চিন্ময় দাসকে আরও এক মামলায় জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেন আদালত

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৭ ১৪:২২:২৯
চিন্ময় দাসকে আরও এক মামলায় জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেন আদালত

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। রাষ্ট্রদ্রোহ, হত্যা ও পুলিশের ওপর হামলার মতো একাধিক মামলায় জড়িত এই নেতা বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।

মঙ্গলবার (২৭ মে) চট্টগ্রাম মহানগর হাকিম এস এম আলাউদ্দিন নগরীর কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন নিশ্চিত করেছেন।

গত বছরের ২৬ নভেম্বর চিন্ময় দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর নিহতের বাবা জামাল উদ্দিন ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এর বাইরে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, বিচারপ্রার্থী ও আইনজীবীদের ওপর হামলা ইত্যাদি অভিযোগে আরও পাঁচটি মামলা দায়ের হয়।

এই ছয়টি মামলায় মোট ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ২১ জনের বিরুদ্ধে হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, সাইফুল হত্যাকাণ্ডে গ্রেপ্তার চন্দন দাস, রিপন দাস ও রাজীব ভট্টাচার্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা জানিয়েছেন, রিপন দাস সাইফুলের ঘাড়ে বঁটি দিয়ে দুটি কোপ দেন, চন্দন দাস কিরিচ দিয়ে কোপান, এবং প্রায় ১৫–২০ জন মিলে লাঠি, ইট, বাটাম ও ধারালো অস্ত্র দিয়ে হামলা করে তাকে হত্যা করেন।

২০২৩ সালের ৩১ অক্টোবর চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময় দাসসহ ১৯ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা করেন। ওই মামলায় ২৫ নভেম্বর ঢাকার একটি এলাকা থেকে চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়।

চিন্ময়ের রাষ্ট্রদ্রোহ মামলার জামিন শুনানি ঘিরে আদালত প্রাঙ্গণে অস্ত্রসজ্জিত অবস্থায় হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। সরকারি কর্মচারীদের ওপর হামলা, সরকারি কাজে বাধাদান ও গাড়ি ভাঙচুরের ঘটনায় নতুন মামলা হয়, যেখানে চিন্ময় দাস অন্যতম আসামি।

এই মামলার তদন্ত কর্মকর্তা আদালতে আবেদনের মাধ্যমে চিন্ময় দাসকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি চান। শুনানি শেষে বিচারক আবেদনটি মঞ্জুর করেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত