কাশ্মিরে ফের রক্তক্ষয়ী অভিযান ভারতের, নাম 'অপারেশন মহাদেব'

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৮ ১৬:১৩:৪১
কাশ্মিরে ফের রক্তক্ষয়ী অভিযান ভারতের, নাম 'অপারেশন মহাদেব'

ভারতশাসিত জম্মু-কাশ্মিরে সন্ত্রাসবাদ মোকাবিলায় নিরাপত্তা বাহিনীর নতুন অভিযানের অংশ হিসেবে শ্রীনগরের উপকণ্ঠে অবস্থিত দাচিগামের পাহাড়ি অরণ্যে শুরু হয়েছে একটি উচ্চপর্যায়ের যৌথ সামরিক অভিযান, যার নাম ‘অপারেশন মহাদেব’। এই অভিযান পরিচালনা করছে ভারতের সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী সিআরপিএফ এবং জম্মু-কাশ্মির পুলিশ।

অভিযান শুরুর প্রথম দিনেই তিনজন অস্ত্রধারী বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জম্মু-কাশ্মির সেনা কমান্ডের আওতাধীন চিনার কোর। নিহতদের পরিচয়ও প্রকাশ করা হয়েছে। তারা হলেন সুলেমান, আবু হামজা এবং ইয়াসির। নিরাপত্তা সূত্র জানায়, তিনজনই পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে অবস্থানকারী কুখ্যাত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা (LeT)-এর সক্রিয় সদস্য ছিলেন। নিহত সুলেমানকে গোষ্ঠীটির একজন সিনিয়র নেতা এবং অপারেশনাল কমান্ডার হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ভারতীয় কয়েকটি শীর্ষ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, অনন্তনাগ জেলার পেহেলগামে গত ২২ এপ্রিল যে ভয়াবহ সন্ত্রাসী হামলা সংঘটিত হয়েছিল, তার মূল পরিকল্পনাকারী ছিলেন নিহত সুলেমান। যদিও সেনাবাহিনী কিংবা পুলিশের পক্ষ থেকে এখনো এই দাবির আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি।

ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, সম্প্রতি পাকিস্তান সীমান্ত অতিক্রম করে অন্তত ১৫০ জন জঙ্গি জম্মু-কাশ্মিরে অনুপ্রবেশ করেছে। তারা মূলত দাচিগামের মতো দুর্গম বনাঞ্চলেই আশ্রয় নিয়েছে। এসব জঙ্গিদের খুঁজে বের করতেই শুরু হয়েছে এই অপারেশন। সেনা সূত্রে আরও জানানো হয়, নিহত তিনজনের কেউই ভারতের নাগরিক নন, বরং সকলেই সীমান্ত পেরিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির থেকে এসেছে।

সোমবার সকালে দাচিগাম বনে সন্দেহজনক চলাফেরা ও গুলির শব্দ নজরে আসার পর সকাল ১১টা থেকে ‘অপারেশন মহাদেব’ শুরু করে যৌথ বাহিনী। এখনো দাচিগাম বনজুড়ে চলছে ব্যাপক চিরুনি তল্লাশি। সেনা কর্মকর্তাদের ধারণা, ওই জঙ্গলে লুকিয়ে থাকা অন্য জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ ও বড় পরিসরে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে।

সেনা সূত্রে পাওয়া তথ্যমতে, অপারেশনটি কয়েকদিন ধরে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে এবং এর লক্ষ্য কেবল দাচিগাম নয়, বরং তার আশপাশের অন্যান্য দুর্গম বনাঞ্চলেও তল্লাশি অভিযান বিস্তৃত হতে পারে।

-রফিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ