এফবিআই বনাম ষড়যন্ত্র তত্ত্ব: ট্রাম্প শিবিরে দ্বন্দ্ব

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৩ ১০:০৬:০০
এফবিআই বনাম ষড়যন্ত্র তত্ত্ব: ট্রাম্প শিবিরে দ্বন্দ্ব

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অনুগামীদের উদ্দেশ্যে শনিবার এক স্পষ্ট বার্তায় বলেন, তারা যেন জেফ্রি এপস্টেইনের কুখ্যাত কেলেঙ্কারি নিয়ে তার প্রশাসনকে আক্রমণ করা থেকে বিরত থাকেন। এপস্টেইন সংক্রান্ত নথি ও অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে ডানপন্থী ষড়যন্ত্র তত্ত্বকারীদের মধ্যে আলোড়ন চললেও ট্রাম্প এই ইস্যুকে 'সময় ও শক্তির অপচয়' বলে অভিহিত করেছেন।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয় ও এফবিআই একটি প্রকাশ্য স্মারকে জানায়, কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের কোনো 'ক্লায়েন্ট তালিকা' ছিল না এবং তিনি ক্ষমতাধর ব্যক্তিদের ব্ল্যাকমেইল করছিলেন—এই দাবির কোনো প্রমাণ মেলেনি। একইসঙ্গে এও জানানো হয়, ২০১৯ সালে নিউইয়র্কের একটি কারাগারে তার মৃত্যু আত্মহত্যাই ছিল, হত্যার নয়। সেইসঙ্গে তারা স্পষ্ট জানিয়ে দেয়, এ বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করা হবে না।

এই সিদ্ধান্তে ট্রাম্পের দীর্ঘদিনের সমর্থক মার্কিন দক্ষিণপন্থী মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশেষত অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এবং এফবিআই পরিচালক কাশ প্যাটেলের ভূমিকা নিয়ে চরম সমালোচনা দেখা দিয়েছে। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দীর্ঘ পোস্টে ট্রাম্প লেখেন, “আমার টিমের কিছু ছেলেমেয়ে কেন পাম বন্ডিকে আক্রমণ করছে? উনি দারুণ কাজ করছেন! আমরা এক দলে—ম্যাগা (MAGA)। নিজেরা নিজেদের ক্ষতি করছো শুধুমাত্র একজন মৃতপ্রায় লোক—এপস্টেইনের—জন্য।”

ট্রাম্প দাবি করেন, ডেমোক্র্যাট পার্টি পরিকল্পিতভাবে 'এপস্টেইন ফাইলস' ইস্যু সামনে এনে তার প্রশাসনকে বিব্রত করার অপচেষ্টা চালাচ্ছে, যদিও কী ধরনের রাজনৈতিক লাভ তারা এতে দেখতে পাচ্ছে, তা তিনি পরিষ্কার করেননি। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “অনুগ্রহ করে এপস্টেইন নিয়ে সময় নষ্ট করবেন না—তাকে কেউ পাত্তা দেয় না।”

তবে এই বক্তব্যেও সমর্থকদের ক্ষোভ পুরোপুরি প্রশমিত হয়নি। একদিকে প্রখ্যাত ষড়যন্ত্র তত্ত্বপ্রচারক অ্যালেক্স জোন্স রীতিমতো ক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, “ডিওজে এবার বলবে—‘আসলে জেফ্রি এপস্টেইন কোনোদিন অস্তিত্বই রাখেনি!’ এ এক অসুস্থ প্রহসন।” অন্যদিকে ফার-রাইট ইনফ্লুয়েন্সার লরা লুমার ট্রাম্পকে সরাসরি আহ্বান জানান বন্ডিকে বরখাস্ত করতে।

যদিও ট্রাম্প আবারও বন্ডির পক্ষে সাফাই গেয়ে বলেন, তার প্রশাসন নিখুঁতভাবে কাজ করছে এবং এফবিআইয়ের মনোযোগ থাকা উচিত “২০২০ সালের চুরি করা নির্বাচন” তদন্তে—যা নিয়ে তিনি বারবার ভিত্তিহীন দাবি করে আসছেন।

এদিকে, এফবিআই পরিচালক প্যাটেলও শনিবার স্পষ্ট ভাষায় জানান, “এই ষড়যন্ত্র তত্ত্বগুলোর কোনো ভিত্তি নেই, কোনোদিন ছিলও না।” অথচ, একাধিক মার্কিন গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রভাবশালী কনজারভেটিভ পডকাস্টার ও এফবিআইয়ের ডেপুটি ডিরেক্টর হিসেবে নিযুক্ত ড্যান বংগিনো এই ইস্যুতে ক্ষুব্ধ হয়ে পদত্যাগের হুমকি দিয়েছেন।

উল্লেখ্য, ট্রাম্প ও এপস্টেইনের পুরনো এক ভিডিও বহুবার গণমাধ্যমে ঘুরে বেড়ালেও ট্রাম্প বারবার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে এসেছেন।

এই পরিস্থিতিতে স্পষ্ট যে, জেফ্রি এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে রিপাবলিকানদের মধ্যেই তৈরি হয়েছে মতভেদ, যার রাজনৈতিক অভিঘাত এখনও শেষ হয়নি।

-হাসানুজ্জামান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ