"সমন্বয়কদের চাঁদা দাবির খবরে গভীর বেদনায় মির্জা ফখরুল"

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৮ ১৪:২৮:৪৪
"সমন্বয়কদের চাঁদা দাবির খবরে গভীর বেদনায় মির্জা ফখরুল"
ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চাঁদাবাজির অভিযোগ উঠায় তিনি গভীরভাবে মর্মাহত। তিনি বলেন, "গণঅভ্যুত্থানের এক বছরও পার হয়নি, এরইমধ্যে এমন ঘটনা ঘটছে। যে তরুণরা দেশের ভবিষ্যৎ, তাদের মাঝেই এখন চাঁদাবাজির অভিযোগ উঠছে—এটা অত্যন্ত উদ্বেগজনক।"

সোমবার দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে যুবদলের আয়োজিত গ্রাফিতি আর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

তিনি আরও বলেন, "এই পরিস্থিতি যদি এখনই দেখা যায়, তাহলে সামনে কী অপেক্ষা করছে? দেশের মানুষ বিশেষ করে তরুণদের দিকে তাকিয়ে আছে। কিন্তু দুঃখের বিষয়, আমি এখন আর জোর গলায় বলতে পারছি না—এই দেশ নতুন করে গড়ে উঠবে। আজকের পরিস্থিতি এমন যে, নতুনভাবে ফ্যাসিস্ট শক্তিগুলো আবার সুযোগ পেয়ে যেতে পারে।"

সরকার পরিবর্তনের পরও বিচার প্রক্রিয়ার অগ্রগতি না থাকায় হতাশা প্রকাশ করে ফখরুল বলেন, “প্রকাশ্যে যারা মানুষ হত্যা করেছে, তাদের গ্রেপ্তার পর্যন্ত হয়নি। হাসিনার বিচারের কোনো অগ্রগতি নেই, এক বছর কেটে গেছে।”

সংস্কারের বিষয়ে বিএনপি সহযোগিতা করলেও সরকারের পক্ষ থেকে তেমন কোনো অগ্রগতি নেই বলেও মন্তব্য করেন তিনি। তবে ফখরুল বলেন, "যত চাপই আসুক, দেশের মানুষ জানে কীভাবে লড়াই করে অধিকার আদায় করতে হয়। অতীতে তারা তা করেছে, ভবিষ্যতেও করবে। তারেক রহমান এখন ভাবছেন—কীভাবে এই দেশকে নতুনভাবে গড়ে তোলা যায়।"

তিনি আরও বলেন, “এই আন্দোলন কোনো একক দলের ছিল না। শিশু, বৃদ্ধ, নারী—সবাই অংশ নিয়েছিল। জনসম্পৃক্ত অংশগ্রহণের মাধ্যমেই স্বৈরাচার পতনের পথ তৈরি হয়েছে।”

দেশ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের মতামতের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ফখরুল বলেন, "যদি সত্যিকারভাবে বাংলাদেশকে নতুন করে গড়তে হয়, তাহলে রিকশাচালক, ভ্যানচালক, শ্রমিক, কৃষক—সবার কথা শোনার প্রয়োজন আছে।"

তরুণদের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, “এই প্রজন্মের ওপরই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে। তাদের হাত ধরেই সামনে এগোতে হবে।”

সাংবাদিকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “দেশের সংবাদমাধ্যমে নানা বিষয়ে লেখালেখি হয়, কিন্তু খালেদা জিয়াকে নিয়ে সেই মাত্রার আলোচনা দেখা যায় না। গণমাধ্যমকে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে।”

তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের জুলাইয়ে বিএনপির অনেক নেতাকর্মী গুম, গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হয়েছেন। তার ভাষায়, "ডিবি অফিসে নিয়ে তাদের উপর জুলুম চালানো হয়েছে। জুলাই আন্দোলনে যুবদলের ৭৯ জন ও ছাত্রদলের ১৪২ জন প্রাণ হারিয়েছেন। প্রতিটি অবদানকে স্বীকৃতি দিতে হবে।"

শেষে মির্জা ফখরুল প্রশ্ন রাখেন, “১৫ বছর ধরে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, তাদের নেতৃত্বে পরিবর্তনের পরও কেন বিচার হচ্ছেনা সেই হত্যাকাণ্ডের, যার সঙ্গে হাসিনা ও তার ঘনিষ্ঠরা জড়িত?”

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ