ইউরো চ্যাম্পিয়ন লায়নেসদের জন্য রাজকীয় শুভেচ্ছা: ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৮ ১০:৪৪:১২
ইউরো চ্যাম্পিয়ন লায়নেসদের জন্য রাজকীয় শুভেচ্ছা: ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড
ছবিঃ সংগৃহীত

ইংল্যান্ডের নারী ফুটবল দল ‘লায়নেস’ ইউরো ২০২৫-এ নাটকীয় এক ফাইনালে স্পেনকে হারিয়ে ইতিহাস গড়েছে। এই ঐতিহাসিক জয়ে রাজা চার্লস তৃতীয় থেকে শুরু করে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পর্যন্ত সবাই শুভেচ্ছা জানাতে ভোলেননি।

রবিবার সুইজারল্যান্ডের বাসেল শহরের সেন্ট জ্যাকব পার্ক স্টেডিয়ামে রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জয় পায় টাইব্রেকারে। নির্ধারিত সময় শেষে ১-১ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় পেনাল্টিতে, যেখানে ইংলিশ গোলরক্ষক হান্না হ্যাম্পটনের দুটি সেভ আর ক্লোয়ি কেলির নির্ভুল স্পট-কিক এনে দেয় ৩-১ গোলের জয়সূচক সাফল্য।

ম্যাচে স্পেন এগিয়ে যায় ২৫তম মিনিটে মারিওনা কালদেন্তের গোলে, তবে দ্বিতীয়ার্ধে আলেসিয়া রুসোর গোল ইংল্যান্ডকে ফিরিয়ে আনে খেলায়। শেষপর্যন্ত পেনাল্টিতে নির্ধারিত হয় ইউরোপ চ্যাম্পিয়নের মুকুট।

এই জয়ের মাধ্যমে ইংল্যান্ডের মেয়েরা টানা দ্বিতীয়বার ইউরো শিরোপা জয় করল, এবং এটি ইংল্যান্ডের জাতীয় ফুটবল দলের ইতিহাসে প্রথমবার কোনো বিদেশের মাঠে বড় টুর্নামেন্ট জয়ের রেকর্ড। এর আগে ২০২২ সালে ওয়েম্বলিতে ইউরো এবং ১৯৬৬ সালে পুরুষ দল বিশ্বকাপ জিতেছিল ঘরের মাঠে।

রাজা চার্লস III এক বিশেষ বার্তায় বলেন, “এই অসাধারণ জয় আপনাদের দক্ষতা, আত্মনিবেদন এবং দলের চমৎকার ঐক্যের প্রতিফলন। ফুটবল যে সত্যিই ‘ঘরে ফিরে এসেছে’, তা তোমরাই প্রমাণ করেছো। এখন লক্ষ্য ২০২৭ সালের বিশ্বকাপ জয়!”

প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস শার্লট স্টেডিয়ামেই উদযাপন করেছেন এই ঐতিহাসিক মুহূর্ত। পরে এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, “লায়নেস, তোমরাই ইউরোপের রানী। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত।”

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, “কি দারুণ এক ম্যাচ! তোমাদের হার না মানা মনোভাব গোটা জাতিকে অনুপ্রাণিত করেছে। আজ তোমরাই ইতিহাস রচনা করেছো।”

লন্ডনের টাওয়ার ব্রিজ আলোকিত হয় ইংল্যান্ডের পতাকার লাল-সাদা রঙে। শহরের বিভিন্ন বার, পাব ও স্ট্রিট পার্টিতে উৎসবের আমেজ দেখা যায়। কেলির গোলের পর দর্শকদের উল্লাসে ভেসে যায় শহরের বাতাস। কেউ কেউ বেঞ্চের ওপর নেচে উঠে, কেউ বা পতাকা উড়িয়ে কাঁপিয়ে তোলেন পুরো এলাকা।

সমর্থক মারিনা নেলসন বলেন, “পুরো টুর্নামেন্টেই মেয়েরা নিজেদের প্রমাণ করেছে। স্পেনকে হারানো সহজ ছিল না, কিন্তু এই জয় আমাদের গর্বিত করেছে।”

আরেক ভক্ত কেট হার্লি বলেন, “ক্লোয়ি কেলি আবারো প্রমাণ করল, সে বড় মঞ্চের খেলোয়াড়। টানা দ্বিতীয়বার ইউরো জয় — এটা যেন স্বপ্ন!”

এই জয়ের পর আগামী মঙ্গলবার লন্ডনে আয়োজন করা হবে বিজয় উৎসব। খোলা ছাদের বাসে মাল রোড ঘুরে বাকিংহাম প্যালেসের সামনে এক জমকালো অনুষ্ঠান হবে, যেখানে দলের খেলোয়াড়রা অংশ নেবেন।

ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী মার্ক বুলিংহাম বলেন, “আমাদের ইতিহাসগড়া লায়নেসরা বিদেশের মাটিতে ইংল্যান্ডের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট জয়ের গৌরব অর্জন করেছে। আমরা তাদের সবাইকে নিয়ে গর্বিত।”

-আকরাম হোসেন, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ