রাজশাহীতে শুরু আম মৌসুম: কেমন দাম পাচ্ছেন চাষিরা?

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৫ ১৪:০৩:১৫
রাজশাহীতে শুরু আম মৌসুম: কেমন দাম পাচ্ছেন চাষিরা?

সত্য নিউজ:রাজশাহীর ঐতিহ্যবাহী আমের মৌসুম শুরু হয়েছে গুটি আম নামানোর মধ্য দিয়ে। জেলার বিভিন্ন বাগান থেকে গুটি আম সংগ্রহ করে তা ইতোমধ্যেই বাজারজাত করা শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকাল থেকেই রাজশাহীর বানেশ্বর বাজারে আমচাষিরা ছোট ছোট ভ্যানে করে আম এনে বিক্রি করছেন।

রাজশাহী জেলা প্রশাসনের নির্ধারিত ‘ম্যাংগো ক্যালেন্ডার’ অনুযায়ী গুটি আম নামানো শুরু হয়েছে। এই ক্যালেন্ডার অনুযায়ী পর্যায়ক্রমে ল্যাংড়া, খিরসাপাত (হিমসাগর), গোপালভোগসহ অন্যান্য জাতের সুস্বাদু আম বাজারে আসবে।

আমচাষিরা জানান, এবছর অনাবৃষ্টির কারণে আমের সাইজ কিছুটা ছোট হয়েছে। তবে ঝড়-তুফান না থাকায় গাছে আমের ধরে থাকা ও ফলন ভালো হয়েছে। ফলে ভালো দামে আম বিক্রির আশা করছেন তাঁরা।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, আজ মৌসুমের প্রথম দিন হওয়ায় বাজার এখনো পুরোপুরি জমে ওঠেনি। তবে সামনে দিনে ক্রেতার সংখ্যা বাড়বে এবং বাজার জমজমাট হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

বানেশ্বর বাজারে ঘুরে দেখা গেছে, মূলত গুটি আমের পাশাপাশি কিছু পরিমাণে গোপালভোগ আমও উঠতে শুরু করেছে। হাটজুড়ে চলছে হাকডাক আর দরদাম। চাষিরা তাঁদের বাগানের প্রথম ফসল নিয়ে বাজারে এসেছেন, আর বিক্রেতারাও শুরু করেছেন মৌসুমের আম কেনাবেচা।

উল্লেখ্য, রাজশাহী দেশের অন্যতম বৃহৎ আম উৎপাদনকারী অঞ্চল। এখানকার আম শুধু দেশেই নয়, বিদেশেও রপ্তানি হয়। এ বছর উৎপাদন ভালো হওয়ায় বাজারে সরবরাহ বৃদ্ধি পাবে এবং দেশজুড়ে রাজশাহীর আমের চাহিদা পূরণ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত