শাকিব-জয়ার ‘তাণ্ডব’ এবার ঘরে বসেই, আগস্টে মুক্তি দুই ওটিটিতে

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৮ ১১:৫৫:১৫
শাকিব-জয়ার ‘তাণ্ডব’ এবার ঘরে বসেই, আগস্টে মুক্তি দুই ওটিটিতে
ছবিঃ সংগৃহীত

ঈদ-উল-আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির পরপরই রেকর্ড গড়া চলচ্চিত্র ‘তাণ্ডব’ এবার পা রাখতে যাচ্ছে ওটিটি দুনিয়ায়। বহুল আলোচিত এই ছবি একযোগে মুক্তি পাচ্ছে দুই জনপ্রিয় বাংলা স্ট্রিমিং প্ল্যাটফর্ম — হইচই ও চরকি-তে। আজ (১৫ জুলাই) উভয় প্ল্যাটফর্ম থেকেই আনুষ্ঠানিকভাবে জানানো হয়, আগস্ট মাসেই ওটিটিতে প্রিমিয়ার হবে তাণ্ডব, যদিও নির্দিষ্ট দিন এখনো ঘোষণা করা হয়নি।

রায়হান রাফি পরিচালিত এই থ্রিলারধর্মী ছবিটি ঈদের সময়েই দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়ায় এবং একাধিক প্রেক্ষাগৃহে ‘হাউজফুল’ চলেছে টানা কয়েকদিন। শাকিব খান ও জয়া আহসান জুটির অভিনয় ছিল ছবির মূল আকর্ষণ। সঙ্গে ছিলেন সবিলা নূর, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, এফএস নাঈম ও রোজি সিদ্দিকী। তারিক আনাম খান ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন।

পরিচালক রায়হান রাফি বলেন, “‘তাণ্ডব’ ছিল আমার জন্য এক ভিন্নধর্মী অভিজ্ঞতা। আমরা প্রতিটি পর্যায়ে নতুনত্ব আনতে চেয়েছি — গল্প, দৃষ্টিভঙ্গি, ভিজ্যুয়াল স্টাইল এবং দর্শনের দিক থেকে। এখন ওটিটির মাধ্যমে দেশ-বিদেশের দর্শকরাও এই ভিন্ন স্বাদের কাজটি দেখতে পারবেন।”

‘তাণ্ডব’ রাফি-শাকিব জুটির দ্বিতীয় কাজ, যা শাকিব খানের ক্যারিয়ারে নতুন ধারা যুক্ত করেছে বলে মনে করছেন সমালোচকরা। থ্রিলার ঘরানার পাশাপাশি সিনেমাটিতে সামাজিক ও রাজনৈতিক বার্তা রয়েছে, যা দর্শকদের মধ্যে একটি দাগ কেটে যায়।

দেশীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোর জন্য এটি একটি উল্লেখযোগ্য মুহূর্ত, যেখানে একসঙ্গে দুই বড় প্ল্যাটফর্মে এক ছবির মুক্তি ঘটছে—এ ধরনের উদ্যোগ বাংলার ডিজিটাল চলচ্চিত্র পরিবেশকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

-শারমিন সুলতানা, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ