ভারতে নারীদের ভাতা নিয়েছেন ১৪ হাজার পুরুষ!

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৮ ১১:৫৯:২৫
ভারতে নারীদের ভাতা নিয়েছেন ১৪ হাজার পুরুষ!

ভারতের মহারাষ্ট্রে নারীদের জন্য বরাদ্দ করা মাসিক ভাতা অর্থাৎ ‘লাড়কি বহীন’ প্রকল্প থেকে গত বছর ১৪ হাজারেরও বেশি পুরুষ অনৈধভাবে সুবিধা গ্রহণ করেছেন। এই প্রকল্পের অধীনে দরিদ্র নারীদের মাসিক ১৫০০ রুপি সহায়তা দেওয়ার ব্যবস্থা থাকলেও অনলাইন রেজিস্ট্রেশনের জোরপূর্বক পুরুষেরা নিজেদের নারী পরিচয় দিয়ে ভাতা গ্রহণ করেছেন।

দেশীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মহারাষ্ট্র সরকার নির্বাচনের পর আর্থিকভাবে পিছিয়ে পড়া নারীদের জন্য ‘লাড়কি বহীন’ প্রকল্প চালু করে, যার আওতায় বার্ষিক আয় আড়াই লাখ রুপি বা তার নিচের পরিবারের নারীরা মাসিক এই ভাতা পেতে পারেন। কিন্তু সাম্প্রতিক নারী ও শিশু উন্নয়ন বিভাগের সমীক্ষায় উঠে এসেছে, গত ১০ মাসে এই প্রকল্পের সুবিধা পুরুষরাও গ্রহণ করেছেন।

সমীক্ষা অনুযায়ী, ১৪,২৯৮ জন পুরুষ এই ভাতা নিয়েছেন, যার ফলে সরকারি তহবিল থেকে অতিরিক্ত ২১ কোটি ৪৪ লাখ টাকা ব্যয় হয়েছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এই ঘটনার প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, “লাড়কি বহীন প্রকল্পটি গরিব নারীদের কল্যাণে চালু করা হয়েছিল, কিন্তু কীভাবে পুরুষেরা এই সুবিধা নিতে পেরেছে তা স্পষ্ট নয়। তবে আমরা অবৈধভাবে নেওয়া অর্থ ফেরত আদায় করব এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।”

মহারাষ্ট্র সরকার এই অনিয়ম ঠেকাতে ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রকল্পের সঠিক বাস্তবায়নের জন্য নজরদারি বাড়ানোর পরিকল্পনা করছে।

-ইসরাত, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ