অধ্যাপক ইউনূসের পাশে ‘কিংস ফাউন্ডেশন পুরস্কার ২০২৫’ পেলেন যারা

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১৪ ১৩:৩৫:৪১
অধ্যাপক ইউনূসের পাশে ‘কিংস ফাউন্ডেশন পুরস্কার ২০২৫’ পেলেন যারা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে মর্যাদাপূর্ণ ‘হারমনি অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার লন্ডনের ঐতিহাসিক সেন্ট জেমস প্যালেসে রাজা চার্লসের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে অধ্যাপক ইউনূসের হাতে পুরস্কার তুলে দেন কিংস ফাউন্ডেশনের চেয়ার অব ট্রাস্টিজ ডেম অ্যান লিম্ব।

এই সম্মাননা এমন ব্যক্তিকে দেওয়া হয়, যিনি ‘দ্য কিংস হারমনি’ দর্শনের প্রতি দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও কর্মপ্রয়াসের মাধ্যমে তা বাস্তবায়নে অনন্য অবদান রাখেন। অধ্যাপক ইউনূসকে এই পুরস্কার প্রদানের পেছনে তাঁর সামাজিক ব্যবসা প্রসারের চেষ্টাকে বিশেষভাবে মূল্যায়ন করা হয়েছে, যা বাংলাদেশ ও বহির্বিশ্বে দারিদ্র্য দূরীকরণ ও টেকসই উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন এনেছে।

হারমনি দর্শনের মূল বক্তব্য

রাজা তৃতীয় চার্লসের প্রবর্তিত ‘হারমনি দর্শন’ প্রকৃতি, সমাজ ও মানুষের মধ্যে সমন্বয়ের ভিত্তিতে টেকসই জীবনযাপন ও উন্নয়নের ধারণা বহন করে। এই দর্শনের প্রাথমিক লক্ষ্য হলো প্রকৃতির ছন্দে চলা এবং তার প্রতি সম্মান জানিয়ে সামগ্রিক মানব কল্যাণের পথে এগিয়ে যাওয়া।

২০২৪ সালে চালু হওয়া এই পুরস্কারের প্রথম বিজয়ী ছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি–মুন। এবার অধ্যাপক ইউনূসকে এই তালিকায় যুক্ত করে ব্রিটেনের রাজপরিবার ও ফাউন্ডেশনটি তাঁর কাজের আন্তর্জাতিক প্রভাবকে স্বীকৃতি দিল।

অন্যান্য পুরস্কারপ্রাপ্তরা

‘কিংস ফাউন্ডেশন অ্যাওয়ার্ডস ২০২৫’-এর অংশ হিসেবে আরও কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয় বিভিন্ন ক্যাটাগরিতে:

ইমার্জিং ট্যালেন্ট: এমিলি হার্স্ট (পুরস্কার প্রদান করেন ডেভিড বেকহাম)

ইন্টারন্যাশনাল ইমপ্যাক্ট: আকোজে রেসিডেন্সি (আফ্রিকা ও সোয়ানা অঞ্চলের শিল্পীদের সহায়তাকারী সংস্থা)

ইয়াং এন্ট্রাপ্রেনার: বার্নাবি হর্ন (হ্যাট ডিজাইনার)

টিচিং অ্যাওয়ার্ড: ক্লদিয়া পেনিয়ারান্দা (টেকসই উন্নয়ন শিক্ষায় দীর্ঘ অবদান)

ইনোভেশন ইন প্র্যাকটিস: ইয়াসমিন লারি (পাকিস্তানের প্রথম নারী স্থপতি, জলবায়ু সহনশীল নির্মাণে অগ্রগামী)

অ্যাডভোকেট অব দ্য ইয়ার: প্যাট্রিক হোল্ডেন (টেকসই কৃষি ও খাদ্য ব্যবস্থার প্রবক্তা)

কমিউনিটি পার্টনারশিপ: অচিনলেক প্রাইমারি স্কুল (স্কটল্যান্ডের সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে হারমনি দর্শনের বাস্তবায়ন)

করপোরেট অ্যাওয়ার্ড: প্যাটাগোনিয়া (জলবায়ু সচেতন ব্যবসায়িক মডেলের জন্য)

১৯৯০ সালে তৎকালীন প্রিন্স অব ওয়েলসের উদ্যোগে প্রতিষ্ঠিত কিংস ফাউন্ডেশন প্রতিবছর বৈশ্বিক টেকসই উন্নয়ন, সমাজকল্যাণ ও পরিবেশ-সচেতন কর্মকাণ্ডে নেতৃত্বদানকারীদের সম্মানিত করে থাকে।

অধ্যাপক ইউনূসের এই সম্মাননা শুধু তাঁর ব্যক্তি অর্জন নয়, এটি বাংলাদেশের জন্যও এক গৌরবময় আন্তর্জাতিক স্বীকৃতি যেখানে সামাজিক উদ্ভাবন, টেকসই চিন্তা এবং মানবিক উন্নয়ন এক ছাদের নিচে একত্রিত হয়েছে।

-অনন্যা, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ