এশিয়া কাপ ঘিরে অনিশ্চয়তা কাটলো, ঢাকায় এসিসির সভায় যোগ দিচ্ছে বিভিন্ন দেশের প্রতিনিধি

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৩ ২১:৪৭:৫১
এশিয়া কাপ ঘিরে অনিশ্চয়তা কাটলো, ঢাকায় এসিসির সভায় যোগ দিচ্ছে বিভিন্ন দেশের প্রতিনিধি
ছবি: সংগৃহীত

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা ঘিরে শুরুতে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও শেষ পর্যন্ত সভাটি ঢাকাতেই অনুষ্ঠিত হচ্ছে এবং তাতে বিভিন্ন দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন।

প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সভার আয়োজক হচ্ছে। এসিসির সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি এরইমধ্যে ঢাকায় পৌঁছেছেন।

শুরুতে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঢাকায় প্রতিনিধি পাঠাতে অস্বীকৃতি জানায়। এরপর শ্রীলঙ্কা ও আফগানিস্তানও একই পথে হাঁটে। এতে করে সভার আয়োজন নিয়েই ধোঁয়াশা দেখা দেয় এবং আগামী সেপ্টেম্বরের এশিয়া কাপের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়ে।

তবে পরে এসিবি (আফগানিস্তান ক্রিকেট বোর্ড) নিশ্চিত করেছে যে তারা প্রতিনিধি পাঠাবে। ওমান থেকেও একজন প্রতিনিধি সরাসরি সভায় অংশ নেবেন। বিসিসিআই ও নেপাল অনলাইনে সভায় যুক্ত হবেন বলে জানানো হয়েছে। শ্রীলঙ্কা থেকে কে বা কারা আসবেন—এখনো তা নিশ্চিত নয়।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, এ সভার আয়োজনের মূল দায়িত্ব এসিসির হলেও বিসিবি লজিস্টিক সহায়তা দিচ্ছে। তিনি বলেন, “কারা সভায় অংশ নেবে, তা এসিসিই ঠিক করবে, এটা বিসিবির বিষয় নয়।”

এই সভায় সেপ্টেম্বরের এশিয়া কাপ নিয়ে আলোচনা হবে। আয়োজক হিসেবে রয়েছে ভারত। সম্ভাব্য ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নাম শোনা যাচ্ছে এবং টি-২০ ফরম্যাটে টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এসিসির এই বার্ষিক সভা এবং এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এই বৈঠকের মাধ্যমেই জানা যাবে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ