গাজায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত ৭১, চরম খাদ্যসংকটে শিশুদের মৃত্য

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩১ ১০:৫৬:১৯
গাজায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত ৭১, চরম খাদ্যসংকটে শিশুদের মৃত্য
ত্রাণ নিয়ে যাচ্ছেন গাজার বাসিন্দারাফাইল ছবি: রয়টার্স

গাজা উপত্যকায় তীব্র খাদ্যসংকটের মধ্যে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্যসেবা–সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বুধবার (৩০ জুলাই) উত্তর ও দক্ষিণ গাজায় পৃথক এই হামলার ঘটনা ঘটে। একই দিনে অপুষ্টি ও দুর্ভিক্ষে আক্রান্ত হয়ে আরও ৭ জন মারা গেছেন বলে জানিয়েছে উপত্যকার হাসপাতালগুলো।

গাজার সরকারি গণমাধ্যম বিভাগ জানায়, বুধবার উত্তর গাজায় জিকিম পয়েন্টের দিকে ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ৫১ জন নিহত হন এবং আহত হন আরও অন্তত ৬৪৮ জন।

এ ছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে মোরাগ করিডর এলাকায় ত্রাণ সংগ্রহের সময় আরও ২০ জনের মৃত্যুর তথ্য দিয়েছে নাসের মেডিকেল কমপ্লেক্স।

গাজায় চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ নামে একটি বিতর্কিত ত্রাণ বিতরণ কর্মসূচি চালু হয়। সেই ফাউন্ডেশনের কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর নিরাপত্তাহীনতা ও পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা এই ফাউন্ডেশনের তীব্র সমালোচনা করছে।

খাদ্যসংকটে উপত্যকার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অপুষ্টির কারণে এ পর্যন্ত ১৫৪ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ৮৯ জনই শিশু। বেশির ভাগ শিশুর মৃত্যু ঘটেছে গত কয়েক সপ্তাহের মধ্যেই।

একজন গাজাবাসী জিহান আল-কুরআন আল–জাজিরাকে বলেন, ‘আমার মেয়ে এক মাস ধরে এক টুকরো রুটিও খায়নি। ওর পেটে মাংস নেই, কেবল হাড়।’ তিনি জানান, খাদ্যের অভাবে তাদের পরিবার ধ্বংসের পথে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গাজায় পৌঁছানো অল্প কয়েকটি ত্রাণবাহী ট্রাক সাধারণ মানুষের কাছে পৌঁছায় না। জাতিসংঘ বলছে, প্রতিদিন অন্তত ৫০০ থেকে ৬০০ ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ প্রয়োজন হলেও গত চার দিনে সেখানে ঢুকেছে মাত্র ২৬৯টি ট্রাক।

বিশ্ব খাদ্য পর্যবেক্ষক সংস্থাগুলো সতর্ক করে বলছে, গাজায় এখন দুর্ভিক্ষের দৃশ্যমান চিত্র ফুটে উঠেছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা চরম সংকটে রয়েছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ