নেপালে মুকুট জয় করে ফিরলেন প্রিয়াঙ্কা, হতে চান অভিনেত্রী

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৩ ১০:৪৯:১৩
নেপালে মুকুট জয় করে ফিরলেন প্রিয়াঙ্কা, হতে চান অভিনেত্রী

সত্য নিউজ: দুটি চোখে স্বপ্ন, মনের ভেতর জেদ আর হৃদয়ে দৃঢ় সংকল্প—এই তিনে ভর করেই নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ‘বর্ষা সুন্দরী–সিজন ৪’ প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে জয় ছিনিয়ে আনলেন ভোলার মেয়ে প্রিয়াঙ্কা চৌধুরী। আয়োজিত হয়েছিল পাঁচতারকা হোটেল ইয়াক্যাং-এ, যেখানে দুই বাংলার প্রতিযোগীদের মাঝে ‘অপরূপা’ ক্যাটাগরিতে চ্যাম্পিয়নের মুকুট উঠেছে তাঁর মাথায়।

এই বিজয় প্রিয়াঙ্কার জন্য কেবল একটি ট্রফি অর্জন নয়—এটি তার অভিনয়জগতে প্রবেশের এক উজ্জ্বল দরজা। ইতিমধ্যে তিনি কাজ করেছেন বেশ কয়েকটি বিজ্ঞাপনে, যার মধ্যে রয়েছে রাসেল শিকদার ও অংকুর পরিচালিত টেলিভিশন বিজ্ঞাপন। রাজধানীর খ্যাতনামা ফ্যাশন হাউজ ‘সেলিব্রিটিস চয়েস’-সহ আরও কয়েকটি ব্র্যান্ডের মডেল হিসেবেও ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন নিজেকে।

তবে প্রিয়াঙ্কার স্বপ্ন এর চেয়েও অনেক বড়। ছোটবেলা থেকেই সিনেমার নায়িকা হওয়ার অভিলাষ বুকে লালন করেছেন তিনি। সেই পথেই নিজের দক্ষতা ও প্রতিভাকে শাণিত করে এগিয়ে যেতে চান অভিনয়ের সব মাধ্যমে—নাটক, সিনেমা, ওটিটি প্ল্যাটফর্ম—সবখানেই নিজেকে প্রমাণ করতে চান।

প্রিয়াঙ্কার ভাষ্যে:

"আমাদের ইন্ডাস্ট্রির অনেক গুণী শিল্পীর অভিনয় দেখে দেখে আমি স্বপ্ন দেখতে শিখেছি। ভাবতাম, একদিন আমিও তাদের মতো হবো। আজ সেই স্বপ্নের পথে প্রথম কদম ফেলেছি। আন্তর্জাতিক এই স্বীকৃতি আমাকে আত্মবিশ্বাস দিয়েছে, সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। ভালো গল্প ও গুণী নির্মাতার সঙ্গে কাজ করাই এখন আমার একমাত্র লক্ষ্য।"

শুধু শোবিজেই নয়, প্রিয়াঙ্কা এগিয়ে যেতে চান উচ্চশিক্ষার পথেও। অল্প কিছুদিনের মধ্যেই তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-তে তার বিশ্ববিদ্যালয় জীবন শুরু করতে যাচ্ছেন। একাধারে পড়াশোনা এবং মিডিয়ার পথচলা—এই ভারসাম্যের মধ্য দিয়েই নিজেকে গড়ে তুলতে চান তিনি।

নেটিজেনদের প্রশংসা, শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা আর নিজের মেধা ও পরিশ্রমকে পুঁজি করে প্রিয়াঙ্কা এখন প্রস্তুত নতুন যাত্রার জন্য। তিনি নিজেই এখন প্রমাণ, স্বপ্ন যদি বড় হয় এবং ইচ্ছে যদি সত্য হয়—তবে সীমান্ত পেরিয়ে, হৃদয় জয় করা অসম্ভব কিছু নয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত