রুয়েট শিক্ষার্থীদের তিন দফা দাবি: ইঞ্জিনিয়ারিংয়ে সমান সুযোগের দাবি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৩ ২০:০৮:৩৫
রুয়েট শিক্ষার্থীদের তিন দফা দাবি: ইঞ্জিনিয়ারিংয়ে সমান সুযোগের দাবি

বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি দীর্ঘদিনের পেশাগত বৈষম্য নিরসনের দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা বৃষ্টিভেজা দুপুরেও থেমে থাকেননি। বৃহস্পতিবার (৩ জুলাই) নগরীর তালাইমাড়ি মোড়ে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এর আগে সকাল থেকেই আন্দোলনে নামেন তারা। রুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও সড়ক প্রদক্ষিণ করে সাড়ে ১২টার দিকে তালাইমাড়ি মোড়ে এসে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—

১. নবম গ্রেডে নিয়োগ: সহকারী প্রকৌশলী বা সমমান পদে নিয়োগের ক্ষেত্রে সকল প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। কোনো ধরনের কোটা বা বিকল্প পদ্ধতির মাধ্যমে পদোন্নতি দেওয়া যাবে না।

দশম গ্রেডে উন্মুক্ত প্রতিযোগিতা: উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদে নিয়োগের ক্ষেত্রে ডিপ্লোমা এবং বিএসসি—উভয় ডিগ্রিধারীদের জন্য পরীক্ষার সুযোগ উন্মুক্ত রাখতে হবে।

ইঞ্জিনিয়ার পদবি ব্যবহারের আইন: ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ যেন “ইঞ্জিনিয়ার” পদবি ব্যবহার করতে না পারেন, সে বিষয়ে আইন পাস করে গেজেট প্রকাশের দাবি জানানো হয়।

বিক্ষোভ সমাবেশে রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বলেন, “প্রকৌশল পেশায় কোটাভিত্তিক পদোন্নতি একধরনের বৈষম্য সৃষ্টি করছে, যা শুধু শিক্ষার্থীদের নয়, পুরো প্রকৌশলী সমাজকে ক্ষতিগ্রস্ত করছে। এখন সময় এসেছে সুশৃঙ্খল ও নৈতিক প্রতিবাদের মাধ্যমে এই অবিচারের অবসান ঘটানোর।”

আন্দোলনকারী শিক্ষার্থী মাহফুজ আলম বলেন, “আমরা চাই নবম গ্রেডে নিয়োগ শুধু বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত থাকুক। ডিপ্লোমা ডিগ্রিধারীরা যদি পদে আসতে চায়, তাহলে তাদের বিএসসি সম্পন্ন করে যোগ্যতা অর্জন করতে হবে। দশম গ্রেডে যেন সবার জন্য পরীক্ষার সুযোগ থাকে।”

এই কর্মসূচিতে রুয়েটের বিভিন্ন বিভাগের প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের দাবি—এই বৈষম্য অবসানে দ্রুত নীতিগত পদক্ষেপ নিতে হবে এবং প্রকৌশল পেশার মর্যাদা নিশ্চিত করতে হবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ