রাজশাহীতে শুরু আম মৌসুম: কেমন দাম পাচ্ছেন চাষিরা?

সত্য নিউজ:রাজশাহীর ঐতিহ্যবাহী আমের মৌসুম শুরু হয়েছে গুটি আম নামানোর মধ্য দিয়ে। জেলার বিভিন্ন বাগান থেকে গুটি আম সংগ্রহ করে তা ইতোমধ্যেই বাজারজাত করা শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকাল থেকেই রাজশাহীর বানেশ্বর বাজারে আমচাষিরা ছোট ছোট ভ্যানে করে আম এনে বিক্রি করছেন।
রাজশাহী জেলা প্রশাসনের নির্ধারিত ‘ম্যাংগো ক্যালেন্ডার’ অনুযায়ী গুটি আম নামানো শুরু হয়েছে। এই ক্যালেন্ডার অনুযায়ী পর্যায়ক্রমে ল্যাংড়া, খিরসাপাত (হিমসাগর), গোপালভোগসহ অন্যান্য জাতের সুস্বাদু আম বাজারে আসবে।
আমচাষিরা জানান, এবছর অনাবৃষ্টির কারণে আমের সাইজ কিছুটা ছোট হয়েছে। তবে ঝড়-তুফান না থাকায় গাছে আমের ধরে থাকা ও ফলন ভালো হয়েছে। ফলে ভালো দামে আম বিক্রির আশা করছেন তাঁরা।
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, আজ মৌসুমের প্রথম দিন হওয়ায় বাজার এখনো পুরোপুরি জমে ওঠেনি। তবে সামনে দিনে ক্রেতার সংখ্যা বাড়বে এবং বাজার জমজমাট হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
বানেশ্বর বাজারে ঘুরে দেখা গেছে, মূলত গুটি আমের পাশাপাশি কিছু পরিমাণে গোপালভোগ আমও উঠতে শুরু করেছে। হাটজুড়ে চলছে হাকডাক আর দরদাম। চাষিরা তাঁদের বাগানের প্রথম ফসল নিয়ে বাজারে এসেছেন, আর বিক্রেতারাও শুরু করেছেন মৌসুমের আম কেনাবেচা।
উল্লেখ্য, রাজশাহী দেশের অন্যতম বৃহৎ আম উৎপাদনকারী অঞ্চল। এখানকার আম শুধু দেশেই নয়, বিদেশেও রপ্তানি হয়। এ বছর উৎপাদন ভালো হওয়ায় বাজারে সরবরাহ বৃদ্ধি পাবে এবং দেশজুড়ে রাজশাহীর আমের চাহিদা পূরণ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাহফুজ আলমের ফেইসবুক পোস্ট: কি বার্তা দিলেন?
- “ইশরাককে দায়িত্ব দাও, শহর বাঁচাও!”- কেন এই স্লোগান!
- আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গ: জনগণের সিদ্ধান্তের সঙ্গেই থাকবে বিএনপি
- ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাত: কারও প্রকৃত বিজয় নেই, শুধু দাবির প্রতিযোগিতা
- ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: কাগজে শান্তি, মাটিতে অনিশ্চয়তা
- চীনের কৌশলগত সহায়তায় পাকিস্তানের সামরিক শক্তির উত্থান: আঞ্চলিকশক্তির নতুন বিন্যাস
- ১০৩ বছরের নীরবতা ভাঙল এল ক্লাসিকো, দেখল অভাবনীয় গোলবন্যা!
- তারেক রহমানের প্রশ্ন: অন্তর্বর্তী সরকার কি স্বৈরাচারের পুনর্বাসন করছে?
- হবিগঞ্জে সংঘর্ষে আহত অন্তত ৪০, কয়েকটি বাড়িঘর ভাঙচুর
- নেইমার কিনলেন ১৫ কোটি টাকার ফেরারি: কারন শুনলে অবাক হবে
- কম খরচে উচ্চশিক্ষার সুযোগ: সহজ এবং সাশ্রয়ী ভিসা প্রক্রিয়ার মাধ্যমে যেখানে পড়াশোনা করা সম্ভব
- আ.লীগ নিষিদ্ধে বিএনপি কি দ্বিধায়?
- যুদ্ধবিরতিতে কাশ্মীরের কী বার্তা?
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইন সংশোধন: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত
- ভারত-পাকিস্তান সম্মত যুদ্ধবিরতিতে