ডেসটিনির ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’নাম বদলে যে নাম রাখা হল

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৪ ১৮:০৮:২৪
ডেসটিনির ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’নাম বদলে যে নাম রাখা হল

সত্য নিউজ:নামের আংশিক মিল থাকায় ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’ নামটি পরিবর্তন করে দলটির নতুন নাম রাখা হয়েছে ‘বাংলাদেশ আমজনগণ পার্টি’। ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দলটির আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন এই ঘোষণা দেন।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি যখন জেলে ছিলাম, তখন থেকেই এই দলের পরিকল্পনা করি। ২০২২ সালেই ‘আমজনতা পার্টি’ নামটি ঠিক করেছিলাম। তবে পরবর্তীতে জানতে পারি, ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একটি গ্রুপ একই নাম ব্যবহার করছে। তাদের দলের নেতা আমার সঙ্গে যোগাযোগ করেন এবং বিষয়টি ব্যাখ্যা করেন। আমি তাদের প্রতি সম্মান জানিয়ে আমার দলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিই।”

ড. রফিকুল আমীন আরও বলেন, “আমার রাজনৈতিক উদ্যোগের উদ্দেশ্য কেবল দল গঠন নয়—আমি চাই আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, অবিচার নির্মূল হোক। এই দল হবে মজলুম ও নিপীড়িত মানুষের কণ্ঠস্বর।”

নতুন দল প্রতিষ্ঠার ঘোষণাটি আসে মাত্র কয়েক সপ্তাহ আগে—চলতি বছরের ১৭ এপ্রিল ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’ নামে দলটি আত্মপ্রকাশ করে। তবে এবার নতুন নামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘বাংলাদেশ আমজনগণ পার্টি’।

রাজনৈতিক দলগুলোর মধ্যে নামের সাদৃশ্য থেকে উদ্ভূত জটিলতা এড়াতে রফিকুল আমীনের নেওয়া পদক্ষেপকে অনেকে রাজনৈতিক শিষ্টাচারের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সম্মান ও সংলাপের এই প্রয়াস ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি আশাব্যঞ্জক বার্তা বহন করে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত