ডেসটিনির ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’নাম বদলে যে নাম রাখা হল

সত্য নিউজ:নামের আংশিক মিল থাকায় ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’ নামটি পরিবর্তন করে দলটির নতুন নাম রাখা হয়েছে ‘বাংলাদেশ আমজনগণ পার্টি’। ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দলটির আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন এই ঘোষণা দেন।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি যখন জেলে ছিলাম, তখন থেকেই এই দলের পরিকল্পনা করি। ২০২২ সালেই ‘আমজনতা পার্টি’ নামটি ঠিক করেছিলাম। তবে পরবর্তীতে জানতে পারি, ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একটি গ্রুপ একই নাম ব্যবহার করছে। তাদের দলের নেতা আমার সঙ্গে যোগাযোগ করেন এবং বিষয়টি ব্যাখ্যা করেন। আমি তাদের প্রতি সম্মান জানিয়ে আমার দলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিই।”
ড. রফিকুল আমীন আরও বলেন, “আমার রাজনৈতিক উদ্যোগের উদ্দেশ্য কেবল দল গঠন নয়—আমি চাই আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, অবিচার নির্মূল হোক। এই দল হবে মজলুম ও নিপীড়িত মানুষের কণ্ঠস্বর।”
নতুন দল প্রতিষ্ঠার ঘোষণাটি আসে মাত্র কয়েক সপ্তাহ আগে—চলতি বছরের ১৭ এপ্রিল ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’ নামে দলটি আত্মপ্রকাশ করে। তবে এবার নতুন নামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘বাংলাদেশ আমজনগণ পার্টি’।
রাজনৈতিক দলগুলোর মধ্যে নামের সাদৃশ্য থেকে উদ্ভূত জটিলতা এড়াতে রফিকুল আমীনের নেওয়া পদক্ষেপকে অনেকে রাজনৈতিক শিষ্টাচারের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সম্মান ও সংলাপের এই প্রয়াস ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি আশাব্যঞ্জক বার্তা বহন করে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাহফুজ আলমের ফেইসবুক পোস্ট: কি বার্তা দিলেন?
- “ইশরাককে দায়িত্ব দাও, শহর বাঁচাও!”- কেন এই স্লোগান!
- আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজারের দুয়ার!
- আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গ: জনগণের সিদ্ধান্তের সঙ্গেই থাকবে বিএনপি
- ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাত: কারও প্রকৃত বিজয় নেই, শুধু দাবির প্রতিযোগিতা
- ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: কাগজে শান্তি, মাটিতে অনিশ্চয়তা
- চীনের কৌশলগত সহায়তায় পাকিস্তানের সামরিক শক্তির উত্থান: আঞ্চলিকশক্তির নতুন বিন্যাস
- ১০৩ বছরের নীরবতা ভাঙল এল ক্লাসিকো, দেখল অভাবনীয় গোলবন্যা!
- তারেক রহমানের প্রশ্ন: অন্তর্বর্তী সরকার কি স্বৈরাচারের পুনর্বাসন করছে?
- হবিগঞ্জে সংঘর্ষে আহত অন্তত ৪০, কয়েকটি বাড়িঘর ভাঙচুর
- নেইমার কিনলেন ১৫ কোটি টাকার ফেরারি: কারন শুনলে অবাক হবে
- আ.লীগ নিষিদ্ধে বিএনপি কি দ্বিধায়?
- কম খরচে উচ্চশিক্ষার সুযোগ: সহজ এবং সাশ্রয়ী ভিসা প্রক্রিয়ার মাধ্যমে যেখানে পড়াশোনা করা সম্ভব
- যুদ্ধবিরতিতে কাশ্মীরের কী বার্তা?
- শেখ হাসিনাকে দেশে ফিরিয়েআনা সম্ভব: দুদক চেয়ারম্যান