, কয়েকটি বাড়িঘর ভাঙচুর
- কম খরচে উচ্চশিক্ষার সুযোগ: সহজ এবং সাশ্রয়ী ভিসা প্রক্রিয়ার মাধ্যমে যেখানে পড়াশোনা করা সম্ভব
- নেইমার কিনলেন ১৫ কোটি টাকার ফেরারি: কারন শুনলে অবাক হবে
- আ.লীগ নিষিদ্ধে বিএনপি কি দ্বিধায়?
- যুদ্ধবিরতিতে কাশ্মীরের কী বার্তা?
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইন সংশোধন: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত
- ভারত-পাকিস্তান সম্মত যুদ্ধবিরতিতে