শেয়ারবাজারে বিশ্বাসের বার্তা: দুই পরিচালক কিনছেন বিপুল পরিমাণ শেয়ার

শেয়ারবাজার ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৮ ১১:১৭:০৩
শেয়ারবাজারে বিশ্বাসের বার্তা: দুই পরিচালক কিনছেন বিপুল পরিমাণ শেয়ার

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর দুই পরিচালক সম্মিলিতভাবে মোট ১৭ লাখ ৭৫ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। এতে কোম্পানিটির শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের আগ্রহ এবং আস্থার নতুন ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির পরিচালক তাসনিম বিনতে মোস্তফা ব্যক্তিগত বিনিয়োগ হিসেবে ৮ লাখ ৯০ হাজার শেয়ার, এবং আরেক পরিচালক মোস্তফা কামাল ৮ লাখ ৮৫ হাজার শেয়ার কেনার পরিকল্পনা নিয়েছেন। ঘোষিত এ শেয়ার ক্রয় আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ব্লক মার্কেটের মাধ্যমে সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, পরিচালকদের এই সিদ্ধান্তের ফলে বাজারে কোম্পানিটির শেয়ারের প্রতি আগ্রহ বাড়তে পারে এবং এটি স্বল্পমেয়াদে দর বৃদ্ধিতেও ভূমিকা রাখবে। তবে বিনিয়োগকারীদের উচিত মৌলিক বিশ্লেষণ ও বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা।

-রাফসান

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ