বিনিময় হার ‘বাজারমুখী’, অর্থনীতিতে নতুন দিশা

অর্থ ও বাণিজ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৫ ১৯:৩৯:১৮
বিনিময় হার ‘বাজারমুখী’, অর্থনীতিতে নতুন দিশা

সত্য নিউজ: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান জানিয়েছেন, ডলারের বিপরীতে টাকার বিনিময় হার বাজারনির্ধারিত করার সিদ্ধান্ত সরকারের অর্থনৈতিক সংস্কার সদিচ্ছার বহিঃপ্রকাশ। এই পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের সংস্কারপ্রবণতা এবং অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করার বার্তা বহন করবে বলে তিনি মনে করেন।

বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত ‘সামষ্টিক অর্থনীতি নিয়ে মাসিক বিশ্লেষণ’ (এমএমআই) শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ডেপুটি গভর্নর বলেন, “বিনিময় হার বাজারের হাতে ছেড়ে দেওয়ার ফলে টাকার অপ্রত্যাশিত অবমূল্যায়ন হয়নি। বরং চাহিদা ও সরবরাহের মধ্যে ভারস্যমূলক সম্পর্ক দেখা যাচ্ছে।” তবে যদি টাকার দর কাঙ্ক্ষিত মাত্রার নিচে নেমে যায়, বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে হস্তক্ষেপ করবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বলেন, “উন্নয়নের জন্য সর্বত্র বড় সংস্কার নয়, সঠিক নীতি ও সমন্বিত বাস্তবায়ন গুরুত্বপূর্ণ।” তিনি জাপানসহ এশিয়ার অর্থনৈতিক ঘুরে দাঁড়ানোর উদাহরণ তুলে ধরে বাংলাদেশেও এমন অগ্রগতি সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন।

মূল প্রবন্ধে পিআরআই-এর মুখ্য অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান বলেন, অর্থনীতির ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ায় রপ্তানি ও প্রবাসী আয়ের অবদান গুরুত্বপূর্ণ। তবে রাজস্ব ও আর্থিক ব্যবস্থাপনায় দুর্বলতা থেকেই যাচ্ছে, যা কাটিয়ে উঠতে বাজারভিত্তিক বিনিময় হার ও রাজস্ব ব্যবস্থার সংস্কার অত্যন্ত জরুরি।

পিআরআই চেয়ারম্যান ড. জাইদি সাত্তার বলেন, এ ধরনের মাসিক বিশ্লেষণ দেশের অর্থনৈতিক পরিকল্পনা ও নীতিনির্ধারণে কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অস্ট্রেলীয় হাইকমিশনের উপপ্রধান ক্লিনটন পবকে ও দ্বিতীয় সচিব জোশুয়া গ্যাসুটানসহ অর্থনীতি সংশ্লিষ্ট বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

বিশ্লেষণ বলছে, সঠিক সংস্কার ও সমন্বিত প্রয়োগের মধ্য দিয়ে বাংলাদেশ অর্থনীতির কাঠামোগত দুর্বলতা কাটিয়ে উঠতে সক্ষম হবে, এবং বাজার-নির্ধারিত বিনিময় হার সেই পথচলার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত