আজ হারাম ও নববিতে খতিব হচ্ছেন দুই বিশ্বখ্যাত আলেম

২০২৫ মে ১৬ ১০:৫০:২২
আজ হারাম ও নববিতে খতিব হচ্ছেন দুই বিশ্বখ্যাত আলেম

সত্য নিউজ: আজ শুক্রবার, সৌদি আরবের ১৬ মে ২০২৫ খ্রিস্টাব্দ এবং ১৮ জিলকদ ১৪৪৬ হিজরি। এটি পবিত্র জিলকদ মাসের তৃতীয় জুমা। এই দিন পবিত্র মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে জুমার নামাজে ইমামতি করবেন ইসলামী বিশ্বে সম্মানিত দুই আলেম ও কারি—ড. ইয়াসির বিন রশিদ আদ-দাওসারি ও ড. খালিদ ইবনে সুলাইমান আল-মুহান্না।

মসজিদুল হারামে ইমামতি করবেন ড. ইয়াসির আদ-দাওসারি

ড. ইয়াসির আদ-দাওসারি, যিনি বর্তমানে মসজিদুল হারামের স্থায়ী ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন, মাত্র ১৫ বছর বয়সে কোরআন হিফজ সম্পন্ন করেন। আল-খারজে জন্মগ্রহণকারী এই শায়খ শরিয়া ও তুলনামূলক আইনশাস্ত্রে স্নাতকোত্তর ও পিএইচডি সম্পন্ন করেছেন ইমাম মুহাম্মাদ বিন সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে।

তিনি সৌদি আরবের সর্বকনিষ্ঠ হারাম ইমামদের মধ্যে একজন। ২০১৫ সাল থেকে তারাবিহ ও তাহাজ্জুদের জন্য নিযুক্ত থাকার পর ২০১৯ সালে তাকে স্থায়ী ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার কেরাত প্রশিক্ষণ দিয়েছেন খ্যাতনামা কারি বাকরি আল-তারাবিশি ও ইব্রাহিম আল-আখদার।

মসজিদে নববিতে ইমামতি করবেন ড. খালিদ আল-মুহান্না

অন্যদিকে মসজিদে নববিতে জুমার খুতবা ও ইমামতির দায়িত্ব পালন করবেন ড. খালিদ ইবনে সুলাইমান আল-মুহান্না। ১৯৭৬ সালে আল-আহসায় জন্মগ্রহণকারী এই আলেম কোরআনের হাফেজ এবং প্রখ্যাত বিচারক শায়খ সুলাইমান ইবনে আবদুল্লাহর পুত্র।ড. মুহান্না ইমাম মুহাম্মাদ বিন সৌদ বিশ্ববিদ্যালয়ে উসুলে দীন বিভাগে অধ্যাপনাও করছেন। তিনি শায়খ ইবনে বাজ ও শায়খ ইবনে আকিলের সরাসরি ছাত্র ছিলেন। ২০১৫ ও ২০১৬ সালে রমজানে মসজিদে নববিতে ইমামতি করেছেন, আর আজ তিনি পূর্ণ মর্যাদায় খতিবের দায়িত্ব পালন করবেন।

বিশ্ব মুসলিম উম্মাহ আজ এই দুই পবিত্র মসজিদে খতিবদের হৃদয়গ্রাহী খুতবা ও কোরআন তেলাওয়াতে জুমার দিনের বারাকাত লাভের অপেক্ষায় রয়েছেন।

সূত্র: ইনসাইড দ্য হারামাইন

ট্যাগ: সৌদি আরব

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত