রাজশাহীতে ‘চাঁদাবাজ’ তালিকা ফাঁস, বিএনপি-জামায়াতের ৫০ জনের নাম

রাজশাহী ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৮ ১৪:৪৩:০৩
রাজশাহীতে ‘চাঁদাবাজ’ তালিকা ফাঁস, বিএনপি-জামায়াতের ৫০ জনের নাম
ছবি:ইত্তেফাক

রাজশাহীতে ‘চাঁদাবাজদের’ তালিকা ঘিরে তোলপাড়, পুলিশের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন

রাজশাহীতে রাজনীতি সংশ্লিষ্ট ১২৩ জনের একটি কথিত চাঁদাবাজ তালিকা ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। তালিকাটিতে বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াত সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়াও অজ্ঞাত রাজনৈতিক পরিচয়সম্পন্ন ‘সুবিধাবাদী’দের নাম রয়েছে।

তালিকায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৪৪ জন, আওয়ামী লীগের ২৫ জন এবং জামায়াতের ৬ জনের নাম পাওয়া গেছে। বাকি নামগুলোর সঙ্গে রাজনৈতিক পরিচয় নেই—তাদের 'সুবিধাবাদী' হিসেবে উল্লেখ করা হয়েছে।

এই তালিকা কে বা কারা তৈরি করেছে, তা এখনো নিশ্চিত নয়। তবে বিএনপির একাধিক নেতার দাবি—তালিকাটি পুলিশের তৈরি। যদিও পুলিশ পক্ষ থেকে এর সত্যতা স্বীকার করা হয়নি।

প্রায় দুই সপ্তাহ ধরে এই তালিকাটি হোয়াটসঅ্যাপে ঘুরছে এবং সাংবাদিকদের কাছেও পৌঁছেছে। তবে বিষয়টি প্রকাশ্যে আসে নগরীর বোয়ালিয়া থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের হওয়ার পর, যেখানে ৩৬ জনের নাম রয়েছে, এর মধ্যে ১৮ জনের নাম ওই কথিত তালিকার সঙ্গেও মেলে।

তালিকায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আওতাধীন ১২টি থানার মধ্যে ১০টি থানা এলাকার তথ্য রয়েছে। যেমন বোয়ালিয়া থানায় ২২ জন, রাজপাড়া ১৬, শাহমখদুম ১৬, চন্দ্রিমা ১৪, এয়ারপোর্ট ১৪, মতিহার ৭, পবা ৮, দামকুড়া ৮, কর্ণহার ১০ এবং কাশিয়াডাঙ্গায় ৮ জনের নাম আছে। কিছু ক্ষেত্রে মোবাইল নম্বরসহ ঠিকানা এবং তাদের চাঁদা তোলার খাতেরও উল্লেখ আছে।

তালিকার ১ নম্বরে রয়েছেন ‘পটু বাবু’, যিনি ৭ জুলাই গ্রেপ্তার হন। ২ নম্বরে ‘ককটেল মুরাদ’, যিনি ২১ জুলাই গ্রেপ্তার হন। উভয়ের বিরুদ্ধেই ছিনতাই, চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ আছে।

এছাড়া মামলায় নাম থাকা এবং তালিকায় অন্তর্ভুক্ত অন্য বিএনপি নেতা-কর্মীরা হলেন—এমদাদুল হক লিমন, আমিনুল ইসলাম রিগেন, এস এম সুলতান, আরিফুল শেখ বনি, মমিনুল ইসলাম মিলু, জীম, ডালিম, টিপু, লিটন, তুহিন, নাসির, মিজান, জাফর ইমান দীপ্ত, শামছুল হোসেন মিলু, সানোয়ার হোসেন ও শাওন।

এই পরিস্থিতিতে শনিবার (২৬ জুলাই) বিএনপি জেলা ও মহানগর শাখার নেতারা এক সংবাদ সম্মেলনে তালিকা ও মামলার প্রতিবাদ জানান। বোয়ালিয়া (পশ্চিম) থানা বিএনপির সভাপতি শামছুল হোসেন মিলু জানান, ‘তালিকায় বোয়ালিয়ার ওসি সাহেবের স্বাক্ষর রয়েছে। আমার কাছে কপি আছে।’ তিনি দাবি করেন, প্রশাসনের 'প্রেসক্রিপশনে' এই মামলা হয়েছে।

মামলার ২ নম্বর আসামি, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমন বলেন, “কারা তালিকাটি করেছে, তা নিশ্চিত না। যারা কিছুই করেনি, তাদের নামও এসেছে। আমি পুলিশের সিটিএসবি শাখার ডিসিকে বলেছি, নতুন করে তদন্ত করে পদক্ষেপ নেওয়া হোক।”

তবে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য না এলেও আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, “এমন তালিকা কেবল পুলিশ নয়, গোয়েন্দা সংস্থাও করে। পুলিশ যাচাই-বাছাই করে পদক্ষেপ নেয়। যারা চাঁদাবাজ, তাদের রাজনৈতিক পরিচয় যা-ই হোক, তারা ছাড় পাবে না।”

তিনি আরও বলেন, “মানুষ যেন বারবার রাস্তায় নামতে না হয়, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। চাঁদাবাজদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ