ঐক্যের নামে সুবিধা লুটলে হবে না: আমীর খসরু

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৬ ২৩:১০:০৩
ঐক্যের নামে সুবিধা লুটলে হবে না: আমীর খসরু

সত্য নিউজ:ঐক্যের নামে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা ঐক্যের পক্ষে যায় না—এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-তে অনলাইন পোর্টাল শীর্ষ নিউজ ডটকম-এর নতুন যাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, "আমি যদি নিজের কৃতিত্ব দেখানোর জন্য জাতিকে বিভক্ত করি, সেটা কি ভালো কাজ হবে? যারা এটা করছে, তারা জাতিকে বিভক্ত করছে। শেখ হাসিনার পতনের পেছনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অবদান রয়েছে। সবাইকে সেই কৃতিত্ব দিতে হবে, নইলে ঐক্য বিশ্বাসযোগ্য হবে না।"

তিনি অভিযোগ করেন, কিছু মানুষ সব কৃতিত্ব নিজের ঝুলিতে ভরতে চায়, অথচ গণতন্ত্রের পথে হাঁটে না, জনগণের মালিকানা ফেরাতে চায় না। “এটা কেমন ঐক্য? আপনি গণতন্ত্রের সংস্কার না করে শুধু নির্বাচনের বুলি ছাড়ছেন, এতে তো দ্বিধা সৃষ্টি হয়,” বলেন তিনি।

সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে খসরু বলেন, “যখন সেনাপ্রধান বলেন নির্বাচিত সরকার দেশ চালাবে, রাজনৈতিক নেতৃত্বে দেশ চলবে, তখন আমাদের গর্ব হয়। বিশ্বের কোথাও সেনাবাহিনীর এমন ভাষণ শোনা যায় না। বাংলাদেশে সেনাবাহিনী এখন গণতন্ত্রের পক্ষে কথা বলছে—এটাই বড় বার্তা।”

তিনি আরও বলেন, “আজ সেনাপ্রধান আমাদের নিশ্চিত করছেন, সেনাবাহিনী আর কোনোদিন রাজনীতিতে আসবে না, এটাই হওয়া উচিত। আমরা এখনো এই সরকারকে সমর্থন দিচ্ছি, কারণ তা ঐক্যের ফসল। কিন্তু ঐ ঐক্যের অনেকে এখন নেই—তাদের বের করে দিচ্ছে কারা? কারা ঐক্য ভাঙছে? তারা কি গণতন্ত্রকে ভয় পায়?”

“জনগণ কবে আমাদের নির্বাচিত করবে তা আমি জানি না, কিন্তু আমি তাদের অধিকার কেড়ে নিতে পারি না,”—এই বলে বক্তৃতা শেষ করেন আমীর খসরু।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত