৯৮৮ জনের চাকরি ফিরে পেলেন ১৩ বছর পর

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৭ ১৩:৫৯:৪০
৯৮৮ জনের চাকরি ফিরে পেলেন ১৩ বছর পর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারীর জন্য আজ এক ঐতিহাসিক দিন। প্রায় ১৩ বছর পর আদালতের নির্দেশে অবশেষে তারা ফিরে পাচ্ছেন নিজেদের হারানো চাকরি। দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজ এক রায়ে এই সিদ্ধান্ত দেয়।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ রায় ঘোষণা করেন। এতে বলা হয়, ২০১১ সালে যাদের চাকরি থেকে অবৈধভাবে বরখাস্ত করা হয়েছিল, তাদের পুনর্বহাল করতে হবে।

চাকরি হারানোর পর বহুজন মানবেতর জীবনযাপন করেছেন। অনেকেই চিকিৎসার অভাবে মারা গেছেন, কেউ কেউ পরিবারসহ নিদারুণ দুঃসহ সময় পার করেছেন। দীর্ঘদিন এই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গেছেন বরখাস্তকৃতরা।

২০২৪ সালে রাজনৈতিক পালাবদলের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সিন্ডিকেট প্রশাসন ৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে এক সভায় বরখাস্তকৃতদের পুনর্বহাল করার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তকেই এবার আইনি বৈধতা দিলো দেশের সর্বোচ্চ আদালত।

এই রায়ের ফলে অবশেষে দীর্ঘদিনের এক অন্ধকার অধ্যায়ের অবসান ঘটলো। চাকরি ফিরে পেয়ে আশার আলো দেখছেন হাজারো পরিবার। বরখাস্তকৃতরা বলছেন, এই রায় শুধু তাদের নয়— এটা ইনসাফের জয়, আইনের জয়।

তাদের অনেকে বলছেন, “১৩ বছর আগে আমাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছিল। আজ মনে হচ্ছে, বিচার এখনও হয় — শুধু সময় লাগে।”

সারাদেশে মানবাধিকারকর্মী, শিক্ষক সমাজ ও নাগরিকরা এই রায়কে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এ ধরনের রায় ভবিষ্যতে প্রশাসনিক স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে একটা বার্তা দেবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ