এক টাকা ঘুষ খেলেও ফাঁসি: ধর্ম উপদেষ্টার কড়া বার্তা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৪ ১২:০৫:৩২
এক টাকা ঘুষ খেলেও ফাঁসি: ধর্ম উপদেষ্টার কড়া বার্তা
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হজ ও ওমরাহ নিয়ে তার মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা যদি এক টাকাও ঘুষ খায়, তাহলে তাকে ফাঁসিতে ঝোলানো হবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) আগারগাঁওয়ে ‘হজ ও ওমরাহ ফেয়ার ২০২৫’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কঠোর হুঁশিয়ারি দেন।

ধর্ম উপদেষ্টা বলেন, “আমাদের কোনো স্টাফ যদি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হয়, কোনো এজেন্সির কাছ থেকে টাকা দাবি করে, তাহলে আমাদের জানাবেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, সরকার নিষ্ক্রিয় এজেন্সিগুলোকে বাদ দেওয়ার চিন্তাভাবনা করছে। তিনি বলেন, কিছু এজেন্সি এবং সংশ্লিষ্ট লোকজন হজ ব্যবস্থাপনার ভাবমূর্তি নষ্ট করছে। মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে হজকে মুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

ড. খালিদ হোসেন বলেন, ঢাকা সৌদির সরকারি ক্যাটারিং সার্ভিসের খাবার বাদ দেওয়ার এবং মুজদালিফায় টয়লেট ব্যবস্থাপনা আরও উন্নত করার অনুরোধ জানাবে। তিনি আশা প্রকাশ করেন, এ বছরের মতো ২০২৬ সালেও একটি সুন্দর হজ ব্যবস্থাপনা উপহার দেওয়া সম্ভব হবে।


বিশ্বে বায়ুদূষণের শীর্ষে হ্যানোয়, দূষিত শহরের তালিকা থেকে ঢাকার স্বস্তি

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৪ ১১:৪৩:৪৩
বিশ্বে বায়ুদূষণের শীর্ষে হ্যানোয়, দূষিত শহরের তালিকা থেকে ঢাকার স্বস্তি
ছবি: সংগৃহীত

বায়ুদূষণে বিশ্বের শীর্ষস্থানীয় শহরগুলোর তালিকায় সাধারণত ঢাকার নাম থাকলেও আজ সকালে ঢাকার বাতাস ‘মাঝারি’ অবস্থায় রয়েছে। চলতি বছরের শুরুতে টানা কয়েক দিন ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ থাকলেও আজ হঠাৎ করেই এই উন্নতি কেন হলো, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৯টা ২০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, ৮২ স্কোর নিয়ে ঢাকা বর্তমানে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২২তম অবস্থানে রয়েছে। এ সময়ে ১৭৫ স্কোর নিয়ে বায়ুদূষণে শীর্ষে ছিল ভিয়েতনামের হ্যানয়। এরপর ১৫২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা।

আইকিউএয়ারের মতে, ৮২ স্কোর ‘মাঝারি’ হিসেবে গণ্য করা হয়, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য সামান্য ঝুঁকি তৈরি করতে পারে। তবে এটি ঢাকার স্বাভাবিক অস্বাস্থ্যকর অবস্থার চেয়ে অনেকটাই ভালো।

দূষিত বায়ু সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও গর্ভবতী নারীদের জন্য এটি মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যানসার এবং শ্বাসযন্ত্রের সংক্রমণের মতো রোগের প্রধান কারণগুলোর মধ্যে বায়ুদূষণ অন্যতম।


শহীদ ইয়াকুবের মায়ের মর্মান্তিক জবানবন্দি: নির্দেশদাতা হিসেবে হাসিনার নাম

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৪ ১১:১২:৪১
শহীদ ইয়াকুবের মায়ের মর্মান্তিক জবানবন্দি: নির্দেশদাতা হিসেবে হাসিনার নাম

জুলাই গণ-অভ্যুত্থানে চানখাঁরপুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় ট্রাইব্যুনালে আরও তিনজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার (১৪ আগস্ট) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।

সাক্ষ্য দিতে এসে শহীদ ইয়াকুবের মা রহিমা আক্তার কান্নাজড়িত কণ্ঠে জানান, গত বছরের ৫ আগস্ট তাঁর ছেলের লাশ খাটিয়ায় করে আনা হয়েছিল। তিনি বলেন, "ছেলের শরীর থেকে তখনো রক্ত পড়ছিল। কাপড় সরিয়ে দেখি, পেটে গুলি লেগে ভুঁড়ি বেরিয়ে গেছে।" তিনি এই হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করে সবার বিচার দাবি করেন।

অপর সাক্ষী শহীদ আহম্মেদ তাঁর জবানবন্দিতে জানিয়েছেন, গণ-অভ্যুত্থানের সময় চানখাঁরপুল এলাকায় পুলিশের পোশাক পরিহিত লোকদের হিন্দি ভাষায় কথা বলতে শুনেছেন। শহীদ ইসমামুল হকের ভাই মহিবুল হকও তাঁর ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এই মামলায় মোট আটজন আসামির মধ্যে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল পলাতক রয়েছেন।

গ্রেফতারকৃত আসামিরা হলেন—শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন, সাবেক কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম। বুধবার তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এ নিয়ে মামলায় মোট ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হলো। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২০ আগস্ট দিন ধার্য করা হয়েছে।


অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে ‘এ++’ দিয়েছেন শফিকুল আলম

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৪ ১০:৩৫:২৭
অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে ‘এ++’ দিয়েছেন শফিকুল আলম
ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেছেন শফিকুল আলম। তাঁর ভাষ্যমতে, এই এক বছর ছিল এক অসাধারণ যাত্রা। তিনি এই দায়িত্বকে গোড়া থেকে শুরু করে ধীরে ধীরে একটি কাঠামোগত রূপ দিয়েছেন।

শফিকুল আলম মনে করেন, তিনি তাঁর দায়িত্ব ভালোভাবে পালন করেছেন, যদিও কিছু বন্ধুর ভিন্নমত আছে। তিনি নিজের ভুলগুলো স্বীকার করে বলেন, তাঁর বেশিরভাগ ভুলই ছিল সময় ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত। তিনি জানান, এই বছরটি তার পরিবার, স্ত্রী ও সন্তানদের জন্য কঠিন ছিল, কারণ তাদেরও চাপ ও নজরদারি সহ্য করতে হয়েছে।

কিছু তরুণ সাংবাদিক তাকে ‘স্পিন ডাক্তার’ বললেও তিনি তা অস্বীকার করে বলেন, তিনি সাদা-কে সাদা এবং কালো-কে কালো বলেন। শফিকুল আলম জানান, তিনি কিছু বন্ধুও হারিয়েছেন, যাদের মধ্যে সাংবাদিকরাও রয়েছেন।

সরাসরি কিছু প্রশ্নের জবাব

শফিকুল আলম তার পোস্টে সমালোচিত কিছু প্রশ্নের সরাসরি উত্তর দিয়েছেন। কয়েকটি প্রশ্ন ও তার উত্তর নিচে দেওয়া হলো:

হাসিনার ময়লা ডাস্টবিনে ফেলা কি প্রয়োজনীয় ছিল?

হ্যাঁ। তিনি একজন নির্মম স্বৈরশাসক ছিলেন। তাকে তার অবস্থান বোঝানো জরুরি ছিল।

মেয়াদ শেষে কি রাজনীতিতে যোগ দেবেন?

না। আমি সাংবাদিকতায় ফিরে যাব।

বামপন্থিদের ‘বনসাই’ বলেছেন?

না। আমি বলেছিলাম, তারা বাংলাদেশকে বনসাই আকারে রাখতে চায়।

সরকারি মুখপাত্র, নাকি প্রেস সচিব?

হোয়াইট হাউস মডেল অনুযায়ী, প্রেস সচিব একইসঙ্গে প্রেসিডেন্টের প্রেস সচিব ও সরকারের মুখপাত্র।

চাপ অনুভব করেছেন?

না। তবে আমি চাইতাম দিন ৩৬ ঘণ্টা থাকুক।

আপনার সবচেয়ে বড় চিন্তা?

লাইভ ব্রিফিং বা টকশোতে ভুল কিছু বলে ফেলা।

শফিকুল আলম তার সরকারের কার্যক্রমকে ‘এ++’ দিয়ে মূল্যায়ন করে বলেন, ইতিহাস তাদের প্রতি সদয় হবে। তার মতে, বড় ধরনের সংস্কার চলছে, বিচার দ্রুত অগ্রসর হচ্ছে এবং এখন মূল লক্ষ্য হলো একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন।


আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৪ ০৯:৪৭:২৪
আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়
ছবি: সংগৃহীত

গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা ও এর আশপাশের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (১৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস।

বন্ধ থাকবে যেসব এলাকায় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত, অর্থাৎ মোট ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ডিএনডি এলাকার নিষ্কাশনব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় এই কাজ করা হচ্ছে। এতে যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, সেগুলোর মধ্যে রয়েছে:

চিটাগাংরোড,সারুলিয়া,স্টাফকোয়ার্টার,গলাকাটা ব্রিজ,মাতুয়াইল,মৃধাবাড়ী,সানারপাড়,বড়ভাঙ্গা,মাদানীনগর,রসুলনগর

এছাড়া, ডিএনডি বাঁধের আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।


আবেদন ছাড়াই প্লট বরাদ্দ: রাজউক প্লট দুর্নীতি মামলায় আদালতে চাঞ্চল্যকর সাক্ষ্য

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৩ ২১:২২:১৮
আবেদন ছাড়াই প্লট বরাদ্দ: রাজউক প্লট দুর্নীতি মামলায় আদালতে চাঞ্চল্যকর সাক্ষ্য
টিউলিপ সিদ্দিক। ফাইল ছবি

রাজউকের প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক-সহ ২৩ জনের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা। দুদক কর্মকর্তাদের দাবি, টিউলিপ সিদ্দিক তার খালা শেখ হাসিনার ওপর প্রভাব খাটিয়ে শেখ রেহানা পরিবারকে আইন ভেঙে প্লট বরাদ্দ পাইয়ে দিয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) প্লট দুর্নীতির তিনটি আলাদা মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৪-এ এই সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

দুদকের উপ-সহকারী পরিচালক সালাহউদ্দিন এবং সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও এস এম রাশেদুল হাসান আদালতে জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে তার বোন শেখ রেহানার পরিবারকে ৩০ কাঠা প্লট বরাদ্দ দিয়েছেন, যা রাজউকের বিধি লঙ্ঘন।

আইন অনুযায়ী, ঢাকা-নারায়ণগঞ্জের কোথাও একবার রাজউকের প্লট বরাদ্দ পেলে দ্বিতীয়বার আবেদনের সুযোগ নেই। কিন্তু কোনো আবেদন ছাড়াই শেখ পরিবারের সদস্যরা এই প্লট পেয়েছেন। দুদকের আইনজীবী তরিকুল ইসলাম বলেন, "শেখ হাসিনা তার চেয়ারের ক্ষমতা অপব্যবহার করে রাজউকের বিধি লঙ্ঘন করেছেন।"

দুদকের আরেক আইনজীবী মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, "আবেদন না করার পরেও শেখ রেহানা পরিবার পূর্বাচল নতুন শহর প্রকল্পের ডিপ্লোম্যাটিক জোনের মতো খুবই গুরুত্বপূর্ণ জায়গায় ১০ কাঠার একটি প্লট পেয়েছে এবং সেটির দখলও বুঝে নিয়েছে।"

দুদক কর্মকর্তারা সাক্ষ্যে আরও বলেন, গণভবনের ছত্রছায়ায় এই দুর্নীতি হয়েছে। এই মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ২৮ আগস্ট।


উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য প্রস্তুত নয় বাংলাদেশ: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৩ ১৭:৪৭:০৪
উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য প্রস্তুত নয় বাংলাদেশ: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যে পথে রয়েছে, তা গত সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের ধারাবাহিকতা। তিনি অভিযোগ করেন, গত সরকারের সময়ে প্রকাশিত জিডিপি, ব্যক্তিগত আয়, মাতৃস্বাস্থ্যসহ অন্যান্য সামাজিক সূচকগুলো বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। তার মতে, বাংলাদেশ এখনও উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য পুরোপুরি প্রস্তুত নয়।

বুধবার (১৩ আগস্ট) প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর কনফারেন্স রুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভার বিষয় ছিল, “বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণী উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণ ও দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ে সতর্ক পুনর্বিবেচনা প্রয়োজন।”

ফরিদা আখতার বলেন, এলডিসি উত্তরণের ফলে শুল্ক এবং জিএসপি সুবিধার ওপর যে প্রভাব পড়বে, তা সঠিকভাবে মূল্যায়ন করা প্রয়োজন। তিনি সতর্ক করে বলেন, বিদেশ থেকে কম দামে গরুর মাংস আমদানি করলে দেশীয় খামারিদের, বিশেষ করে গ্রামের গরিব নারীদের, বড় ধরনের ক্ষতি হবে।

তিনি আরও বলেন, সরকার বিদেশ থেকে মাংস আমদানি কমানোর চেষ্টা করছে, কারণ এর মাধ্যমে জুনোটিক রোগ দেশে প্রবেশের ঝুঁকি থাকে। তিনি সামুদ্রিক শৈবাল (সি-উইড) এবং কুচিয়া (এক ধরনের বাইন মাছ) রপ্তানির বিশাল সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে আমদানি কমাতে হবে এবং দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে।

এ সভায় আরও বক্তব্য রাখেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ এবং থার্ড ওয়ার্ল্ড নেটওয়ার্কের জেনেভা ভিত্তিক লিগ্যাল অ্যাডভাইজার সানিয়া রেইড স্মিথসহ অন্যান্য বিশিষ্টজন।


ভোক্তাদের স্বার্থ রক্ষায়: পাম তেলের মূল্যহ্রাসের পর বাজারে মনিটরিং জোরদার  

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৩ ১৬:৫৩:০৪
ভোক্তাদের স্বার্থ রক্ষায়: পাম তেলের মূল্যহ্রাসের পর বাজারে মনিটরিং জোরদার
 
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে দাম কমার কারণে দেশের বাজারে খোলা পাম তেলের দাম প্রতি লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এই মূল্যহ্রাসকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা যেন পাম তেলকে সয়াবিন তেল হিসেবে বিক্রি করে অতিরিক্ত মুনাফা করতে না পারে, সেজন্য বাজারে কঠোর নজরদারি করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)।

মঙ্গলবার (১২ আগস্ট) বিটিটিসির পক্ষ থেকে এই নির্দেশনা জারি করা হয়।

গত ৩ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে ভোজ্যতেলের নতুন দাম সমন্বয় করা হয়। এতে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৮৯ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম অপরিবর্তিত রাখা হয়। তবে খোলা পাম তেলের দাম লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা করা হয়।

বিটিটিসির বিশ্লেষণে দেখা গেছে, গত তিন মাসে আন্তর্জাতিক বাজারে পাম তেলের দাম কমেছে এবং এর আমদানিও বেড়েছে। বর্তমানে খোলা সয়াবিন তেলের চেয়ে পাম তেলের দাম ১৯ টাকা কম হওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী এই সুযোগ নিতে পারে।

ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে স্থানীয় প্রশাসনকে বাজারে তদারকি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে, অপরাধ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতেও বলা হয়েছে।

/আশিক


নির্বাচনে যারা প্রার্থী হতে পারবেন না জানালেন উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৩ ১৬:৪৩:৪৫
নির্বাচনে যারা প্রার্থী হতে পারবেন না জানালেন উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ
ছবিঃ সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনে ঋণখেলাপিরা প্রার্থী হতে পারবেন না বলে স্পষ্ট মত দিয়েছেন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বুধবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় পেনশন কর্তৃপক্ষ আয়োজিত ‘ইপি পেনশন’ উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব ঋণখেলাপিদের সঠিকভাবে শনাক্ত করা এবং তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়া। তবে বাস্তবায়নের পথে বড় প্রতিবন্ধকতা হিসেবে তিনি আদালতের স্টে অর্ডারের কথা উল্লেখ করেন। এই সুযোগ নিয়ে অনেকে প্রার্থী হন। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, মহীউদ্দীন খান আলমগীর ঋণখেলাপি মামলা নিয়ে টানা পাঁচ বছর সময় কাটিয়েছিলেন।

আগামী নির্বাচনে কালো টাকা রোধে সরকার কোনো পদক্ষেপ নেবে কি না এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, কালো টাকা রোধের ক্ষেত্রে দুটি বিষয় গুরুত্বপূর্ণ একটি হলো উৎস, অপরটি হলো প্রক্রিয়া। উৎস নিয়ন্ত্রণে আনা তুলনামূলকভাবে এখন অনেকটাই সম্ভব হয়েছে। আগে দেখা যেত ব্যাংকের মালিক, শিল্পপ্রতিষ্ঠানের মালিক, পত্রিকার মালিক, এমনকি বড় ফ্ল্যাট মালিক সবই একজন ব্যক্তি হতেন এবং তিনি অবাধে রাজনৈতিক প্রভাব বিস্তার করতেন। কিন্তু এখন এ ধরনের পরিস্থিতি অনেকটাই বদলেছে, একটি চেক অ্যান্ড ব্যালান্স ব্যবস্থা গড়ে উঠেছে।

অর্থনৈতিক উন্নয়ন ও রাজনৈতিক সংস্কৃতির পারস্পরিক সম্পর্কের প্রসঙ্গ টেনে অর্থ উপদেষ্টা বলেন, অর্থনৈতিক উন্নয়ন মূলত নির্ভর করে রাজনৈতিক সংস্কৃতির ওপর। যদি রাজনীতিবিদরা নিজেরাই উৎসাহ দেন যেমন টাকা-পয়সা দিয়ে নমিনেশন দেওয়া, ভোট কেনা—তাহলে অর্থ মন্ত্রণালয় থেকেও কিছু করার সুযোগ থাকে না।

-রফিক


সিলেটের সাদাপাথরে পাথর লুট নিয়ে দুদকের কঠোর বার্তা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৩ ১৬:২৯:৫০
সিলেটের সাদাপাথরে পাথর লুট নিয়ে দুদকের কঠোর বার্তা
ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় দীর্ঘদিন ধরে চলা নির্বিচার পাথর লুটপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেট কার্যালয়ের উপ-পরিচালক রাফী মোহাম্মদ নাজমুস সাদাত। বুধবার (১৩ আগস্ট) দুপুরে নয় সদস্যের একটি টিম নিয়ে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই ঘোষণা দেন।

রাফী মোহাম্মদ নাজমুস সাদাতের নেতৃত্বে দুদকের দলটি সাদাপাথর এলাকায় গিয়ে প্রথমে ক্ষতিগ্রস্ত স্থানগুলো পর্যবেক্ষণ করে এবং স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করে। তারা পাথর উত্তোলনের স্থান, পরিবহনপথ ও সংশ্লিষ্ট অবকাঠামো ঘুরে দেখে সম্ভাব্য দায়ীদের বিষয়ে প্রাথমিক ধারণা নেয়। দলটি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তার সঙ্গেও কথা বলে, যাতে তদন্ত রিপোর্টে ঘটনাটির পূর্ণাঙ্গ চিত্র উঠে আসে।

দায়ীদের চিহ্নিতকরণ ও তদন্ত রিপোর্ট কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণপরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে দুদকের উপ-পরিচালক বলেন, “যাদের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগসাজশে এই নির্বিচার পাথর লুটপাট সংঘটিত হয়েছে, তাদের চিহ্নিত করা হবে। এই তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা দুদকের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠাব। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “প্রাকৃতিক সম্পদ সুরক্ষা ও অবৈধ বাণিজ্য রোধে স্থানীয় প্রশাসনের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে সেই দায়িত্ব পালনে মারাত্মক ঘাটতি ছিল বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। সাদাপাথর এলাকা থেকে কয়েকশ কোটি টাকার সম্পদ অবৈধভাবে উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। এটি শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপরও বড় ধরনের হুমকি।”

অভিযান পরিচালনায় কেন এত দেরি হলো এই প্রশ্নের জবাবে দুদক কর্মকর্তা জানান, তারা মূলত প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী কাজ করেন। বিলম্বের অন্যতম কারণ হিসেবে তিনি জনবল সংকটকে দায়ী করেন। “দুদকের কাজ অত্যন্ত বিস্তৃত। জনবল সীমিত হওয়ায় অনেক সময় তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা সম্ভব হয় না,” বলেন তিনি।

সাদাপাথরের অবৈধ লুটপাট শুধু অর্থনৈতিক ক্ষতিই ডেকে আনেনি, বরং স্থানীয়দের জীবন-জীবিকার ওপরও নেতিবাচক প্রভাব ফেলেছে। অনেকেই অভিযোগ করেছেন, বছরের পর বছর ধরে চলা এই লুটপাট রোধে প্রশাসনের যথাযথ উদ্যোগ ছিল না। স্থানীয় পরিবেশবাদী সংগঠনগুলোর মতে, এভাবে প্রাকৃতিক সম্পদ ধ্বংস হলে পরিবেশগত ভারসাম্য নষ্ট হয়ে যাবে এবং কোম্পানিগঞ্জের ভূ-প্রকৃতি ও নদী তীরবর্তী বাস্তুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

এখন এলাকাবাসীর প্রত্যাশা, দুদকের তদন্তের মাধ্যমে মূল চক্র উন্মোচিত হবে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, যাতে ভবিষ্যতে আর কেউ প্রাকৃতিক সম্পদ লুটপাটের সাহস না পায়।

-শরিফুল

পাঠকের মতামত: