বাংলাদেশকে গুঁড়িয়ে দিতে পারে পাকিস্তান

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৮ ১০:১৮:২৯
বাংলাদেশকে গুঁড়িয়ে দিতে পারে পাকিস্তান

পাকিস্তান ক্রিকেট দলের পারফরম্যান্স সবসময়ই ছিল রহস্যে মোড়ানো—একদিকে সহজ লক্ষ্য তাড়া করতে গড়বড় করে, অন্যদিকে অসম্ভবকে সম্ভব করে চমকে দেয়। বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে কোন পাকিস্তানকে দেখা যাবে, সেটিই এখন মূল প্রশ্ন।

এই প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে পাকিস্তান যে আক্রমণাত্মক মেজাজেই সিরিজটা খেলতে চাইছে, সেটা স্পষ্ট হয়েছে দল নির্বাচনে। পাকিস্তান দলে রয়েছে এমন সব ব্যাটসম্যান, যাঁরা ব্যাটে–বলে লাগলে একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। তবে এদেরই কেউ কেউ আবার একেবারে ব্যর্থও হতে পারেন। এই অনিশ্চয়তা নিয়েই শুরু হচ্ছে এই হাইরিস্ক হাইরিওয়ার্ড সিরিজ।

পাকিস্তান দল এবার নিউজিল্যান্ড সিরিজ থেকে ৮ জনকে বাদ দিয়েছে। তবে মূল পরিকল্পনায় ছেদ না ধরিয়ে যারা ধারাবাহিকভাবে আধুনিক টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করে—তাদের দলে রেখেছে।

সিরিজ হারার পরও রাখা হয়েছে অধিনায়ক সালমান আগাকে। হাসান নেওয়াজ, যিনি তিন ইনিংসে একবারও দুই অঙ্ক ছুঁতে পারেননি, তাকেও রাখা হয়েছে। কারণ নিউজিল্যান্ড সিরিজেই তাঁর ব্যাট থেকে এসেছে ১০৫ রানের অনবদ্য ইনিংস। মোহাম্মদ হারিসের মতন মারকুটে ব্যাটসম্যানও আছেন স্কোয়াডে, যিনি পাওয়ারপ্লেতে বোলারদের ওপর ঝড় তুলতে পটু।

৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র ৮৬ রান করা সাহিবজাদা যেন হঠাৎ করেই হয়ে উঠেছেন ‘মনস্টার মোডে’। ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে ৭ ম্যাচে ৬০৫ রান, তিনটি সেঞ্চুরি, ৪০টি ছক্কা—যেখানে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার সংখ্যা মাত্র ১৩! সেই ইনিংসের মধ্যে ছিল ৭২ বলে ১৬২ রানের অবিশ্বাস্য এক ইনিংস, যা টি-টোয়েন্টি ইতিহাসে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ। এরপর এবারের পিএসএলেও সর্বোচ্চ রানসংগ্রাহক তিনিই—৪৪৯ রান, স্ট্রাইক রেট ১৫২.২০।

পাকিস্তানের দলে এখন রয়েছেন ফখর জামান, সাইম আইয়ুব, হাসান নেওয়াজ, সাহিবজাদা, হারিস—সবাই নিজেদের দিনে ‘ম্যাচ উইনার’। ফখর পিএসএলে করেছেন ৪৩৯ রান, স্ট্রাইক রেট ১৫২.৯৬। সাইম আইয়ুব চোট কাটিয়ে ফিরলেও তার আগ্রাসী ব্যাটিং স্টাইল ভুলে গেলে চলবে না। হারিস, ফখর, হাসান—তাঁরা টপ অর্ডারেও খেলতে পারেন, আবার মিডল অর্ডারেও কার্যকর।

বাংলাদেশ দলের জন্য এটি সহজ চ্যালেঞ্জ হবে না। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের অনুপস্থিতি বড় এক ধাক্কা। পাশাপাশি সাম্প্রতিক ফর্মও আশাজাগানিয়া নয়। এমনকি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও সিরিজ হারের স্মৃতি এখনো টাটকা।

পাকিস্তানের বর্তমান ব্যাটিং লাইনআপ এতটাই ছক্কামুখর যে, একবার তাদের ব্যাটে ঝড় উঠলে বাংলাদেশের বোলিং ইউনিটের হিমশিম খাওয়াটা সময়ের ব্যাপার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত