'ফ্যাসিবাদ রুখতে নারীসমাজকে এগিয়ে আসতে হবে'—তারেক রহমান

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩১ ২০:২৪:৩৪
'ফ্যাসিবাদ রুখতে নারীসমাজকে এগিয়ে আসতে হবে'—তারেক রহমান
ছবি: সংগৃহীত

নারীর ভূমিকা ছাড়া গণতন্ত্র শক্তিশালী হতে পারে না: তারেক রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের প্রতিটি মানুষের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশে যেন ফ্যাসিবাদ, উগ্রবাদ এবং চরমপন্থা আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য বিশেষভাবে নারী সমাজকে এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার রাজধানীতে বিএনপির সহযোগী সংগঠন মহিলা দলের আয়োজিত এক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, "একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন হওয়া উচিত, সেই বাংলাদেশ গড়তেই আসন্ন নির্বাচন গুরুত্বপূর্ণ। সকলের জন্য নিরাপদ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।"

তিনি আরও বলেন, "ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নারী শক্তিকে বাদ দিয়ে কোনো রাষ্ট্রের অগ্রগতি সম্ভব নয়। কিন্তু দেশের বাস্তবতায় দেখা যাচ্ছে, অর্থনৈতিকভাবে নারীরা এখনও অনেকটা পিছিয়ে। তাই নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে বিএনপি বিশেষ পরিকল্পনা নিয়েছে।"

নারীদের শিক্ষা এবং অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো গেলে পারিবারিক সহিংসতাও কমানো সম্ভব বলে মত দেন তারেক রহমান। তিনি জানান, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রথম ধাপে অন্তত ৫০ লাখ প্রান্তিক পরিবারকে 'ফ্যামিলি কার্ড' দেওয়া হবে, যার মাধ্যমে পরিবারগুলো নানামুখী সরকারি সহায়তা পাবে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ