অনির্বাচিত সরকারের কারণে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছে দেশ:খসরুর

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩১ ২০:১৯:৫০
অনির্বাচিত সরকারের কারণে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছে দেশ:খসরুর
ছবি: সংগৃহীত

বিনিয়োগে আগ্রহ হারাচ্ছে দেশ, দ্রুত নির্বাচনের দাবি বিএনপির

অনির্বাচিত সরকারের উপস্থিতিতে দেশের অর্থনীতি দিন দিন পিছিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তার দাবি, বর্তমান শাসনব্যবস্থায় বিনিয়োগকারীদের আস্থা কমছে এবং দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত একটি অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন বলে মনে করেন তিনি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রংপুর চেম্বার ভবনে স্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপি নেতা খসরু।

তিনি বলেন, “স্বৈরাচার হাসিনার পলায়নের পর মানুষের মধ্যে নতুন প্রত্যাশা সৃষ্টি হয়েছে। তারা আর প্রতিশ্রুতি শুনতে চায় না, বাস্তবায়ন দেখতে চায়। সে লক্ষ্যেই বিএনপি পরিকল্পনা করছে, যেন আগামি নির্বাচনের আগেই একটি কাঠামোগত পরিবর্তনের রূপরেখা জনগণের সামনে উপস্থাপন করা যায়।”

খসরু আরও বলেন, “ভবিষ্যতে আর কোনো বিশেষ গোষ্ঠী অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে পারবে না। রাজনীতি ও অর্থনীতি একসঙ্গে চলবে, এবং প্রতিটি নাগরিককে অর্থনৈতিক কর্মকাণ্ডে সমানভাবে অংশগ্রহণের সুযোগ দিতে চায় বিএনপি।”

তিনি জানান, বিএনপির লক্ষ্য হলো একটি ব্যবসাবান্ধব ও জনকল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলা। এ সময় তিনি উত্তরাঞ্চলে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের মাধ্যমে বিপুলসংখ্যক তরুণের কর্মসংস্থান তৈরির সম্ভাবনার কথাও তুলে ধরেন।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ