মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা

সিরিয়া-ইসরায়েল আবারও আলোচনায়, বৃহস্পতিবার বাকুতে দ্বিতীয়বারের মতো মন্ত্রী পর্যায়ের বৈঠক

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩১ ১১:২৬:৪১
সিরিয়া-ইসরায়েল আবারও আলোচনায়, বৃহস্পতিবার বাকুতে দ্বিতীয়বারের মতো মন্ত্রী পর্যায়ের বৈঠক
ছবি: সংগৃহীত

সিরিয়া ও ইসরায়েলের মধ্যে ফের উচ্চপর্যায়ের আলোচনা হতে যাচ্ছে। বৃহস্পতিবার আজারবাইজানের রাজধানী বাকুতে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শিবানি ও ইসরায়েলের কৌশলবিষয়ক মন্ত্রী রন ডারমারের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক একটি সূত্র এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছে। খবর শাফাক নিউজের।

সূত্র জানিয়েছে, বৈঠকে সিরিয়ার দক্ষিণাঞ্চলে চলমান নিরাপত্তা পরিস্থিতি এবং সাম্প্রতিক উত্তেজনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। একই দিনে আল-শিবানি রাশিয়ার রাজধানী মস্কো সফরে যাবেন।

উল্লেখযোগ্যভাবে, এটি দুই দেশের মন্ত্রীদের মধ্যে দ্বিতীয় সাক্ষাৎ। এর আগে, গত সপ্তাহে ফ্রান্সের রাজধানী প্যারিসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রথমবারের মতো বৈঠক করেন তারা।

সম্প্রতি দামেস্ক কর্তৃপক্ষ স্বীকার করেছে, তারা ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনায় রয়েছে। আলোচনার মূল বিষয় ১৯৭৪ সালে স্বাক্ষরিত গোলান মালভূমির বিচ্ছিন্নকরণ চুক্তির পুনরায় কার্যকর করা।

অন্যদিকে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার এক বিবৃতিতে জানিয়েছেন, সিরিয়ার সঙ্গে সম্ভাব্য শান্তি ও কূটনৈতিক স্বীকৃতির বিষয়ে নতুনভাবে ভাবছে তেলআবিব।

আজারবাইজান প্রসঙ্গে বলা হয়েছে, দেশটি কেবল ইসরায়েলের অন্যতম প্রধান অস্ত্র ক্রেতা নয়, বরং ককেশাস অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক শক্তি হিসেবেও কাজ করছে।

প্রসঙ্গত, সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে শত শত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বিশেষ করে, দক্ষিণ সিরিয়ার গোলান মালভূমির জাতিসংঘ-নিয়ন্ত্রিত বাফার জোনে একাধিকবার সামরিক অভিযান চালিয়েছে দেশটি।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ