বাংলাদেশ-পাকিস্তান সিরিজের শেষ ম্যাচ আজ: ইতিহাস গড়ার পথে লিটনরা

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৪ ০৯:৪০:১৫
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের শেষ ম্যাচ আজ: ইতিহাস গড়ার পথে লিটনরা
ছবি: সংগৃহীত

আজ সন্ধ্যা ৬টায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের এটি তৃতীয় ও শেষ ম্যাচ। আগের দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। আজকের ম্যাচ জিতলে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার বিরল কীর্তি গড়বে লিটন কুমার দাসের নেতৃত্বাধীন দল।

লঙ্কা সফরে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানো বাংলাদেশ ঘরের মাঠেও ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে। এর আগে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ জিতলেও একাধিক ম্যাচের কোনো সিরিজে কখনোই জয় পায়নি বাংলাদেশ। আজকের জয় সেই ইতিহাস বদলে দেবে।

অন্যদিকে, পাকিস্তানও মরিয়া চেষ্টা চালাবে এই ম্যাচ জিতে ব্যবধান কমিয়ে নিতে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আরও একবার উত্তেজনার প্রত্যাশা করছেন ক্রিকেটপ্রেমীরা।

তবে ক্রিকেটের পাশাপাশি এবার আলোচনায় এসেছে মিরপুরের উইকেটও। সাম্প্রতিক সময়ে রানপ্রসবা উইকেটের বদলে ধীর ও স্বল্পরানের পিচ পাওয়া যাচ্ছে, যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানি খেলোয়াড় ও কোচিং স্টাফ। দলের কোচ মাইক হেসন বলেন, বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সিরিজটি বিবেচিত হলেও এমন উইকেটে খেলা আদর্শ নয়। পাকিস্তানি অধিনায়ক সালমান আগা ও অলরাউন্ডার ফাহিম আশরাফও এ বিষয়ে প্রকাশ্যে হতাশা প্রকাশ করেছেন।

বিশ্বকাপ ২০২৬ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়, যেখানে সাধারণত ব্যাটিং-বান্ধব উইকেট থাকে। সে তুলনায় মিরপুরের এই ধীর গতির পিচ নিয়ে উদ্বেগ বাড়ছেই। বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিমও স্বীকার করেছেন, বিশ্বকাপ প্রস্তুতির জন্য এ ধরনের উইকেট আদর্শ নয়।

তবে উইকেট নিয়ে নেতিবাচক মন্তব্যের মধ্যে ব্যতিক্রম হয়েছেন পাকিস্তানের সাবেক তারকারা। শোয়েব আখতার, রমিজ রাজা ও বাসিত আলি উইকেটের বৈচিত্র্য মেনে নিয়ে খেলোয়াড়দের মানিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

সব মিলিয়ে, আজকের ম্যাচ শুধু সিরিজের অংশ নয়, বরং দুই দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও আত্মবিশ্বাসের জন্যও গুরুত্বপূর্ণ এক পরীক্ষা।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ