ওয়ানডেতে দ্রুততম ফিফটির তালিকায় উইন্ডিজের ফোর্ড

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৪ ১৬:০০:৫১
ওয়ানডেতে দ্রুততম ফিফটির তালিকায় উইন্ডিজের ফোর্ড

নিজস্ব প্রতিবেদক:
ডাবলিনের আকাশে বৃষ্টি নামলেও তার আগেই রানবৃষ্টি ঝরিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তরুণ ক্রিকেটার ফোর্ড। আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র ১৬ বলে হাফসেঞ্চুরি করে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ফিফটির রেকর্ডে ভাগ বসিয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে। শেষ পর্যন্ত মাত্র ১৯ বলে ২টি চার ও ৮টি বিশাল ছক্কায় করেন ৫৮ রান।

কাকতালীয়ভাবে, ডি ভিলিয়ার্সও ২০১৫ সালে এই রেকর্ডটি গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই। জোহানেসবার্গে সেই ম্যাচে তিনি করেছিলেন ৩১ বলে সেঞ্চুরি, যা এখনও আন্তর্জাতিক ওয়ানডেতে দ্রুততম শতক।

গতকাল ফোর্ড শুধু দ্রুততম ফিফটিতেই নয়, বাউন্ডারির মাধ্যমে সর্বোচ্চ রান তোলার রেকর্ডেও নাম তুলেছেন। তাঁর ৫৮ রানের মধ্যে ৫৬ রানই এসেছে বাউন্ডারি থেকে — অর্থাৎ ৯৬.৯৫ শতাংশ রান! আগের রেকর্ড ছিল আন্দ্রে ফ্লেচারের, যিনি ২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে ৯৬.১৬ শতাংশ রান করেছিলেন বাউন্ডারিতে।

সপ্তম উইকেটে জাস্টিন গ্রিভসের সঙ্গে মাত্র ২৫ বলে ৬৮ রানের ঝোড়ো জুটিতে দলীয় স্কোর পৌঁছে যায় ৩৫২ রানে। গ্রিভস করেন ৩৬ বলে অপরাজিত ৪৪ রান। এর আগে কেসি কার্টি করেন ১০৯ বলে ১০২ এবং অধিনায়ক শাই হোপ ৪৯ রান।

দুর্ভাগ্যজনকভাবে, ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ফলে আইরিশরা ব্যাটিং করার সুযোগই পায়নি।

ওয়ানডেতে দ্রুততম ফিফটির তালিকায় এখন ডি ভিলিয়ার্স ও ফোর্ডের নাম যৌথভাবে শীর্ষে। তাদের পরেই রয়েছেন সনৎ জয়সুরিয়া, কুশল পেরেরা, মার্টিন গাপটিল এবং লিয়াম লিভিংস্টোন, যারা ১৭ বলে ফিফটি করেছেন। উইন্ডিজদের মধ্যে ফোর্ডের পরেই আছেন ক্রিস গেইল (১৯), ড্যারেন সামি (২০), ব্রায়ান লারা ও কাইরন পোলার্ড (২৩)।

এত অল্প বয়সেই এই রেকর্ড গড়া ফোর্ডকে নিয়ে আশাবাদী ক্যারিবীয় সমর্থকরা। ক্রিকেটবিশ্বও নজর রাখছে তাঁর পরবর্তী ইনিংসের দিকে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত