জুলাই সনদ ইস্যুতে বিএনপিকে চাপে রাখতে চায় এনসিপি

জুলাই ঘোষণাপত্র নিয়ে মনঃক্ষুণ্ণ হলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেখায়নি। তবে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের পদ্ধতি নিয়ে তারা কোনো ছাড় দিতে রাজি নয়। এনসিপির নেতারা জানিয়েছেন, জুলাই সনদের বিষয়টি সুরাহা হওয়ার পর তাঁরা নির্বাচনমুখী কার্যক্রমে মনোযোগ দেবেন।
এনসিপি মনে করে, সরকার জুলাই ঘোষণাপত্র, নির্বাচনের সময় নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে বিএনপির চাওয়াকেই প্রাধান্য দিয়েছে। তাই জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়টি নিশ্চিত করার ক্ষেত্রে বিএনপি যাতে বাধা হয়ে না দাঁড়ায়, সেজন্য দলটির ওপর রাজনৈতিক চাপ তৈরি করতে চায় এনসিপি।
এই কৌশলের অংশ হিসেবেই এনসিপির নেতারা জাতীয় নির্বাচনের ঘোষিত সময়সীমা নিয়ে ভিন্ন সুরে বক্তব্য দিচ্ছেন। গত মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, "ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে।"
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবও বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়টি সুরাহা হওয়ার পর আমরা নির্বাচন নিয়ে ভাবব।” এনসিপি নেতারা মনে করেন, উচ্চকক্ষে পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতি চালু হলে দেশে একটি ন্যূনতম রাজনৈতিক ভারসাম্য তৈরি হতে পারে। তবে এই বিষয়ে বিএনপিসহ কয়েকটি দলের ভিন্নমত থাকায় এনসিপি তাদের চাপে রাখতে চাইছে।
একই অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) কঠোর সমালোচনা করেন। তাঁরা মনে করেন, সম্প্রতি তাদের নিয়ে সৃষ্ট বিতর্কের পেছনে ডিজিএফআই-এর হাত রয়েছে।
এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, প্রতিটি দলই নির্বাচনী দৌড়ে আছে। তাই তারা পরস্পরকে চাপে রাখবে, এটা স্বাভাবিক। তিনি বলেন, এনসিপি যদি মনে করত তারা নির্বাচন করে ১৬০ আসন পাবে, তবে তারা পিআর পদ্ধতির পক্ষে বলত না।
এদিকে, এনসিপি নেতারা জানিয়েছেন, জুলাই মাসে দেশজুড়ে পদযাত্রার মাধ্যমে তারা জনগণের ভালো সমর্থন পেয়েছে। তাই শিগগিরই দুই শতাধিক উপজেলায় সমাবেশ করার পরিকল্পনা করছে, যা তাদের ভোটের প্রস্তুতির অংশ।
কোরআন ও সুন্নাহই হবে আইনের ভিত্তি: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশের জনসংখ্যার প্রায় ৯৫ শতাংশ মুসলমান হওয়ায় বিএনপি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ কোরআন ও সুন্নাহর পরিপন্থী কোনো আইন প্রণয়ন করা হবে না।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নে মানব কল্যাণ পরিষদ প্রাঙ্গণে আলেম–ওলামাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণকে সময়োপযোগী আখ্যা দিয়ে তিনি বলেন, বর্তমান বাস্তবতায় বিভেদ নয়, ঐক্যই দেশকে নিরাপদ রাখবে।
মির্জা ফখরুল আরও জানান, দেশ এক সংকটময় পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। পর্দার আড়াল থেকে কিছু গোষ্ঠী অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। এই পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভক্তি তৈরি হলে তার সুযোগ নেবে দেশবিরোধী শক্তি।
নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আসন্ন নির্বাচন ব্যর্থ করার নানা চক্রান্ত চলছে। তিনি জোর দিয়ে বলেন, এই অপচেষ্টা রুখে দেওয়াই বিএনপির প্রধান লক্ষ্য। ব্যক্তিগত বক্তব্যে তিনি উল্লেখ করেন, এটি তার জীবনের শেষ নির্বাচন হতে পারে তাই জনগণের সহযোগিতা ও সমর্থন একান্ত প্রয়োজন।
এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া–এর প্রসঙ্গ তুলে বলেন, দীর্ঘ ছয় বছর কারাবন্দি থাকার পর তিনি মুক্ত হলেও বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তার দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেন তিনি।
মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলার বিভিন্ন আলেম–ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে আয়োজকরা জানান।
-শরিফুল
টাঙ্গাইল-৩ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, জমা পড়ল মনোনয়ন
ঘাটাইল উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল–৩ সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের নির্বাচনী তৎপরতা জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির দলীয় প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রবিবার (আজ) দুপুরে তিনি ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদের কার্যালয়ে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তাঁর সঙ্গে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, অঙ্গসংগঠনের কর্মী এবং বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন, যা নির্বাচনী মাঠে দলটির সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ওবায়দুল হক নাসির বলেন, দেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র এবং সাংবিধানিক অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যেই বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে। তিনি জানান, দীর্ঘদিন ধরে বঞ্চিত জনগণের কণ্ঠস্বর সংসদে তুলে ধরতে তিনি ঘাটাইলবাসীর দোয়া, সমর্থন ও সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করেন।
স্থানীয় দলীয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইল–৩ আসনে বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকেই ঘাটাইল উপজেলা জুড়ে নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ইতোমধ্যে নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে।
-রফিক
তাসনিম জারার পর এবার তাজনূভা: এনসিপিতে বিদ্রোহের আগুন থামছেই না
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দীর্ঘদিনের অভ্যন্তরীণ অসন্তোষ এবার প্রকাশ্য বিচ্ছেদে রূপ নিয়েছে। দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারার পদত্যাগের রেশ কাটতে না কাটতেই আজ রোববার দুপুরে দল ছাড়ার ঘোষণা দিলেন যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন। ঢাকা-১৭ আসনের এই মনোনীত প্রার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগের কথা জানিয়ে বলেন, দলের বর্তমান রাজনৈতিক গতিপথ ও জামায়াতের সাথে সমঝোতার সিদ্ধান্তের সাথে তিনি একমত হতে পারছেন না। নির্বাচনী ডামাডোলের মাঝে দুই প্রভাবশালী নারী নেত্রীর প্রস্থান এনসিপির সাংগঠনিক শক্তিকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
অন্যদিকে, এনসিপির শীর্ষ নেতৃত্ব জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছে। আজ বিকেলের মধ্যেই এই আলোচিত জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এনসিপি সূত্রমতে, দলের ২১৬ জন কেন্দ্রীয় নেতার মধ্যে ১৮৪ জনই জামায়াতের সাথে সমঝোতার পক্ষে মত দিয়েছেন। তবে ৩০ জন কেন্দ্রীয় সদস্য এই জোটের বিরুদ্ধে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে তাঁদের উদ্বেগ জানিয়েছেন। তা সত্ত্বেও দলের মূল অঙ্গসংগঠনগুলো—জাতীয় যুব শক্তি, শ্রমিক শক্তি এবং ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তিকে বর্তমান নেতৃত্বের পক্ষেই শক্ত অবস্থান নিতে দেখা গেছে।
জানা গেছে, জামায়াত-এনসিপির এই জোটে ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি) সহ আরও কয়েকটি ছোট দল যুক্ত হতে পারে। এনসিপি এই বৃহত্তর সংস্কার জোটের অধীনে অন্তত ৫০টি আসন দাবি করলেও শেষ পর্যন্ত ৪০টি আসনে সমঝোতা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সমঝোতা হলে এনসিপি নিজেদের ১২৫ জন প্রাথমিক প্রার্থীর তালিকা থেকে সরিয়ে এনে কেবল চূড়ান্ত ৪০টি আসনেই লড়াই করবে এবং বাকি আসনগুলোতে জোটের প্রার্থীর পক্ষে কাজ করবে। দলের শীর্ষ নেতারা মনে করছেন, এককভাবে লড়াই করার চেয়ে বৃহত্তর জোটের অংশ হওয়া নির্বাচনী কৌশলের দিক থেকে বেশি ফলপ্রসূ হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপির এই ভাঙন এবং নতুন জোটের সমীকরণ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক নতুন মাত্রা যোগ করবে। একদিকে আদর্শিক কারণে পদত্যাগ এবং অন্যদিকে নির্বাচনী সফলতার জন্য কৌশলগত ঐক্য—এই দুইয়ের লড়াইয়ে এনসিপি শেষ পর্যন্ত কতটা সফল হবে, তা সময়ই বলে দেবে। তবে দলের ভেতরের এই বিদ্রোহ নির্বাচনী প্রচারণায় বিরূপ প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জামায়াত নির্ভরযোগ্য মিত্র নয়: এনসিপি নেত্রী সামান্তা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নীতিনির্ধারণী পর্যায়ে জামায়াতে ইসলামীর সাথে জোটবদ্ধ হওয়া নিয়ে যে অস্থিরতা চলছে, তাতে নতুন মাত্রা যোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। আজ রোববার (২৮ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জামায়াতকে ‘অনির্ভরযোগ্য মিত্র’ হিসেবে চিহ্নিত করেন। তাঁর মতে, জামায়াতের রাজনৈতিক দর্শন ও অবস্থানের সঙ্গে সমঝোতা করলে এনসিপিকে ভবিষ্যতে কঠিন মাশুল দিতে হবে। সামান্তার এই অবস্থান মূলত দলের গত দেড় বছরের আদর্শিক লড়াইয়েরই প্রতিফলন বলে তিনি দাবি করেছেন।
সামান্তা শারমিন তাঁর পোস্টে উল্লেখ করেন, এনসিপি গঠিত হয়েছিল বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে ‘সেকেন্ড রিপাবলিক’ বা দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে। অথচ জামায়াত নিম্নকক্ষে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) ব্যবস্থার আওয়াজ তুলে সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করছে। তিনি মনে করিয়ে দেন যে, এনসিপির আহ্বায়ক নিজেই একসময় বলেছিলেন—যারা সংস্কারের পক্ষে নয়, তাদের সঙ্গে জোট সম্ভব নয়। এই নীতির ওপর ভিত্তি করেই সারা দেশ থেকে প্রার্থীদের আহ্বান করে ৩০০ আসনে এককভাবে লড়ার ঘোষণা দিয়েছিল এনসিপি। এখন সেই অবস্থান থেকে সরে আসা মানেই সাধারণ মানুষ ও প্রার্থীদের সঙ্গে প্রতারণা করা।
এনসিপির এই প্রভাবশালী নেত্রী আরও বলেন, জামায়াতের সঙ্গে জোটের বিরোধিতা করার অর্থ এই নয় যে তিনি বিএনপির পক্ষে। বরং বিএনপি কিংবা জামায়াত—যেকোনোটির সঙ্গে জোট গঠন করা এনসিপির মৌলিক সাংগঠনিক ও রাজনৈতিক পলিসি থেকে বিচ্যুত হওয়া। তিনি নিজেকে এনসিপির আদি আদর্শের ‘সৈনিক’ দাবি করে বলেন, একটি নতুন রাজনৈতিক শক্তি হিসেবে স্বতন্ত্র পরিচয় টিকিয়ে রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জামায়াতের জুলাইয়ের স্পিরিট এবং বাংলাদেশ নিয়ে পরিকল্পনার বিষয়ে একমত হওয়ার যে দাবি, তার সঙ্গে এনসিপির রাষ্ট্রকল্পের মৌলিক পার্থক্য রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
সামান্তা শারমিনের এই প্রকাশ্য বিদ্রোহের ফলে এনসিপির শীর্ষ নেতৃত্বে ফাটল এখন স্পষ্ট। গতকাল দলের ৩০ জন কেন্দ্রীয় নেতা জামায়াত-জোটের বিরুদ্ধে স্মারকলিপি দেওয়ার পর সামান্তার এই কঠোর বার্তা দলটিকে বড় ধরনের ভাঙনের মুখে ঠেলে দিতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, তরুণ নেতৃত্বের এই অংশটি যদি জোটের সিদ্ধান্তে অনড় থাকে, তবে নির্বাচনী ময়দানে এনসিপির সাংগঠনিক কাঠামো তাসের ঘরের মতো ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।
জামায়াত সমঝোতা নিয়ে মুখ খুললেন এনসিপি সদস্যসচিব
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী সমঝোতা ও সম্ভাব্য জোটের বিষয়ে অবশেষে নীরবতা ভেঙেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) মধ্যরাতে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এই ইস্যুতে দলের নীতিগত অবস্থান স্পষ্ট করেন। আখতার হোসেনের মতে, রাষ্ট্র সংস্কার এবং নতুন একটি রাজনৈতিক কাঠামো গড়ে তোলার যে অঙ্গীকার এনসিপি করেছে, সেই বৃহত্তর স্বার্থেই জামায়াতসহ সমমনা দলগুলোর সাথে নির্বাচনী সমঝোতা বিবেচনা করা হচ্ছে।
ফেসবুক বার্তায় তিনি উল্লেখ করেন, ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবগুলো নিয়ে প্রধান দলগুলোর (বিএনপি ও অন্যান্য) মধ্যে দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকলেও এনসিপি ও জামায়াতসহ আরও কয়েকটি দল সংস্কারের সুনির্দিষ্ট বিষয়গুলোতে একমত হয়েছে। তাঁর ভাষায়, কেবল নির্বাচনী পাটিগণিত নয়, বরং দীর্ঘমেয়াদি রাষ্ট্র সংস্কারের লক্ষ্যেই এই সমঝোতা বা জোটের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। তিনি মনে করেন, পুরাতন রাজনৈতিক দ্বিমেরুকরণ ভেঙে একটি নতুন ধারা তৈরি করতে হলে এই কৌশলগত ঐক্য প্রয়োজন।
তবে সদস্যসচিব এই বার্তা দিলেও এনসিপির অভ্যন্তরীণ চিত্র বেশ টালমাটাল। জামায়াতের সাথে এই জোটের বিরোধিতায় দলের কেন্দ্রীয় কমিটির অন্তত ৩০ জন নেতা ইতিমধ্যে আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। তাঁদের দাবি, জামায়াতের সাথে জোট করা এনসিপির মৌলিক আদর্শের পরিপন্থী। এই বিরোধের জের ধরে দলের অন্যতম জ্যেষ্ঠ নেত্রী ও ঢাকা-৯ আসনের মনোনীত প্রার্থী ডা. তাসনিম জারা গতকালই পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আখতার হোসেনের এই মধ্যরাতের বার্তা মূলত দলের ভেতরে এবং বাইরে ওঠা সমালোচনার জবাব দেওয়ার একটি প্রচেষ্টা। একদিকে সংস্কারের দোহাই দিয়ে জামায়াতের সাথে জোটের যৌক্তিকতা প্রমাণের চেষ্টা চলছে, অন্যদিকে এনসিপির তৃণমূল ও একটি বড় অংশ জামায়াত বিরোধিতায় অনড়। এই রশি টানাটানির মধ্যে এনসিপি শেষ পর্যন্ত জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেবে নাকি বড় ধরনের ভাঙনের মুখে পড়বে, তা আগামী কয়েক দিনেই স্পষ্ট হবে।
ভোটের আগে রাজনীতিতে চলছে ভাঙাগড়ার নতুন খেলা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময়ের ঠিক আগেই দেশের প্রধান রাজনৈতিক দলগুলোতে বড় ধরনের ওলটপালট শুরু হয়েছে। দীর্ঘদিনের মিত্রদের অনেকে এখন বিএনপির মূল দলে বিলীন হয়ে যাচ্ছেন অথবা ‘ধানের শীষ’ প্রতীক পেতে নিজেদের প্রতিষ্ঠিত দল বিলুপ্ত করছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটেছে গণঅধিকার পরিষদে। দলটির সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন এবং তিনি ঝিনাইদহ-৪ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন। তবে এই দলবদলের পরপরই গণঅধিকার পরিষদ থেকে তাঁকে ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থি’ কাজের দায়ে বহিষ্কার করা হয়েছে। তাঁর সাবেক সহযোদ্ধা মো. ফারুক হাসান এই পদক্ষেপকে ‘দুই নৌকায় পা দেওয়া’র সাথে তুলনা করে কড়া সমালোচনা করেছেন।
অন্যদিকে, আসন সমঝোতায় ব্যর্থ হয়ে বিএনপির ২০ বছরের পুরনো মিত্র বাংলাদেশ লেবার পার্টি জোট ছেড়ে বেরিয়ে গেছে। দলটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান এখন জামায়াতে ইসলামীর সাথে নতুন করে সখ্য গড়ে তুলছেন বলে গুঞ্জন রয়েছে। একইভাবে, এলডিপি প্রধান কর্নেল (অব.) অলি আহমদও বিএনপির সঙ্গ ত্যাগ করে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। যদিও তাঁর মহাসচিব রেদোয়ান আহমেদ ইতিমধ্যে বিএনপিতে যোগ দিয়ে কুমিল্লা-৭ আসনে ধানের শীষের টিকিট নিশ্চিত করেছেন। অলি আহমদ এখন জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
জোটের এই সংকট কেবল বিএনপিতেই সীমাবদ্ধ নয়। জামায়াতে ইসলামীর সাথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আসন সমঝোতা নিয়েও দলের ভেতরে তুমুল বিতর্ক শুরু হয়েছে। জোটের এই রাজনৈতিক সমীকরণের প্রতিবাদে ঢাকা-৯ আসনে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা দিয়েছেন। এছাড়া, জেএসডি-র আ স ম আবদুর রবও আসন না পেয়ে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, যেখানে তাঁর স্ত্রী তানিয়া রব বিএনপির প্রতি ‘অসম্মান প্রদর্শনের’ অভিযোগ তুলেছেন।
ববি হাজ্জাজের মতো নেতারা নিজের দল এনডিএম-কে সচল রেখেও সরাসরি বিএনপিতে যোগ দিয়ে ঢাকা-১৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়ছেন। নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ও গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি বিএনপির সমর্থনে নিজেদের দলীয় প্রতীকেই নির্বাচন করবেন বলে নিশ্চিত হওয়া গেছে। সব মিলিয়ে এবারের নির্বাচনকে কেন্দ্র করে আদর্শের চেয়ে ‘আসন’ এবং প্রতীকের লড়াই অনেক বেশি প্রবল হয়ে উঠেছে, যা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির এক নতুন মোড় নির্দেশ করছে।
অত্যন্ত জটিল ও সংকটময় মুহূর্তে খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত স্থিতিশীল নয় এবং তিনি এক সংকটময় মুহূর্ত পার করছেন। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের গেটে সাংবাদিকদের ব্রিফিংকালে তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন যে, বেগম জিয়ার শারীরিক পরিস্থিতির বিশেষ কোনো উন্নতি হয়নি এবং তিনি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।
এর আগে রাতে দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে তাঁরা দীর্ঘ সময় বেগম খালেদা জিয়ার শয্যাপাশে অবস্থান করেন এবং তাঁর চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। ডা. জাহিদ জানান, গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তির পর থেকে বেগম জিয়ার শারীরিক অবস্থার বেশ অবনতি ঘটে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তাঁকে সাধারণ কেবিন থেকে দ্রুত সিসিইউতে স্থানান্তর করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের দেশি-বিদেশি মেডিকেল বোর্ড সার্বক্ষণিকভাবে তাঁর চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।
চিকিৎসক জাহিদ হোসেন আরও বলেন যে, তারেক রহমান ও জিয়া পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে বেগম জিয়ার আরোগ্যের জন্য বিশেষভাবে দোয়া চাওয়া হয়েছে। দেশবাসী এবং চিকিৎসক-নার্সদের অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসার জন্য তারেক রহমান সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সাথে হাসপাতালে অন্য রোগীদের চিকিৎসার যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
বর্তমানে বেগম জিয়ার লিভার সিরোসিসসহ বার্ধক্যজনিত নানা জটিলতা ধরা পড়েছে বলে মেডিকেল বোর্ড সূত্রে জানা গেছে। ডা. জাহিদ আশাবাদ ব্যক্ত করে বলেন যে, আল্লাহ যদি মেহেরবানি করেন এবং চিকিৎসা সঠিক পথে এগোয়, তবে এই সংকটকাল কাটিয়ে ওঠা সম্ভব হবে। বিএনপি চেয়ারপারসনের বর্তমান পরিস্থিতির দিকে নজর রাখছে পুরো দেশ, এবং তাঁর দ্রুত সুস্থতার কামনায় সারা দেশে দোয়া মাহফিলের আয়োজন করছেন দলীয় নেতাকর্মীরা।
এনসিপি কি দুই ভাগ হচ্ছে: জামায়াত জোট ঠেকাতে ৩০ নেতার কঠোর বার্তা
নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে দলটির ভেতরেই এখন আগ্নেয়গিরির মতো অসন্তোষ ফেটে পড়েছে। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে এক যৌথ চিঠির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির ৩০ জন প্রভাবশালী সদস্য এই জোটের বিরুদ্ধে তাঁদের স্পষ্ট ও কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। চিঠিতে স্বাক্ষরকারী নেতাদের মধ্যে রয়েছেন যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, নুসরাত তাবাসসুম, যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন এবং কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইনসহ আরও অনেকে। তাঁদের মতে, জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়া মানেই এনসিপির ঘোষিত আদর্শ ও জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক দায়বদ্ধতার সাথে বেইমানি করা।
চিঠিতে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে। নেতারা দাবি করেছেন, গত এক বছর ধরে জামায়াত-শিবির অন্যান্য দলের ভেতরে গুপ্তচরবৃত্তি ও স্যাবোটাজ চালিয়েছে। এমনকি এনসিপি ও তাদের ছাত্রসংগঠনের নারী সদস্যদের চরিত্র হনন এবং অনলাইন ফোর্সের মাধ্যমে অপপ্রচার চালানোর মতো নিকৃষ্ট কাজও করেছে তারা। এছাড়া একাত্তরের মুক্তিযুদ্ধে জামায়াতের স্বাধীনতাবিরোধী ভূমিকা এবং গণহত্যার সহযোগিতার বিষয়টি উল্লেখ করে নেতারা বলেন, এমন কোনো দলের সাথে জোট গঠন এনসিপির গণতান্ত্রিক চেতনার সাথে মৌলিকভাবে সাংঘর্ষিক।
বিক্ষুব্ধ নেতারা মনে করিয়ে দিয়েছেন যে, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বারবার ৩০০ আসনে এককভাবে লড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রায় দেড় হাজার মনোনয়ন ফরম বিক্রি করে ইতিমধ্যে ১২৫ জন প্রার্থীও ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায় মাত্র কয়েকটি আসনের লোভে জামায়াতের মতো দলের সাথে সমঝোতা করাকে তাঁরা 'জাতির সঙ্গে প্রতারণা' বলে অভিহিত করেছেন। চিঠিতে আরও বলা হয়েছে যে, জোটের খবর প্রকাশ হওয়ার পর থেকেই দলের মধ্যপন্থী সমর্থক ও নতুন প্রজন্মের কর্মীরা এনসিপি থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন।
নেতৃত্বের এই বিশাল অংশের আপত্তির ফলে এনসিপি এখন বড় ধরনের ভাঙনের মুখে পড়েছে। চিঠিতে পরিষ্কার বলা হয়েছে, নীতিগত অবস্থান বিসর্জন দিয়ে কোনো কৌশলগত জোট গ্রহণ করা হবে না। রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা হারানোর আশঙ্কায় ৩০ জন নেতা আহ্বায়ককে অনুরোধ করেছেন যাতে জামায়াতের সাথে কোনো ধরনের রাজনৈতিক জোটে না যাওয়ার বিষয়ে দ্রুত স্পষ্ট অবস্থান নেওয়া হয়। এখন দেখার বিষয়, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এই ৩০ নেতার দাবি মেনে নিয়ে একক লড়াইয়ের পথে ফেরেন, নাকি জামায়াত জোটের সিদ্ধান্তেই অটল থাকেন।
গোপালগঞ্জের নৌকার ১৭ মাঝি এখন ধানের শীষের সারথি
আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আজ শনিবার (২৭ ডিসেম্বর) এক নজিরবিহীন রাজনৈতিক পটপরিবর্তন ঘটেছে। সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পিঞ্জুরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেনের নেতৃত্বে ১৭ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বিএনপির কেন্দ্রীয় নেতাদের সুযোগ্য নেতৃত্বে আস্থা রেখে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
বিএনপিতে যোগ দেওয়া উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন— আবুল কাসেম, রাজিব শেখ, জাহাঙ্গীর শেখ, সদানন্দ বৈদ্য, স্বপন বৈদ্য, শ্রীনাথ বৈদ্য, সুশান্ত বৈদ্য, নীলকন্ঠ দেড়রী, ধলু বৈদ্য, লায়েক শেখ, শাহিন শেখ, জসিম শেখ, রফিক শেখ, রসুল শেখ, খোকন শেখ এবং হাবি শেখ। যোগদান অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার ও সভাপতি ইউসুফ আলী দাড়িয়াসহ স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতৃবৃন্দ তাঁদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
আওয়ামী লীগ ছেড়ে আসা নেতা আনোয়ার হোসেন বলেন যে, তাঁরা স্বেচ্ছায় এবং দেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে বিএনপিতে যোগ দিয়েছেন। তাঁরা আগামীতে বিএনপির কেন্দ্রীয় নেতা এস এম জিলানীর হাতকে শক্তিশালী করতে মাঠপর্যায়ে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অন্যদিকে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার নবাগতদের স্বাগত জানিয়ে মন্তব্য করেন যে, কোটালীপাড়ায় আরও অনেক আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগদানের অপেক্ষায় রয়েছেন, যা আগামী নির্বাচনে বিএনপির অবস্থানকে আরও সুসংহত করবে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে, গোপালগঞ্জের মতো জেলায় আওয়ামী লীগের ভেতর থেকে এভাবে নেতাকর্মীদের বিএনপিতে চলে যাওয়া শাসক দলটির স্থানীয় সাংগঠনিক দুর্বলতাকে স্পষ্ট করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে এই দলবদল কোটালীপাড়ার নির্বাচনী সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। নবাগত এই ১৭ কর্মীর যোগদানকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি শিবিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
পাঠকের মতামত:
- ২০২৬ সালে স্কুলে ছুটি কমলো ১২ দিন, দেখে নিন তালিকা
- কোরআন ও সুন্নাহই হবে আইনের ভিত্তি: মির্জা ফখরুল
- টাঙ্গাইল-৩ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, জমা পড়ল মনোনয়ন
- কোন মিউচুয়াল ফান্ডে দীর্ঘমেয়াদি সুযোগ তৈরি হচ্ছে
- রেকর্ড ডেট শেষে চার ট্রেজারি বন্ডের লেনদেনের সময়সূচি প্রকাশ
- দুই ব্যাংকের সব শেয়ার বাতিল, কার্যকর রেজোলিউশন আদেশ
- ইউনিয়ন ব্যাংক নিয়ে কঠোর পদক্ষেপ নিল বাংলাদেশ ব্যাংক
- ডিএসই ডেইলি টার্নওভার: আজকের বাজার চিত্র
- ২৮ ডিসেম্বরের শেয়ারবাজারের সাপ্তাহিক পূর্ণাঙ্গ বিশ্লেষণ
- ২৮ ডিসেম্বরের ডিএসইতে দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৮ ডিসেম্বরের ডিএসই লেনদেনে শীর্ষ গেইনার তালিকা প্রকাশ
- তাসনিম জারার পর এবার তাজনূভা: এনসিপিতে বিদ্রোহের আগুন থামছেই না
- ভারতে ধরা পড়ল হাদির খুনিদের সহায়তাকারীরা
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় রেট
- কেন শীতেই কিডনির ওপর বাড়তি চাপ পড়ে এবং বাঁচার উপায় কী?
- বৃত্তি পরীক্ষা শুরু আজ: হলে প্রবেশের আগে মানতে হবে ৯ নির্দেশনা
- ই-রিটার্ন দাখিলে আর বাধা নেই: বড় সুখবর দিল রাজস্ব বোর্ড আজ
- দিল্লির তাবেদারি ও ফ্যাসিবাদের ঠাঁই বাংলাদেশে হবে না: ডাকসু ভিপি
- জামায়াত নির্ভরযোগ্য মিত্র নয়: এনসিপি নেত্রী সামান্তা
- আজ থেকেই বিচার বিভাগে নতুন যুগ
- শীতে ত্বক উজ্জ্বল ও কোমল রাখার ৫টি সহজ উপায়
- এক নজরে টিভিতে আজকের খেলা: ২৮ ডিসেম্বর ২০২৫
- আজকের স্বর্ণের দাম: ২৮ ডিসেম্বর ২০২৫
- জামায়াত সমঝোতা নিয়ে মুখ খুললেন এনসিপি সদস্যসচিব
- সিরিয়ার সার্বভৌমত্বে ইসরায়েলের বড় আঘাত
- আজ রোববার ঢাকার রাজপথে যেসব রাজনৈতিক কর্মসূচি
- আজ ২৮ ডিসেম্বরের নামাজের সময়সূচি
- ভোটের আগে রাজনীতিতে চলছে ভাঙাগড়ার নতুন খেলা
- হাড়কাঁপানো শীতে জবুথবু দেশ: সূর্যের দেখা মেলাই এখন ভার
- কর্মকর্তাদের পকেটে বইয়ের টাকা: নতুন বছরেও খালি হাতেই ক্লাসে ছাত্ররা
- অত্যন্ত জটিল ও সংকটময় মুহূর্তে খালেদা জিয়া
- ব্যক্তিগত দায় বনাম প্রাতিষ্ঠানিক দায়: দায়মুক্তির এক রাজনৈতিক সংস্কৃতি
- ৯ কোটির মুস্তাফিজকে নিয়ে বিপাকে শাহরুখের দল: উত্তপ্ত মধ্যপ্রদেশ
- স্ট্রেস থেকে উচ্চ রক্তচাপ: হার্ট অ্যাটাক রুখতে মেনে চলুন ৫ নিয়ম
- বিদেশের মাটিতে বিনামূল্যে উচ্চশিক্ষা: ২০২৬ সালের জন্য সেরা স্কলারশিপ
- এনসিপি কি দুই ভাগ হচ্ছে: জামায়াত জোট ঠেকাতে ৩০ নেতার কঠোর বার্তা
- গোপালগঞ্জের নৌকার ১৭ মাঝি এখন ধানের শীষের সারথি
- ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা: আজই দেখে নিন রুটিন
- কেন স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা: নিজেই জানালেন নেপথ্য কারণ
- চট্টগ্রামের ৩ আসনে বিএনপির চূড়ান্ত চমক
- গণমাধ্যমে যারা আগুন দেয় তারা সরকারেরও প্রতিপক্ষ: তথ্য উপদেষ্টা
- ৬ মাসের পরিকল্পনা ও এক মিনিটের অপারেশন: হাদি হত্যার নতুন রহস্য
- পাঁচ ব্যাংকের আমানতকারীদের জন্য বড় সুখবর
- এনআইডি পেতে তারেক রহমানের হাতে সময় মাত্র ২৪ ঘণ্টা
- গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে রাশেদ খাঁনের নাটকীয় যোগদান
- আবহাওয়া অফিসের স্বস্তির বার্তা: সন্ধ্যার পূর্বাভাসে মিলল নতুন সংকেত
- সংসদ নির্বাচনে লড়তে আর বাধা নেই তারেক রহমানের
- বিপিএলের মাঠেই ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচের মৃত্যু
- অজান্তেই পিত্তথলিতে পাথর জমাচ্ছে আপনার এই ৫টি ভুল অভ্যাস
- শীতে বাড়ছে মাইগ্রেনের তীব্র যন্ত্রণা: বাঁচার উপায় জানালেন চিকিৎসকরা
- আজ ঢাবির ভর্তি যুদ্ধ: আছে এমআইএসটি শিক্ষার্থীদের জন্য বিশেষ খবর
- আজকের স্বর্ণের দাম: ২৭ ডিসেম্বর ২০২৫
- নারী-সঙ্গীর হাতে পুরুষের যৌনাঙ্গ ছিন্নকরণ: বাংলাদেশে অবহেলিত এক সহিংসতার সংকট
- আজ থেকে কার্যকর স্বর্ণের নতুন মূল্য
- আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- স্বর্ণের বাজারে আগুন: আজ ইতিহাসের দামী সোনা কিনবেন ক্রেতারা
- বাবার কবরের সামনে দাঁড়িয়ে নীরবে কেঁদেছেন তারেক রহমান
- পাঁচ ব্যাংকের আমানতকারীদের জন্য বড় সুখবর
- আজকের স্বর্ণের দাম: ২৮ ডিসেম্বর ২০২৫
- আজ থেকে শুরু বিপিএলের দ্বাদশ আসর, জানুন পূর্ণাঙ্গ সময়সূচী
- বাংলা দখল করতে এলে দিল্লি কেড়ে নেব: মমতা
- জামায়াত-চরমোনাই দ্বিমুখী লড়াই: সংকটে ইসলামী জোট
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকাই
- নির্বাচন ও রমজানের কবলে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা: নতুন তারিখ কবে?
- জামায়াত ও চরমোনাই পীরের দলের বড় টানাপোড়েন,অস্থির জোট








