ব্রাজিল যুক্তরাষ্ট্র বাণিজ্য

ট্রাম্পের আদেশে ব্রাজিলের পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক ৫০ শতাংশে

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩১ ১০:০২:০০
ট্রাম্পের আদেশে ব্রাজিলের পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক ৫০ শতাংশে
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে চাপে ব্রাজিল, ট্রাম্পের নির্বাহী আদেশে ৪০% শুল্ক বৃদ্ধি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিল থেকে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। গত বুধবার (৩০ জুলাই) তিনি এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেন। এর ফলে ব্রাজিলের ওপর যুক্তরাষ্ট্রের মোট শুল্ক দাঁড়ালো ৫০ শতাংশে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) হোয়াইট হাউস থেকে দেওয়া এক ঘোষণায় জানানো হয়, ব্রাজিল সরকারের বর্তমান নীতিমালা ও কর্মকাণ্ড মানবাধিকার লঙ্ঘন এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। ঘোষণায় বলা হয়, দেশটিতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দমন, ভয়ভীতি প্রদর্শন, হয়রানি, সেন্সরশিপ এবং সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো ও তার হাজার হাজার সমর্থকের বিরুদ্ধে বিচারের উদ্যোগ আইনের শাসনকে দুর্বল করেছে।

ঘোষণায় আরও বলা হয়, ব্রাজিল সরকারের ‘অস্বাভাবিক ও ব্যতিক্রমী’ পদক্ষেপগুলো মার্কিন প্রতিষ্ঠান, নাগরিকদের মতপ্রকাশের অধিকার এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে মোরায়েস—যিনি বলসোনারোর বিচারের সঙ্গে যুক্ত—তার নামও আলাদাভাবে তুলে ধরা হয়।

উল্লেখযোগ্য যে, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মধ্যে বহুদিন ধরে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। বর্তমানে ওয়াশিংটন ব্রাসিলিয়ার সঙ্গে বছরে প্রায় ২৮ কোটি ৪০ লাখ ডলারের বাণিজ্য উদ্বৃত্ত উপভোগ করছে।

তবে নতুন করে আরোপিত এই শুল্ক কার্যকর হওয়ার নির্দিষ্ট তারিখ হোয়াইট হাউসের ঘোষণায় উল্লেখ করা হয়নি। যদিও ট্রাম্প এর আগে ঘোষণা দিয়েছিলেন, ১ আগস্ট থেকেই এই শুল্ক কার্যকর হবে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ