ভূমিকম্পের পর জ্বলে উঠল ইউরেশিয়ার সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩১ ০৯:০৯:০৫
ভূমিকম্পের পর জ্বলে উঠল ইউরেশিয়ার সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি
ছবি: সংগৃহীত

রাশিয়ার ক্ল্যুচেভস্কয় আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, ভূমিকম্পের পর লাভা ও ছাইয়ে উত্তপ্ত কামচাটকা

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ভয়াবহ ভূমিকম্পের কিছুক্ষণ পরই অগ্ন্যুৎপাত শুরু করেছে বিশ্বের অন্যতম সক্রিয় ও উচ্চতম আগ্নেয়গিরি ক্ল্যুচেভস্কয়। বিশাল এই আগ্নেয়গিরি থেকে এখন পশ্চিম ঢাল বেয়ে নেমে আসছে জ্বলন্ত লাভা, আকাশ ছুঁয়েছে ছাইয়ের স্তম্ভ।

রুশ একাডেমি অব সায়েন্সেসের ইউনাইটেড জিওফিজিক্যাল সার্ভিস জানিয়েছে, আগ্নেয়গিরির মুখ থেকে বিস্ফোরণের শব্দ ও আলোর ঝলকও দেখা গেছে। আগ্নেয়গিরিটি অবস্থিত পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে প্রায় ৪৫০ কিলোমিটার উত্তরে। কাছাকাছি অবস্থিত ক্ল্যুচি শহরের নামানুসারে এর নাম রাখা হয়েছে ক্ল্যুচেভস্কয়।

বুধবার প্রশান্ত মহাসাগরের তলদেশে রেকর্ড হওয়া ৮ দশমিক ৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পের পরপরই এই অগ্ন্যুৎপাত শুরু হয়। ভূমিকম্পের প্রভাবে কামচাটকা অঞ্চলে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু মানুষ আহত হয়েছে। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় ৩ থেকে ৪ মিটার উচ্চতার সুনামি ঢেউ উঠেছিল। তবে সুনামির আগেই স্থানীয়রা নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে।

প্রায় ৭ হাজার বছর আগে গঠিত ক্ল্যুচেভস্কয় আগ্নেয়গিরির উচ্চতা প্রায় ৪ হাজার ৮৩৫ মিটার (১৫ হাজার ৮৩৩ ফুট)। এটি ইউরেশিয়া মহাদেশের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি এবং প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ নামের ভূকম্পনপ্রবণ অঞ্চলের অংশ।

এই আগ্নেয়গিরি এর আগেও ২০১৩ ও ২০২০ সালে বড় ধরনের অগ্ন্যুৎপাত ঘটিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে এসেছিল। তখনও কয়েক কিলোমিটার উঁচু ছাইয়ের স্তম্ভ তৈরি হয়েছিল, যা বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছিল।

বিজ্ঞানীদের মতে, আগ্নেয়গিরিটি বহু বছর ধরে জমে থাকা লাভা, ছাই ও আগ্নেয় পদার্থ দিয়ে গঠিত। এটি রুশ গবেষকদের কাছে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ একটি গবেষণার বিষয় হলেও বিপজ্জনক প্রকৃতির কারণে এর আশপাশে মানুষের বসবাস সীমিত। রাশিয়ার সংশ্লিষ্ট সংস্থাগুলো আগ্নেয়গিরিটির গতিবিধি সবসময় পর্যবেক্ষণে রাখে, যাতে অগ্ন্যুৎপাতের আগাম পূর্বাভাস দেওয়া সম্ভব হয়।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ