ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতিতে পশ্চিমা জোটের ঐতিহাসিক পদক্ষেপ

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩১ ০৭:৩০:১৩
ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতিতে পশ্চিমা জোটের ঐতিহাসিক পদক্ষেপ
ছবিঃ সংগৃহীত

গাজার রক্তাক্ত পরিস্থিতির প্রেক্ষিতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে পশ্চিমা বিশ্বের অন্তত ১৫টি দেশ। নিউইয়র্কে অনুষ্ঠিত একটি উচ্চপর্যায়ের সম্মেলনে তারা যৌথ বিবৃতি দিয়ে এই আহ্বান জানিয়েছে। ইসরায়েলের লাগাতার সামরিক আগ্রাসনে বিধ্বস্ত ফিলিস্তিন ভূখণ্ডে চলমান মানবিক বিপর্যয় ও গণহত্যার নিকটবর্তী পরিস্থিতিতে এই উদ্যোগ বিশ্বরাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধ আজও থামেনি। ইসরায়েলি বাহিনীর টানা হামলায় গাজা উপত্যকায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৬০ হাজার ৩৪ জন ফিলিস্তিনি। প্রতিদিন বেড়েই চলেছে নিহতের সংখ্যা। এ অঞ্চলে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে, যেখানে শিশুসহ বহু মানুষ অনাহারে মৃত্যুবরণ করছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাসপাতাল, স্কুল, আশ্রয়কেন্দ্রসহ আবাসিক এলাকাগুলো। এমন পরিস্থিতিতে বিশ্বব্যাপী নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে।

এই প্রেক্ষাপটে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে নিউইয়র্কে আয়োজিত হয় একটি আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনের মূল লক্ষ্য ছিল ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বের টেকসই এবং ন্যায়ভিত্তিক সমাধানের পথ খোঁজা। সেখানে ফ্রান্স, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, স্পেন, কানাডাসহ মোট ১৫টি দেশ যৌথভাবে এক বিবৃতিতে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানায়।

সম্মেলন-পরবর্তী এক বিবৃতিতে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো বলেন, “আমরা এখন আর সময়ক্ষেপণ করতে পারি না। এই সম্মেলনের মাধ্যমে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি—ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সময় এখনই। যারা এখনো স্বীকৃতি দেয়নি, তাদের প্রতি আহ্বান জানাই, তারা যেন আমাদের সঙ্গে এগিয়ে আসে।”

স্বাক্ষরকারী দেশগুলো হলো: অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড, ফ্রান্স, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, মাল্টা, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, সান মারিনো, স্লোভেনিয়া এবং স্পেন।

-রাফসান

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ