শুরু হবে হজ ও ওমরাহ মেলা, থাকছে নানা সুযোগ-সুবিধা

ধর্ম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৮ ১২:১৮:৪৪
শুরু হবে হজ ও ওমরাহ মেলা, থাকছে নানা সুযোগ-সুবিধা

আগামী ১৪ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনের হজ ও ওমরাহ মেলা, যা ১৬ আগস্ট পর্যন্ত রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এই মেলার আয়োজন করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার জানান, মেলা দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় ইভেন্ট হিসেবে পরিকল্পিত এবং এতে অংশগ্রহণের জন্য প্রস্তুতি চলছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, যেখানে ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক ও বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মেলার সমাপনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং সচিব নাসরীন জাহান অংশগ্রহণ করবেন।

মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার আরও জানান, মেলায় বিভিন্ন ব্যাংক, এয়ারলাইন্স এবং হজ এজেন্সির স্টল থাকবে, যা হজ ও ওমরাহ সম্পর্কিত তথ্য-পরামর্শ ও সেবা প্রদান করবে। আগামী বছরের হজের জন্য নিবন্ধন ইতোমধ্যে শুরু হয়েছে এবং এই মেলার মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে সরাসরি হজযাত্রী ও এজেন্সির মধ্যে যোগাযোগের সুযোগ সৃষ্টি করা হবে, যা হজযাত্রীদের জন্য স্বচ্ছ ও সুবিধাজনক প্রক্রিয়া নিশ্চিত করবে।

-শরিফুল, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ