‘ভাড়া করা লোক এনে দেশ চলে না’—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৬ ২০:২১:৪৮
‘ভাড়া করা লোক এনে দেশ চলে না’—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কয়েকটি বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার সম্ভব নয়। সংস্কার একটি ধারাবাহিক ও জটিল প্রক্রিয়া, যেটি সময় ও কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে হতে হয়। শনিবার (২৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জিয়া পরিষদের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “অনেকে ভাবছেন, কিছু ব্যক্তি বা দল বৈঠক করে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করে ফেলবে—এমন ধারণা অবাস্তব। বিদেশ থেকে দু–একজনকে ভাড়া করে এনে সংস্কার করা যায় না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যার জন্য কাঠামোগত প্রস্তুতি ও রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে এখন রাজনৈতিক বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। কিছু রাজনৈতিক দল এমন পদ্ধতির কথা বলছে, যেগুলোর সঙ্গে দেশের বাস্তবতার কোনো সম্পর্ক নেই। সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে তারা কথা বলছে, অথচ সাধারণ মানুষ জানেই না এটি কী। জনগণ জানে একজন প্রার্থী থাকবে, তার মার্কা থাকবে—এটাই আমাদের ভোটচর্চা।”

বিএনপি মহাসচিব বলেন, “আপনি ভাবতে পারেন, আগামীকাল থেকেই পুলিশ ঘুষ খাওয়া বন্ধ করে দেবে। কিন্তু এটি কাঠামোগত সংস্কার ছাড়া সম্ভব না। প্রশাসনের ভেতর থেকে দুর্নীতি দূর করতে চাইলে সঠিক ব্যবস্থাপনা ও কাঠামো দরকার।”

আমলাতন্ত্রের বিষয়ে তিনি বলেন, “নেগেটিভ আমলাতন্ত্র বা ব্যুরোক্রেসি আমাদের উন্নয়নের পথে বড় বাধা। এটিকে ইতিবাচক বা জনমুখী করতে হলে ব্যাপক সংস্কার দরকার। মূল বিষয় হচ্ছে—জনগণের সঙ্গে রাষ্ট্রের সম্পৃক্ততা বাড়ানো।”

ফখরুল আরও বলেন, “আজ জাতি এক ভয়াবহ সংকটে রয়েছে। রাজনৈতিক শূন্যতা, অর্থনৈতিক চাপ এবং প্রশাসনিক দুর্বলতা একসঙ্গে কাজ করছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য একটি গণতান্ত্রিক ও কার্যকর কাঠামো তৈরি করতে হবে।”

আলোচনা সভায় আরও বক্তব্য দেন জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম, অধ্যাপক এমতাজ হোসেন, অধ্যাপক মজিবুর রহমান হাওলাদার, আবদুল্লাহ হিল মাসুদ এবং অধ্যাপক আবুল কালাম আজাদ।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ