সাঈদীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী: আজহারীর আবেগঘন পোস্টে লাখো অনুসারীর চোখে জল

প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৪ আগস্ট। এই উপলক্ষে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ড. মিজানুর রহমান আজহারী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। তিনি লেখেন, “আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ-র অনন্য খিদমাহ জাতি যুগ যুগ স্মরণ করবে। আল্লাহ তাআলা তার পবিত্র কালামের একনিষ্ঠ এই বাণী বাহককে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন।”
তবে সাঈদীর মৃত্যু স্বাভাবিক ছিল না বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নেতারা। দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান দাবি করেছেন, সাঈদীকে নির্দোষ অবস্থায় চিকিৎসার মাধ্যমে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকসহ সবার বিচার দাবি করেছেন।
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে অভিযোগ করেন, ২০২৩ সালের ১৪ আগস্ট রাতে পিজি হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসায় অবহেলার কারণে সাঈদীর মৃত্যু হয়। তিনি বলেন, চিকিৎসায় অবহেলার বহু তথ্য প্রচারিত হলেও তার সন্তান ও স্ত্রীকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। সাঈদীর ইন্তেকালের পর ঢাকায় জানাজা আদায় করতে চাইলে পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও গুলি চালিয়েছিল বলেও তিনি অভিযোগ করেন। পরে পিরোজপুর গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়।
২০২৩ সালের ১৪ আগস্ট রাত ৮টা ৪০ মিনিটে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে মারা যান দেলাওয়ার হোসাইন সাঈদী। তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে সামাজিক মাধ্যমে তার অনুসারীরাও শোক প্রকাশ করে নানা মন্তব্য করছেন।
অমর একুশে বইমেলা স্থগিত ঘোষণা
বাংলা একাডেমি আসন্ন অমর একুশে বইমেলা স্থগিত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে নির্বাচন পরবর্তী সময়ে এই বইমেলা অনুষ্ঠিত হবে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের একটি সিদ্ধান্ত অনুযায়ী, “অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।” এই প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) এবং সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে ২০২৬ সালের অমর একুশে বইমেলার নির্ধারিত তারিখ স্থগিত করা হলো।
এর আগে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় ২০২৬ সালের অমর একুশে বইমেলার তারিখ এ বছরের ১৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিল। প্রকাশক ও অন্যান্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ ঠিক করা হবে।
গ্যালারিতে বসে দেখার দিন শেষ; আমরা এখন নিজে খেলব: ড. ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশ ও জাতি পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় সহযোগিতা ও অবদান রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “জুলাই গণঅভ্যুত্থানের ফলে যে পরিবর্তনের স্বপ্ন আমরা দেখছি, তা এগিয়ে নিতে প্রবাসী বাংলাদেশিরা তাদের নিজ নিজ সক্ষমতা অনুযায়ী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।”
শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে স্থানীয় সময় ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বাসস এই খবর নিশ্চিত করেছে।
‘গ্যালারিতে বসে দেখার দিন শেষ’
ড. ইউনূস প্রবাসীদের উদ্দেশে বলেন, “দূরে গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখব—এমন হবে না। গ্যালারিতে বসে দেখার দিন শেষ; আমরা এখন নিজে খেলব।” তিনি বলেন, “আমরা সর্বদা আপনাদের সম্পৃক্ততা নিশ্চিত করার উপায় খুঁজে বের করার পরিকল্পনা করছি।”
প্রধান উপদেষ্টা বলেন, তার এই সফরে রাজনৈতিক নেতারা যোগ দিতে সম্মত হওয়ায় তার আস্থা অনেক বেড়ে গেছে।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জুলাই গণঅভ্যুত্থানের পর ১৫ মাসে দেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরেন। রেমিট্যান্স প্রবাহে ২১ শতাংশের বেশি প্রবৃদ্ধিতে অবদান রাখায় তিনি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাজনৈতিক মতবিনিময় ও নতুন অ্যাপ
এই আয়োজনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেন অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে বক্তব্য দেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সঞ্চালনা করেন ‘শেপিং টুমোরো: দ্য ফিউচার অব বাংলাদেশ’ শীর্ষক আরেকটি প্যানেল আলোচনা।
অনুষ্ঠানে সরকারপ্রধান প্রবাসীদের প্রয়োজনীয় পরিষেবা, নির্দেশনা এবং বিনিয়োগের সুযোগ প্রদানের জন্য নির্মিত ‘শুভেচ্ছা’ মোবাইল অ্যাপ উদ্বোধন করেন।
বিএনপি-জামায়াত প্রশাসনকে ভাগাভাগি করে নিয়েছে: মাহফুজ আলম
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম অভিযোগ করেছেন যে, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বিএনপি ও জামায়াতে ইসলামী প্রশাসনকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে। একই সঙ্গে তিনি বলেন, দেশের গণমাধ্যমগুলো এখনো ব্যবসায়ী মহলের স্বার্থ রক্ষার ক্ষেত্রেই বেশি মনোযোগী।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
মাহফুজ আলমের মতে, গণমাধ্যমকে সব গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। তবে এর জন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও ঐকমত্য জরুরি। তিনি বলেন, “সিভিল-মিলিটারি আমলাতন্ত্রকে ফ্যাসিস্টমুক্ত না করলে মিডিয়াকেও ফ্যাসিস্টমুক্ত করা সম্ভব নয়।” এ সময় তিনি রাজনৈতিক দলগুলোকে মতপ্রকাশের স্বাধীনতায় কোনো প্রকার বাধা না দেওয়ার আহ্বান জানান।
গণমাধ্যমের চরিত্র বদল
আলোচনায় অংশ নেওয়া অন্য বক্তারা মন্তব্য করেন, আগের সরকারের আমলে গণমাধ্যমে যে অনিয়ম ছিল, তা থেকে মুক্ত করার সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার সেই সুযোগ কাজে লাগায়নি। কেউ কেউ মন্তব্য করেন, সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু গণমাধ্যমের চরিত্রও বদলে যায়।
যেকোনো কেন্দ্রে কারচুপি হলে পুরো আসনের ভোট স্থগিত: সিইসি
নির্বাচনী আসনের যেকোনো কেন্দ্রে কারচুপির অভিযোগ বা বিশৃঙ্খলা হলে, সেই আসনের ভোট স্থগিত করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (২৮ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে তিনি এই ঘোষণা দেন।
সিইসি মন্তব্য করেন, নির্বাচন ঘিরে আয়োজিত এই সংলাপ কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং সুষ্ঠু নির্বাচন আয়োজনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ভোটাধিকার ও সংস্কার
প্রধান নির্বাচন কমিশনার জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই নির্বাচন কমিশন (ইসি) বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে। এর অংশ হিসেবে আরপিও সংশোধনসহ ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে।
তিনি বলেন, পূর্বে নির্বাচনে সংশ্লিষ্টরা (কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইত্যাদি) ভোট দিতে পারতেন না। তবে এবার নির্বাচনের সঙ্গে জড়িত প্রায় ১০ লাখ মানুষের ভোটাধিকার নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, আইনে পোস্টাল ব্যালটের কথা থাকলেও এর প্রয়োগ ছিল না। বর্তমান কমিশন এ নিয়ে কাজ করেছে।
অন্যদিকে, সংলাপে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী বলেন, জনগণের প্রত্যাশা পূরণই এখন নির্বাচন কমিশনের মূল চ্যালেঞ্জ। ইসি আশা করছে, এক থেকে দেড় মাসের মধ্যে বিভিন্ন মহলের সঙ্গে এই সংলাপ শেষ হবে।
হজ ২০২৬: তিনটি প্যাকেজ ঘোষণা, বিমান ভাড়াও কমল
আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। রোববার (২৮ সেপ্টেম্বর) ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন মন্ত্রণালয়ের সভা কক্ষে এই প্যাকেজগুলো ঘোষণা করেন।
এবারের হজ পালনের খরচ সামান্য কমেছে। সর্বনিম্ন প্যাকেজ ৩-এর মূল্য ধরা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। প্যাকেজ ২-এর মূল্য ধরা হয়েছে ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা, এবং সর্বোচ্চ প্যাকেজ ১-এর মূল্য ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্যাকেজ ও বিমান ভাড়ার বিবরণ
ধর্ম উপদেষ্টা জানান, এ বছর হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়াও কমানো হয়েছে। গত বছর ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা, এবার তা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্যাকেজ ১: হজ পালনকারীরা পবিত্র মসজিদুল হারাম থেকে ৭০০ মিটারের মধ্যে থাকবেন।
প্যাকেজ ২: হজ পালনকারীরা মসজিদুল হারামের ১.৭ কিলোমিটারের মধ্যে থাকবেন।
প্যাকেজ ৩: হজ পালনকারীরা আজিজিয়া এলাকার মধ্যে থাকবেন।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, ৭০ বা ৮০ বছরের ঊর্ধ্বে কেউ হজে যেতে চাইলে ৫০ বছরের নিচে একজনকে সঙ্গে নিতে হবে। এছাড়া, সংক্রামক রোগে আক্রান্ত কেউ হজ পালন করতে যেতে পারবেন না।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে, ২০২৬ পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। হজ নিবন্ধন ২৭ জুলাই শুরু হয়েছে এবং চলবে ১২ অক্টোবর পর্যন্ত।
উপদেষ্টার পদ নিয়ে অনিশ্চয়তায় মাহফুজ আলম
গত দুই মাস ধরে তিনি উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি এর কারণ হিসেবে উল্লেখ করেছেন, মে মাস থেকে রাজনৈতিক দলগুলো ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের দাবি জানাচ্ছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা: রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন। সংলাপটির আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস), সহযোগিতায় ছিল যুক্তরাজ্য সরকার ও দ্য এশিয়া ফাউন্ডেশন।
অনিশ্চয়তার কারণ
তথ্য উপদেষ্টা বলেন, “আমি জানি না কখন পদত্যাগ করব। দুই মাস ধরে এ অনিশ্চয়তার মধ্যে আছি।” তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে, যারা এই কাজে নিয়োজিত তারা কিভাবে কাজ করতে পারবে, কারা বাধা দেবেন না।” মাহফুজ আলম জানান, মে মাস থেকে রাজনৈতিক দলগুলো ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের দাবি শুরু করে এবং এ সংক্রান্ত স্লোগান তিনি তার সরকারি বাসভবন থেকেও শুনেছেন।
সাংবাদিকতা সুরক্ষা আইন
সাংবাদিকতা সুরক্ষা আইনের প্রসঙ্গে তিনি বলেন, খসড়া থেকে শুরু করে বিল আকারে পাশ পর্যন্ত মোট ১৮টি ধাপ রয়েছে। দুই মাস আগে তিনি প্রক্রিয়া দ্রুততর করার নির্দেশ দিলেও, তা এখনো দ্বিতীয় ধাপেই রয়েছে।
অন্যান্য উপদেষ্টারা গত বছর আগস্টে দায়িত্ব নিলেও কী করবেন বুঝে উঠতে পারেননি উল্লেখ করে মাহফুজ আলম বলেন, তার ক্ষেত্রেও দায়িত্ব নেওয়ার পর পরই অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবুও তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকারের মেয়াদের মধ্যে সাংবাদিকতা সুরক্ষা আইন বাস্তবায়িত হবে।
শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে শেষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শুরু
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সবশেষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর সোয়া বারোটায় এ মামলার ৫৪তম ও শেষ সাক্ষী তদন্তকারী কর্মকর্তা মো. আলমগীরের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। খবর বিবিবির।
মামলার আসামি ও সাক্ষী
এ মামলার পলাতক আসামি শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী রাখা হয়েছে। এ মামলায় একমাত্র গ্রেপ্তার আসামি ও রাজসাক্ষী (অ্যাপ্রুভার) পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনও আদালতে উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতেই অন্যান্য সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।
এর আগে, এ মামলায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, গণঅভ্যুত্থানে নিহতদের স্বজন এবং আহত ব্যক্তিরা সাক্ষ্য দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে গত ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরু করে।
এছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে—একটি গুমের মামলা এবং অন্যটি মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলা।
কল রেকর্ড ফাঁসের ভয়ে ফোন ধরেন না সিইসি
কল রেকর্ড ফাঁসের ভয়ে টেলিফোন ধরেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (২৮ সেপ্টেম্বর) বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনী সংলাপের সমাপনী বক্তব্যে তিনি এই তথ্য জানান।
সিইসি বলেন, “ফোনে কথা বললেই কল রেকর্ড ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে তিনি ফোনে আলোচনা এড়িয়ে চলেন। অনেকে তাই মনে করেন সিইসি ফোনে কথা বলেন না।”
সরাসরি কথা বলার আহ্বান
নাসির উদ্দিন সুশীল সমাজের প্রতিনিধিদের উদ্দেশে বলেন, “আপনারা সরাসরি আমার কাছে এসে কথা বলুন। আমার দরজা সবসময় খোলা। প্রয়োজনে লিখিত প্রস্তাবও দিতে পারেন, কিন্তু ফোনে আলোচনা করি না।” তিনি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়েও কমিশন সচেতন এবং এটি মোকাবিলায় সিরিয়াসভাবে কাজ করছে।
তিনি বলেন, “আমরা নির্বাচনকে স্বচ্ছ করতে চাই, যাতে সবাই দেখতে পারে। বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাব এবং দেশীয় পর্যবেক্ষকদের যতটা সম্ভব নিবন্ধন দেওয়ার চেষ্টা করব।”
সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার
সিইসি বলেন, “আমরা চেষ্টা করব আপনারা যে পরামর্শ দেবেন, তা বাস্তবায়ন করতে। অতীতের মতো হবে না।” তিনি বলেন, “আমরা ফেরত আনছি পুরো আসনের নির্বাচন বাতিল করার ক্ষমতা।”
তিনি সুশীল সমাজের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “মানুষকে নির্বাচনে আসতে বলুন। আমরা সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করব। আমাদের সকলের সহযোগিতায় নির্বাচন আয়োজন করতে হবে।”
উজবেকিস্তানে দক্ষ জনশক্তি পাঠাতে উদ্যোগী বাংলাদেশ
বাংলাদেশ ও উজবেকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে একমত হয়েছে। বিশেষ করে উজবেকিস্তানে বাংলাদেশ থেকে অর্ধদক্ষ ও দক্ষ জনশক্তি পাঠানোর সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) উচ্চপর্যায়ের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং উজবেক পররাষ্ট্রমন্ত্রী বাখতিয়র সাইদভের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের অন্যতম বড় অর্জন হলো দুই দেশের মধ্যে কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত চুক্তি স্বাক্ষর। কর্মকর্তারা মনে করছেন, এই পদক্ষেপ দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করবে।
আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, উচ্চশিক্ষা ও যোগাযোগ ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর পথ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা উজবেকিস্তানের ক্রমবর্ধমান অর্থনীতিতে বাংলাদেশি কর্মীদের ভূমিকার সম্ভাবনা তুলে ধরেন এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উজবেক বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।
উভয় দেশ তাদের পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করতে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বিশ্লেষকদের মতে, এই বৈঠক শুধু রাজনৈতিক কূটনীতি নয়, অর্থনৈতিক ও মানবসম্পদ সহযোগিতার ক্ষেত্রেও দুই দেশের নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।
-নাজমুল হোসেন
পাঠকের মতামত:
- ভারত আমাদের পার্বত্য অঞ্চলকে কেড়ে নিতে চায়: হান্নান মাসউদ
- বিয়ে করতে গিয়ে বিপত্তি: ‘প্রথম স্ত্রীর’ হাতে আটক ছাত্রলীগ নেতা
- হুন্ডি প্রতিরোধে সুফল: রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত
- অমর একুশে বইমেলা স্থগিত ঘোষণা
- খাগড়াছড়িতে ১৪৪ ধারার মধ্যে সংঘর্ষ, রামসু বাজারে আগুন
- আমার স্ত্রী ঠিক করেন কখন হামলা হবে : নেতানিয়াহু
- থালাপতি বিজয়ের সমাবেশে প্রাণহানির ঘটনায় পুলিশের মামলা
- চট্টগ্রাম বন্দরে নিলামের দেড় কোটি টাকার কাপড় উধাও
- গ্যালারিতে বসে দেখার দিন শেষ; আমরা এখন নিজে খেলব: ড. ইউনূস
- ঘুষের দায়ে চীনের সাবেক মন্ত্রীকে মৃত্যুদণ্ড
- বিএনপি-জামায়াত প্রশাসনকে ভাগাভাগি করে নিয়েছে: মাহফুজ আলম
- যেকোনো কেন্দ্রে কারচুপি হলে পুরো আসনের ভোট স্থগিত: সিইসি
- হজ ২০২৬: তিনটি প্যাকেজ ঘোষণা, বিমান ভাড়াও কমল
- আফগানিস্তানের বাগরাম দখলে ট্রাম্পের পাঁয়তারা, বাগড়া দিচ্ছে চার দেশ
- নীলক্ষেতে ডাকসুর ব্যালট ছাপানোর কথা স্বীকার করলেন উপাচার্য
- স্থানীয় বাজার ও রপ্তানি মূল্যে বড় ফারাক, ইলিশের দাম নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ
- নীরবে বাড়ে চোখের ক্যানসার, যে লক্ষণগুলো গুরুত্ব দিতে হবে
- স্পেনের রাষ্ট্রদূতের সামনে জামায়াতের নতুন লোগো, শুরু হলো আলোচনা
- উপদেষ্টার পদ নিয়ে অনিশ্চয়তায় মাহফুজ আলম
- যুদ্ধ থামিয়ে বন্দি মুক্তির দাবিতে ইসরায়েলে হাজারো মানুষের বিক্ষোভ
- জামায়াত নেতারা জাতির সঙ্গে নির্মম রসিকতা করছেন: ছাত্রদল সভাপতি
- শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে শেষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শুরু
- কল রেকর্ড ফাঁসের ভয়ে ফোন ধরেন না সিইসি
- ডিএসইতে রবিবার লেনদেন শেষে সামগ্রিক বাজার চিত্র
- ডিএসইতে রবিবার লেনদেন শেষে টপ লুজার তালিকা প্রকাশ
- ডিএসইতে রবিবার লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- মৃত ভোটার বাদ, নারী ভোটারের অতিরিক্ত সংখ্যা কমানো হয়েছে: সিইসি
- হাজী সেলিমের বাড়ি ঘিরে যৌথবাহিনীর অভিযান
- উজবেকিস্তানে দক্ষ জনশক্তি পাঠাতে উদ্যোগী বাংলাদেশ
- মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে ৫-২ গোলে উড়িয়ে দিল আতলেতিকো, নায়ক আলভারেজ
- সপ্তাহের শুরুতে ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতা, লেনদেন ১০০ কোটি টাকা
- দোহা কর্মসূচির দ্রুত বাস্তবায়নে জোর দিলেন তৌহিদ হোসেন
- এই ৩টি উপসর্গ দেখলেই সতর্ক হোন: লিভার ড্যামেজের নীরব সংকেত
- বাংলাদেশের সঙ্গে বিশেষায়িত প্রতিরক্ষা চুক্তি করতে আগ্রহী জাপান
- ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র, পেট্রোর হুঁশিয়ারি: “আমি স্বাধীন মানুষ”
- নাটোর: মাদ্রাসার টাকা তুলতে গিয়ে গণপিটুনির শিকার তিন খাদেম
- থালাপতি বিজয়ের সমাবেশে পদদলন: ভয়াবহ ঘটনার নেপথ্যে কী?
- জাতিসংঘে আবারও মুখোমুখি ভারত-পাকিস্তান, কূটনৈতিক বাগ্যুদ্ধ তুঙ্গে
- বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ঐক্যবদ্ধ হোন: প্রবাসীদের উদ্দেশে মির্জা ফখরুল
- ফাইনালের আগেই উত্তাপ, ভারত-পাকিস্তান ম্যাচ গড়াল বিতর্কে
- খাগড়াছড়িতে সহিংসতা: সেনা পাহারায় সাজেক থেকে ফিরলেন পর্যটকরা
- জামায়াত সুসংগঠিত, কিন্তু ভোটে জিতে যাওয়া সম্ভব নয়: মির্জা ফখরুল
- ছোট কম্পন কি বড় বিপর্যয়ের পূর্বাভাস?
- প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন অ্যাপ ‘শুভেচ্ছা’ উদ্বোধন করলেন ড. ইউনূস
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কমে যায় কেন? সমাধান জেনে নিন
- নিষেধাজ্ঞার মুখেও ইরান-রাশিয়া পারমাণবিক চুক্তি
- বিসিবি নির্বাচন: তামিম-বুলবুল সমঝোতায় জটিলতা, আলোচনায় ফাটল
- ভারত বনাম বাংলাদেশ ফাইনাল: টাইব্রেকারে থামল বাংলাদেশের স্বপ্ন
- আওয়ামী লীগ তাদের পাচার করা অর্থ দিয়ে টোকাই দিয়ে মিছিল করাচ্ছে: সারজিস
- ঝাড়ু হাতে রাস্তায় নামলেন সিলেটের জেলা প্রশাসক
- ডিএসইতে সোমবারের লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- ডিএসইতে বৃহস্পতিবার লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- ডিএসইতে আজকের লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- তামিম ইকবালের অভিযোগ: বিসিবি নির্বাচনে ‘স্বেচ্ছাচারিতা’ চলছে
- ‘আমাকে আলাদা করে তুলে ধরার চেষ্টা হয়নি’: ডা. তাসনিম জারা
- ডিএসইতে সোমবারের লেনদেন শেষে টপ লুজার তালিকা প্রকাশ
- বিএনপি ক্ষমতায় এলে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করা হবে: ড. খন্দকার মোশাররফ হোসেন
- ডিএসইতে আজকের লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- ভারত-পাকিস্তান লড়াই আর রইল না! সূর্যকুমারের স্পষ্ট ঘোষণা, একতরফা ম্যাচে বিধ্বস্ত পাকিস্তান
- তাহসান খানের আবেগঘন ঘোষণা: সংগীত ও অভিনয় থেকে অবসর
- রানের বন্যা বইয়ে দিল অস্ট্রেলিয়া: ভারতকে পিটিয়ে ৭৮১ রানে বিশ্বরেকর্ড!
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কমে যায় কেন? সমাধান জেনে নিন
- গাজায় ‘গণহত্যা’ ঠেকাতে ইসরায়েলের বিরুদ্ধে স্পেনের ‘বড় পদক্ষেপ’
- ডিএসইতে সোমবারের লেনদেনের বিস্তারিত বিশ্লেষণ
- ফার্মগেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আটক অর্ধশত আওয়ামী লীগ নেতাকর্মী