কোরবানির চামড়ার নতুন দাম ঘোষণা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার ন্যূনতম মূল্য নির্ধারণ করেছে সরকার। বাজার স্থিতিশীল রাখা ও চামড়া খাতে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে এবারও বাণিজ্য মন্ত্রণালয় নির্ধারিত দাম অনুযায়ী ক্রয়-বিক্রয়ের নির্দেশনা দিয়েছে।
রোববার (২৫ মে) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি জানান, ঢাকায় লবণযুক্ত গরুর প্রতি পিস চামড়ার সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ১,৩৫০ টাকা এবং ঢাকার বাইরে ১,১৫০ টাকা।এছাড়াও গরুর চামড়ার ক্ষেত্রে আয়তনের ভিত্তিতে প্রতি বর্গফুট মূল্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, ছোট গরুর ক্ষেত্রে ন্যূনতম মূল্য নির্ধারণ করে দেওয়া হলেও বড় গরুর চামড়ার দাম চাহিদা ও জোগানের ভিত্তিতে ব্যবসায়ীরা নিজেরাই নির্ধারণ করতে পারবেন।
এদিকে, ছাগল ও খাসির চামড়ার মূল্যও নির্ধারণ করেছে সরকার। নির্ধারিত দামের ভিত্তিতে সারাদেশে প্রতি বর্গফুট লবণযুক্ত খাসির চামড়া ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়া ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, চামড়া ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে স্থানীয় প্রশাসন, ট্যানারি মালিক ও চামড়া ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয়ে জেলা পর্যায়ে মনিটরিং কমিটি কাজ করবে। এছাড়া কোরবানির মৌসুমে চামড়া পাচার ও অস্বাভাবিক মজুত ঠেকাতে কঠোর নজরদারির ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাণিজ্য উপদেষ্টা আরও জানান, “চামড়া শিল্প দেশের অন্যতম সম্ভাবনাময় খাত। এর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার প্রতিবছর আগেভাগেই দাম নির্ধারণ করে থাকে, যাতে কৃষক, কোরবানিদাতা এবং ব্যবসায়ী সবার স্বার্থ রক্ষা হয়।”
সরকার আশা করছে, এই নির্ধারিত দাম ও মনিটরিং ব্যবস্থার মাধ্যমে চলতি বছর চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন প্রক্রিয়া হবে আরও সুসংগঠিত ও স্বচ্ছ।
-রফিক, নিজস্ব প্রতিবেদক
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে গেম্বলারদের দৌরাত্ম্য: আস্থা ফেরাতে চাই কঠোর শাস্তি ও কাঠামোগত সংস্কার
- বাংলাদেশে সেনা-সরকার উত্তেজনা ও ‘কু’ এর গুঞ্জন: নেপথ্যে কি?
- নতুন রাজনৈতিক সমীকরণে কারা টিকে থাকবে, কারা হারিয়ে যাবে?
- জবি’র সাবেক অধ্যাপক আনোয়ার বেগম হত্যাচেষ্টা মামলায় সুত্রাপুরে আটক
- সেনাপ্রধানের বক্তব্য, জুলকারনাইন তাতে যা বললেন!
- তারকা পরিচিতি: রক্ষাকবচ না কি সমাজবিমুখ অব্যাহতি?
- নাহিদের স্পষ্ট বার্তা: এনসিপিতে নেই দুই উপদেষ্টা আসিফ ও মাহফুজ
- বিএনপির সালাউদ্দিনকে নিয়ে কি লিখলেন প্রেস সচিব শফিকুল?
- সড়ক দুর্ঘটনায় সেনা কর্মকর্তা নিহত
- বাংলাদেশে আন্তর্বর্তী সরকারের পদক্ষেপে মৌলিক অধিকার হুমকিতে
- মুহাম্মদ ইউনূস প্রশাসনের ভবিষ্যৎ কেন অনিশ্চিত
- ডিসেম্বরে নির্বাচন চান সেনাপ্রধান
- "ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সব রাজনৈতিক দল অকুণ্ঠ সমর্থন জানিয়েছে"
- জেনে নিন ঈদের ছুটিতে কোন কোন এলাকায় ব্যাংক খোলা থাকবে
- ভারত-পাকিস্তান সংঘাতের পর চীনের পুরস্কার