জামায়াতের দ্বিতীয় চীন সফর কেন ‘গুরুত্বপূর্ণ’ 

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৯ ১২:২৬:৫৪
জামায়াতের দ্বিতীয় চীন সফর কেন ‘গুরুত্বপূর্ণ’ 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল শীঘ্রই চীন সফরে যাচ্ছে। দলের আমির শফিকুর রহমানের নেতৃত্বে এই প্রতিনিধি দলটি চীন সরকারের আমন্ত্রণে সফর করবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বুধবার জাগো নিউজকে বলেন, এই সফর ‘গুরুত্বপূর্ণ’ এবং এতে চীনের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে আলোচনা হবে, যা জামায়াত ও বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করে।

জামায়াত ইসলামীর পক্ষ থেকে জানা গেছে, এটি দল হিসেবে তাদের দ্বিতীয় চীন সফর। এই সফর চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির প্রেক্ষাপটে চীন সরকারের আমন্ত্রণে অনুষ্ঠিত হচ্ছে। গত মঙ্গলবার ঢাকায় চীনের দূতাবাস জামায়াতে ইসলামীর উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের আগমন উপলক্ষে একটি সংবর্ধনা আয়োজন করে। ওই অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বক্তব্য রাখেন।

এর আগে, গত বছরের সেপ্টেম্বরে জামায়াতে ইসলামী, ছাত্রশিবিরসহ চারটি ইসলামী দলের প্রতিনিধিদল চীন সফর করে। ওই সফরের নেতৃত্ব দিয়েছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। ১৪ সদস্যের ওই দলটি চীনের বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে মতবিনিময় করে ফিরে আসে।

এদিকে, গত মাসে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির একটি বৃহৎ প্রতিনিধি দল দেশটি সফর করে। চলতি বছরের শুরুতে আরও দুটি বিএনপি প্রতিনিধি দলও চীন সফর সম্পন্ন করেছে। এই সফরগুলো বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে চীন সম্পর্কিত যোগাযোগ এবং সহযোগিতার নতুন মাত্রা স্থাপন করেছে।

বিশ্লেষকরা বলছেন, জামায়াতের এই চীন সফর মূলত দলটির আন্তর্জাতিক সম্পর্ক বিস্তারের পাশাপাশি দেশের স্বার্থে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার সুযোগ খুঁজে পাওয়ার প্রচেষ্টা হিসেবে দেখা উচিত। পাশাপাশি, বাংলাদেশ-চীন সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এই ধরনের উচ্চ পর্যায়ের মেলবন্ধন দুই দেশের বন্ধুত্ব ও কূটনৈতিক সহযোগিতাকে আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

সরকারি ও রাজনৈতিক পর্যায়ে এই সফরকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, যেখানে রাজনৈতিক দলের প্রতিনিধিদলগুলো চীনের নানাবিধ দিক থেকে শিক্ষা গ্রহণের পাশাপাশি পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র অন্বেষণ করছে। এই সফরের মাধ্যমে জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের কূটনৈতিক কার্যক্রম নতুন মাত্রায় উন্নীত হবে বলে মনে করা হচ্ছে।

-ইসরাত, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ