জাতীয় ঐকমত্য বৈঠক থেকে হঠাৎ ওয়াকআউট

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৮ ১২:১৩:১৩
জাতীয় ঐকমত্য বৈঠক থেকে হঠাৎ ওয়াকআউট

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে চলমান সংলাপ থেকে হঠাৎ করেই ওয়াকআউট করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত বৈঠক চলাকালীন বিএনপির প্রতিনিধিদল বৈঠকস্থল ত্যাগ করে। এটি ছিল কমিশনের ধারাবাহিক সংলাপের ২০তম দিন।

উল্লেখ্য, বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সংগঠন ও পেশাজীবীদের অংশগ্রহণে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন চলমান রাজনৈতিক সংকট নিরসন এবং ভবিষ্যৎ নির্বাচনের সহনীয় ও গ্রহণযোগ্য রূপরেখা তৈরির লক্ষ্যে গত কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিক বৈঠক করে আসছে। এসব আলোচনায় অংশ নিচ্ছে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলসহ বেশ কিছু নতুন ও বিকল্পধারার রাজনৈতিক প্ল্যাটফর্ম।

তবে বিএনপির আজকের এই বৈঠক বর্জন রাজনৈতিক মহলে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে দলটি কী তাহলে জাতীয় ঐকমত্য গঠনের এই উদ্যোগ থেকে সরে দাঁড়াচ্ছে? বিশেষ করে যখন দেশের রাজনীতি উত্তাল এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে জটিলতা কাটছেই না, তখন এই ওয়াকআউটকে অনেকেই তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন।

বৈঠক থেকে বেরিয়ে বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া না হলেও, দলটির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তারা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কমিশনের আচরণ ও পূর্বশর্ত নিয়ে অসন্তুষ্ট ছিলেন। মূলত, তাদের দাবি ছিল একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা আগে প্রকাশ করতে হবে এবং সেই কাঠামোর ভিত্তিতেই আলোচনা এগোতে হবে। কিন্তু কমিশন পক্ষ থেকে ‘সহনীয় নির্বাচনব্যবস্থা’ নামে একটি আপসধর্মী প্রস্তাব আলোচনার জন্য তুলতেই বিএনপি অসন্তোষ প্রকাশ করে এবং বৈঠক ত্যাগ করে।

এদিকে কমিশনের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির এই সিদ্ধান্ত রাজনৈতিক ঐকমত্য প্রক্রিয়াকে আরও জটিল ও অনিশ্চিত করে তুলবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ