আবুল হায়াতে: এ যেন এক গল্পের নাম

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৪ ১৪:৫৫:১১
আবুল হায়াতে: এ যেন এক গল্পের নাম

সত্য নিউজ: বাংলাদেশের অভিনয়শিল্পের এক অনন্য দৃষ্টান্ত বরেণ্য অভিনেতা আবুল হায়াত এবার পেলেন মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা। দেশের সংস্কৃতিতে দীর্ঘ সাত দশকের অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার তাঁর হাতে তুলে দেওয়া হয় শুক্রবার (২৩ মে), রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে।

পুরস্কার তুলে দেন অভিনেত্রী দিলারা জামান। মঞ্চে আরও উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী এবং প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক।

আবেগঘন প্রতিক্রিয়ায় যা বললেন আবুল হায়াত:

“এই পুরস্কার কেবল আমার নয়, তাদেরও, যারা আমার ভেতর দিয়ে কখনো সত্য হয়ে উঠেছিল”—এই কথাতেই যেন ফুটে উঠল এক শিল্পীর সারল্য ও দায়বদ্ধতা।

তিনি আরও বলেন,

“আমি অভিনয়ের পর মেকআপ মুছে, পোশাক বদলে বাড়ি ফিরলেও, একা ফিরি না। সঙ্গে নিয়ে যাই অভিনীত চরিত্রদের। তারা আমার রক্ত-মাংসে মিশে থাকে। আমি কেবল আবুল হায়াত নই, আমার মধ্যে বাস করে সহস্র চরিত্র।”

আবুল হায়াত তাঁর সহকর্মী, নাট্যকার, প্রযোজক-পরিচালক, মেকআপ আর্টিস্ট, সাংবাদিক এবং দর্শকদের প্রতি জানালেন অকুণ্ঠ কৃতজ্ঞতা। নিজের মা-বাবা এবং স্ত্রী শিরীর অবদানের কথা উল্লেখ করে আবুল হায়াত বলেন,

“শিরী, তোমাকে ছাড়া এই সফলতা কোনোদিনই আসত না। আজকের এই পুরস্কারটা তোমার।”

দীর্ঘ অভিনয়জীবনের উল্লেখযোগ্য মুহূর্ত:

  • ১৯৬৮ সালে টিভিতে অভিনয় শুরু নাগরিক নাট্যদলের ‘ইডিপাস’-এর মাধ্যমে।
  • ১৯৭২ সালে চলচ্চিত্রে অভিষেক ঋত্বিক ঘটকের কালজয়ী ছবি ‘তিতাস একটি নদীর নাম’-এ।
  • মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র, রেডিও ও বিজ্ঞাপন—সব মাধ্যমে ছিলেন সমান দক্ষ ও সক্রিয়।

২০০২ সালে শুরু হওয়া এই সম্মাননায় এবার নিয়ে মোট ২৩ জন গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্ব পুরস্কৃত হলেন। ২০২৩ সালে শেষবার এই সম্মাননা পেয়েছিলেন প্রয়াত অভিনেতা মাসুদ আলী খান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত