তাবলিগের দুই পক্ষকে নিয়ে সরকারের উদ্যোগে শান্তি বৈঠক

ধর্ম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩০ ১৬:৫৪:৩৭
তাবলিগের দুই পক্ষকে নিয়ে সরকারের উদ্যোগে শান্তি বৈঠক
ছবি: সংগৃহীত

তাবলিগ জামাতের দুটি প্রধান গ্রুপ—সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে চলমান বিরোধ নিরসনে সাত সদস্যের একটি সমন্বয় কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি জানান, ধর্ম মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে এই কমিটি গঠন করা হবে। কমিটিতে দুই গ্রুপের পক্ষ থেকে দুজন করে প্রতিনিধি থাকবেন।

ধর্ম উপদেষ্টা বলেন, বিশ্ব ইজতেমাসহ ভবিষ্যতে তাবলিগ জামাতের কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরিচালনা নিশ্চিত করতে উভয় পক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। গ্রুপ দুটির মধ্যে যেকোনো বিরোধ নিরসনে এই কমিটি দায়িত্ব পালন করবে। অচিরেই কমিটি গঠন করে তা কার্যকর করা হবে বলেও জানান তিনি।

জানা গেছে, কাকরাইল মসজিদ ও টঙ্গীর ইজতেমা ময়দানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা বিরোধ মেটাতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় ধর্ম উপদেষ্টার কার্যালয়ে। এতে সাদপন্থী ও জুবায়েরপন্থী উভয় পক্ষের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী।

বৈঠকে সাদপন্থীরা অভিযোগ করেন, তাদের কাকরাইল মসজিদ থেকে জোর করে বের করে দেওয়া হয়েছে। তারা দাবি করেন, কাকরাইল মসজিদ আল্লাহর ঘর, সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করাই তাদের উদ্দেশ্য। অন্যদিকে কাকরাইল মসজিদ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি জুবায়েরপন্থী মাওলানা মামুনুল হক।

তবে মামুনুল হক বলেন, ভবিষ্যতে বিশ্ব ইজতেমা নিয়ে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়, সে লক্ষ্যে উভয় পক্ষের নেতাদের নিয়ে একটি বৈঠক হয়েছে। সেখানে সাত সদস্যের একটি সমন্বয় কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ