পিন্টুর মৃত্যু নিয়ে মুখ খুলল কারা অধিদফতর

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩১ ১৮:৩৫:২২
পিন্টুর মৃত্যু নিয়ে মুখ খুলল কারা অধিদফতর

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর মৃত্যু ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে। এসব গুজবে দাবি করা হয়েছে, তিনি কারাগারে আটক অবস্থায় নির্যাতনের কারণে মৃত্যুবরণ করেছেন। তবে এ ধরনের তথ্য সঠিক নয় বলে স্পষ্টভাবে জানিয়েছে কারা অধিদফতর।

৩১ জুলাই বৃহস্পতিবার কারা অধিদফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু কখনো কারাগারে আটক ছিলেন না। তাঁর মৃত্যুর সঙ্গে কারা কর্তৃপক্ষ বা কারাবন্দিত্বের কোনো সম্পর্ক নেই। এই মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য নিছক গুজব এবং বিভ্রান্তিকর বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে এ ধরনের অপপ্রচারে কান না দেওয়ার জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

প্রসঙ্গত, গত ২৮ জুলাই (সোমবার) পিন্টুর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। গণমাধ্যমে তাঁর পরিবারের বরাত দিয়ে জানানো হয়, রাজধানীর নিকুঞ্জ এলাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। পিন্টুর ভাগ্নে জাকির হোসেন প্রবাল জানান, দীর্ঘদিন ধরেই তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং শেষ পর্যন্ত বাসায়ই মৃত্যু ঘটে তাঁর।

তবে এ মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই কিছু সামাজিক মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে দাবি করা হয়, তিনি নাকি কারাগারে ছিলেন এবং নির্যাতনের কারণে প্রাণ হারিয়েছেন। এই দাবি ঘিরে ব্যাপক জল্পনা-কল্পনা ও বিতর্কের সৃষ্টি হয়। এক পর্যায়ে কারা অধিদফতর আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে গুজবটি খণ্ডন করে এবং মৃত সাবেক এমপির সম্মান ও সত্য তথ্য রক্ষার উদ্যোগ নেয়।

উল্লেখ্য, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কচন্দরা গ্রামের বাসিন্দা ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু রাজনীতিতে সক্রিয় ছিলেন দীর্ঘদিন। তিনি ২০০৯ সালে কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ২০১৪ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

-শরিফুল

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ