অস্ট্রেলিয়ায়  উপকূলীয় অঞ্চলে প্রাণঘাতী  শৈবাল

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৪ ০৯:১৯:৫৫
অস্ট্রেলিয়ায়  উপকূলীয় অঞ্চলে প্রাণঘাতী  শৈবাল

সত্য নিউজ:দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলীয় অঞ্চলে ছড়িয়ে পড়া বিষাক্ত শৈবালের দাপটে প্রাণ হারিয়েছে দুই শতাধিক সামুদ্রিক প্রজাতি। সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য এক ভয়াবহ সংকেত বহনকারী এ পরিস্থিতিকে 'নজিরবিহীন' বলে আখ্যা দিয়েছেন পরিবেশবিদ ও সমুদ্রবিজ্ঞানীরা।

গত মার্চ থেকে শুরু হওয়া এই শৈবাল-সংক্রমণ ইতোমধ্যে সাড়ে চার হাজার বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তার লাভ করেছে যা অস্ট্রেলিয়ার ক্যাঙারু দ্বীপের আয়তনের সমান। সামুদ্রিক বাস্তুসংস্থানে এ শৈবাল অক্সিজেন সংকট তৈরি করছে যা মাছ, হাঙর, কাঁকড়া এবং অন্যান্য জলজ প্রাণীর জন্য প্রাণঘাতী হয়ে উঠেছে।

সাম্প্রতিক এক সপ্তাহ ধরে উপকূলীয় সৈকতজুড়ে মৃত মাছ, রে ফিশ, পাফার ফিশ ও এমনকি বড় আকারের সাদা হাঙর পর্যন্ত ভেসে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, বিষাক্ত শৈবাল সমুদ্রের পানি থেকে অক্সিজেন শুষে নিচ্ছে যা শ্বাসরুদ্ধ পরিস্থিতির জন্ম দিচ্ছে। এ ছাড়া সূর্যালোক প্রবেশে বাধা সৃষ্টি হওয়ায় সালোকসংশ্লেষণ ব্যাহত হচ্ছে যা সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীদের জন্য বিপর্যয়কর।

সিডনির বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. ভেনেসা পিরোত্তা বলেন, “এই শৈবাল বিস্তারের গতি ভয়াবহ। এটি কেবল বিষাক্তই নয়, বরং একটি বিস্ফোরণ ঘটার মতো হারে ছড়িয়ে পড়ছে এবং তা একধরনের রাসায়নিক চাদরের মতো সমুদ্রপৃষ্ঠে ছায়া ফেলছে।”

বিজ্ঞানীরা জানিয়েছেন, পানিতে নাইট্রোজেন ও ফসফরাসের মাত্রাতিরিক্ত উপস্থিতি এই শৈবালের অস্বাভাবিক বিস্তারের মূল কারণ। এ ধরনের ঘটনা জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে সামুদ্রিক পরিবেশের ভঙ্গুরতাকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।

যদিও শৈবাল মানুষের জন্য সরাসরি প্রাণঘাতী নয়, তবে এটি ত্বকে জ্বালা এবং শ্বাসকষ্টজনিত সমস্যা সৃষ্টি করতে পারে। এ কারণে দক্ষিণ অস্ট্রেলিয়ার স্থানীয় প্রশাসন সৈকতে সাঁতার কাটা, ডাইভিং বা অন্যান্য জলক্রীড়া কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করেছে।

এই পরিবেশগত বিপর্যয় সামুদ্রিক জীববৈচিত্র্য ও স্থানীয় অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। পরিস্থিতি মোকাবেলায় জরুরি গবেষণা ও সমন্বিত প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে পরিবেশ সংরক্ষণ সংস্থাগুলো।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত