আজ সকল দলের কাছে যাচ্ছে জাতীয় সনদের খসড়া

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৮ ১১:২১:৫৩
আজ সকল দলের কাছে যাচ্ছে জাতীয় সনদের খসড়া
ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত কমিশন তাদের উদ্যোগে এক ধাপ অগ্রসর হয়েছে। ২৭ জুলাই রোববার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের সংলাপের ১৯তম দিনে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ঘোষণা করেন, “জাতীয় সনদের খসড়া” প্রস্তুত হয়েছে এবং তা ২৮ জুলাই সোমবারের মধ্যে দেশের সকল রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে। দলগুলো চাইলে দ্রুত মতামত দিয়ে তাদের দৃষ্টিভঙ্গি এতে যুক্ত করতে পারবে।

অধ্যাপক রীয়াজ জানান, প্রণীত খসড়ার ওপর সংলাপে সরাসরি কোনো আলোচনা হবে না। তবে যদি কোনো দল মৌলিক কোনো আপত্তি তোলে, তাহলে বিষয়টি আলোচনার টেবিলে তোলা হতে পারে। তিনি বলেন, “আপনাদের কাছ থেকে মতামত পাওয়া গেলে তা খসড়ায় সন্নিবেশিত করে জাতীয় সনদের প্রাথমিক রূপে রূপান্তর করা হবে, যেখানে সনদের ভূমিকা, পটভূমি এবং দলগুলোর কমিটমেন্টের স্পষ্ট ধারণা থাকবে।”

আলোচনার প্রক্রিয়া দ্রুত শেষ করার পরিকল্পনার কথা জানিয়ে আলী রীয়াজ বলেন, “আগামী তিন দিনের মধ্যেই রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে চূড়ান্ত আলোচনা শেষ করতে চাই।” ইতোমধ্যে ১০টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে জানান তিনি। তবে ৭টি বিষয়ে এখনও আলোচনা অসমাপ্ত রয়েছে এবং ৩টি গুরুত্বপূর্ণ ইস্যু এখনো আলোচনার সূচিতে আসেনি।

তিনি আরও জানান, জাতীয় সনদের ওপর স্বাক্ষরের জন্য একটি নির্দিষ্ট দিন বরাদ্দ করা হবে, যেখানে রাজনৈতিক দলগুলো আনুষ্ঠানিকভাবে সনদে অংশগ্রহণ ও প্রতিশ্রুতি প্রদানে সম্মত হবে।

-শরিফুল

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ