মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন ড. ইউনূস: পেলেন সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৩ ২১:৩৭:৩৬
মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন ড. ইউনূস: পেলেন সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (১৩ আগস্ট) রাত ৯টা ১০ মিনিটে তাঁকে বহনকারী ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি সফরসঙ্গীদের নিয়ে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা এই সফরে গিয়েছিলেন। তিন দিনের সফরে তিনি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকসহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নেন। সফরের শেষ দিনে, অর্থাৎ বুধবার তাঁকে মালয়েশিয়ার ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়।


পঞ্চগড় সীমান্তে ২৩ জনকে পুশ-ইন করল বিএসএফ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৩ ২০:০৬:১৮
পঞ্চগড় সীমান্তে ২৩ জনকে পুশ-ইন করল বিএসএফ
ছবি: সংগৃহীত

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পঞ্চগড়ের একটি সীমান্ত দিয়ে ২৩ জন বাংলাদেশি নাগরিককে পুশ-ইন করেছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে তাদের আটক করে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে ৯ জন পুরুষ, ১৩ জন নারী এবং একটি শিশু রয়েছে।

৫৬ বিজিবি ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন স্থানে অবৈধভাবে কাজ করছিলেন। গত ৪ আগস্ট ভারতীয় পুলিশ তাদের বোম্বে থেকে বিমানে করে বাগডোগরা ও শিলিগুড়িতে নিয়ে আসে। এরপর বাসযোগে টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পে পৌঁছে দেওয়া হয়। সেখান থেকে ৯৩ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা মুষলধারে বৃষ্টির মধ্যে বুধবার ভোররাতে তাদের গেট দিয়ে বাংলাদেশে পুশ-ইন করে।

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত দিয়ে, সীমান্ত পিলার ৭৫৭/২-এসের কাছ থেকে বিজিবি সদস্যরা তাদের আটক করে। এই ঘটনার পর বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। আটককৃতদের বাড়ি যশোর, সাতক্ষীরা, নড়াইল, লালমনিরহাটসহ বিভিন্ন জেলায়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান জানান, বিজিবি একটি সাধারণ ডায়েরি (জিডি) করে আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করেছে। পুলিশ তাদের পরিচয় যাচাই এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে।


চোর সন্দেহে নির্মমতা:রংপুরের তারাগঞ্জে উল্লাস করতে করতে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৩ ১৯:২৪:১৮
চোর সন্দেহে নির্মমতা:রংপুরের তারাগঞ্জে উল্লাস করতে করতে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা
রংপুরের তারাগঞ্জে গণপিটুনির আগে হাত জোড় করে এভাবে বাঁচার আকুতি জানান প্রদীপ লাল (বাঁয়ে)। নিজের পরিচয় বলছিলেন রূপলাল (ডানে)ছবি: ভিডিও থেকে সংগৃহীত

রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে রূপলাল দাস (৪০) এবং প্রদীপ লাল (৩৫) নামে দুই ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশের সামনেই তাদের পিটিয়ে মারা হয় বলে একটি ভিডিওতে দেখা গেছে। এই হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, শনিবার রাতে বুড়িরহাট উচ্চবিদ্যালয়ের মাঠে একটি ভ্যানের ওপর অর্ধমৃত অবস্থায় পড়ে আছেন রূপলাল ও প্রদীপ। শত শত মানুষের ভিড়ে পুলিশের চার সদস্য উপস্থিত থেকেও তাদের বাঁচাতে পারেননি। ভিডিওতে দেখা যায়, পুলিশ জনতাকে সরানোর চেষ্টা করলে তারা আরও উত্তেজিত হয়ে ওঠে। এক পর্যায়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করলে জনতা রূপলাল ও প্রদীপকে কিল, ঘুষি, লাথি, লাঠি ও রড দিয়ে নির্মমভাবে মারতে থাকে। এমনকি তাদের ওপর ভ্যান উল্টে দেওয়া হয়। এক পর্যায়ে ঘটনাস্থলেই রূপলাল মারা যান এবং গুরুতর আহত প্রদীপকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

পুলিশের বক্তব্য অনুযায়ী, সে সময় সেখানে হাজার হাজার মানুষ ছিল এবং মাত্র চারজন পুলিশ সদস্য ছিলেন। পুলিশ তাদের বাঁচানোর চেষ্টা করলেও জনতার ভিড় ও আক্রমণের কারণে তারা সরে আসতে বাধ্য হন। তবে ভিডিওতে দেখা যায়, পুলিশ ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পরও মারধর চলছিল।

এ ঘটনায় নিহত রূপলালের স্ত্রী ভারতী রানী ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে। তবে মামলার আসামির সংখ্যা বেশি হওয়ায় পুরো এলাকায় গ্রেপ্তারের ভয়ে পুরুষশূন্য হয়ে পড়েছে।

এর পরিপ্রেক্ষিতে তারাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু পুলিশের সমালোচনা করে বলেন, ‘পুলিশ কেন কার্যকর পদক্ষেপ নেয়নি? অহেতুক ৭০০ জনের নামে মামলা করা হয়েছে। এতে নিরীহ মানুষ আতঙ্কিত হচ্ছে।’ তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি নিরীহ মানুষের হয়রানি বন্ধের দাবি জানান।


মানসিক হাসপাতালে যাওয়া উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারীকে মোমিনুল আমিনের পরামর্শ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৩ ১৭:৩৯:৪১
মানসিক হাসপাতালে যাওয়া উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারীকে মোমিনুল আমিনের পরামর্শ
রাজবাড়ী শহরের নতুন বাজার এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন এনডিএম মহাসচিব মোমিনুল আমিন। ছবি : সংগৃহীত

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর মহাসচিব মোমিনুল আমিন বলেছেন, আমরা একটি প্রবাদ জানি যে চীনের দুঃখ হোয়াংহো নদী, আর ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি)-এর দুঃখ হচ্ছে নাসীরুদ্দীন পাটওয়ারী। 'ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না'—এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি এই মন্তব্য করেন। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজবাড়ীর নতুন বাজার এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এনডিএম মহাসচিব বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী কখন কী বলেন তার ঠিক নেই। তাকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “তাকে আমি একটি সুন্দর পরামর্শ দিতে চাই, ঢাকায় অনেক ভালো মানসিক হাসপাতাল আছে, জাতীয় মানসিক ইনস্টিটিউট আছে, সেখানে যদি তিনি দয়া করে যান। আমার মনে হয় তাহলে আগামীতে তিনি রাজনীতিতে ভালো করতে পারবেন। কারণ আমরা তরুণ নেতৃত্বকে সামনে চাই।”

মোমিনুল আমিন বলেন, জাতীয়তাবাদী শক্তি হিসেবে আমরা বিশ্বাস করি যে, আমরা সজাগ থাকলে কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশে নির্বাচন বানচাল বা প্রতিহত করার কোনো শক্তিকে তারা মাথাচাড়া দিয়ে উঠতে দেবেন না।

বিএনপি-এনডিএম একসঙ্গে নির্বাচনে অংশ নেবে এবং জাতীয় সরকার গঠন করবে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, জোটগতভাবে নির্বাচন করা সম্ভব হবে। তিনি আরও বলেন, “আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমরা একসঙ্গে রাজপথে ছিলাম। যদি কোনো ষড়যন্ত্রের আভাস পাই, আমরা সজাগ আছি এবং রাজপথে থাকব, পিছপা হবো না।” এ সময় তিনি রাজবাড়ী-২ আসনের উন্নয়নে নানা প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এর আগে এনডিএম মহাসচিব গাড়িবহর নিয়ে রাজবাড়ীর নতুন বাজার এলাকায় পৌঁছালে দলীয় নেতারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

/আশিক


সংস্কার ছাড়া নির্বাচন নতুন ফ্যাসিবাদের জন্ম দেবে: জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৩ ১৭:৩২:৪৭
সংস্কার ছাড়া নির্বাচন নতুন ফ্যাসিবাদের জন্ম দেবে: জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রয়োজনীয় সংস্কার ছাড়া বর্তমান ব্যবস্থায় নির্বাচন হলে তা জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা হবে এবং এর ফলে নতুন করে ফ্যাসিবাদের জন্ম হতে পারে। বুধবার (১৩ আগস্ট) খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন।

গোলাম পরওয়ার নির্দলীয় সরকারের অধীনে ‘জুলাই সনদের’ আইনি ভিত্তি প্রতিষ্ঠা করে সেই আলোকে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানান। তিনি দাবি করেন, দেশের মানুষ এখন 'দাঁড়িপাল্লা' প্রতীকের পক্ষে একটি গণজোয়ার সৃষ্টি করেছে। জনগণ যদি নির্বিঘ্নে ভোট দিতে পারে, তাহলে ইসলামী আদর্শের দলকেই দেশ পরিচালনার দায়িত্ব দেবে।

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিদেশি শক্তির প্রেসক্রিপশনে ক্ষমতায় এসে দেশের আলেম-ওলামাদের ওপর জেল-জুলুম চালিয়েছে। ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে তাদের লজ্জাজনক পতন হয়েছে। এই ‘আগস্ট বিপ্লব’কে অর্থবহ করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, দেশের প্রতিটি পর্যায়ে এখনো পতিতা স্বৈরাচারের অনুসারীরা সক্রিয় রয়েছে, তাই সবাইকে ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি নেতাকর্মীদের আগামী নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে এবং ভোট বিপ্লব ঘটানোর জন্য এখন থেকেই প্রস্তুত থাকার নির্দেশ দেন।

সমাবেশে তিনি বলেন, দেশের মানুষ এখন ইসলামী দলগুলোকে নেতৃত্বের আসনে দেখতে চায় এবং জনগণের এই আকাঙ্ক্ষা অচিরেই বাস্তবায়িত হবে। তিনি দুটি নতুন স্লোগানের কথা উল্লেখ করেন যা মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে: ‘নতুন বাংলাদেশ’ এবং ‘দ্বিতীয় স্বাধীনতা’।

/আশিক


আন্দোলনের ভাষণ শেষে ‘জয় বাংলা’ স্লোগান, তারপর যা ঘটল…

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১২ ১৯:১৪:২৬
আন্দোলনের ভাষণ শেষে ‘জয় বাংলা’ স্লোগান, তারপর যা ঘটল…
ছবি: সংগৃহীত

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালসহ স্বাস্থ্য খাতের সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানাতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় সরোয়ার হাওলাদার নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কের গোলচত্বরে এই ঘটনা ঘটে। আটক সরোয়ার হাওলাদার বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা। তিনি দাবি করেছেন, বক্তৃতার শেষে অসাবধানতাবশত মুখ ফসকে ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণ করেছেন।

আন্দোলনের নেতারা অভিযোগ করেছেন, স্বাস্থ্য খাতের সংস্কার দাবিতে তাদের চলমান কর্মসূচিকে বিতর্কিত করার উদ্দেশ্যে সরোয়ার হাওলাদার পরিকল্পিতভাবে এই স্লোগান দিয়েছেন। এ বিষয়ে উভয়পক্ষের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সিকদার।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার সাবেক আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ জানান, আন্দোলনের সময় সরোয়ার হাওলাদার এসে সংহতি প্রকাশ করেন। তিনি বলেন, শেবাচিম হাসপাতালে তার মাকে ভর্তি রেখে চিকিৎসা করানোর সময় চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং হয়রানির শিকার হন। ক্ষোভ থেকে তিনি আন্দোলনের পক্ষে বক্তব্য দিতে চান।

সোহাগের দাবি, বক্তব্যের শেষে সরোয়ার ‘জয় বাংলা’ স্লোগান দিলে উপস্থিত জনতার মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাকে তাৎক্ষণিকভাবে হেফাজতে নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি আরও অভিযোগ করেন, একটি সিন্ডিকেট তাদের আন্দোলনকে ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে এবং এরই অংশ হিসেবে এই ঘটনা ঘটতে পারে। এর আগে, দুদিন আগে আন্দোলনকারীদের ওপর একদল ব্যক্তি হামলা চালিয়েছিল বলেও তিনি জানান।

এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন সিকদার বলেন, সরোয়ার হাওলাদারকে হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/আশিক


কিশোরগঞ্জের নিকলীতে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের সংঘর্ষ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১২ ১৮:৩৪:৫৯
কিশোরগঞ্জের নিকলীতে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের সংঘর্ষ
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের নিকলীতে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দরগাহাটি এলাকায় এই ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, নিকলী সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের পক্ষ এবং নিকলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজাহারুল ইসলাম সোহেলের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধ বালু উত্তোলন নিয়ে বিরোধ চলে আসছিল। গত রাতের যৌথ অভিযানে ইউএনও, এসিল্যান্ড, সেনাবাহিনী ও পুলিশ তাদের লাখ টাকা জরিমানা করে।

আজ সকালে বাজার থেকে রিকশায় বাড়ি ফেরার পথে আজাহারুল ইসলাম সোহেলকে গিয়াস উদ্দিনের লোকজন পথরোধ করে হামলা চালায়। খবর পেয়ে যুবদলের কর্মীরা ঘটনাস্থলে গেলে গিয়াস উদ্দিনের অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর পুনরায় হামলা চালায়। এতে যুবদলের পক্ষের কয়েকজন আহত হন এবং দুইটি দোকান ভাঙচুর হয়। গুরুতর আহত এক ব্যক্তিকে ঢাকায় পাঠানো হয়েছে।

নিকলী সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল আলী বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে, তবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ তিনি নিশ্চিত করে বলতে পারেননি।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, সংঘর্ষে কয়েকজন গুরুতর আহত হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি এবং পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

/আশিক


কুষ্টিয়ায় বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানদারের কান কামড়ে ছিঁড়ে দিলো যুবক

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১২ ১৮:২৮:০৯
কুষ্টিয়ায় বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানদারের কান কামড়ে ছিঁড়ে দিলো যুবক
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পঁচামাদিয়া গ্রামে বাকিতে সিগারেট না দেওয়ার বিরোধে সুমন হোসেন (২০) নামে এক যুবক দোকানদার আমানুজ্জামানের ডান কানে কামড়ে তা ছিঁড়ে দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১১ আগস্ট) সকালে এ ঘটনায় আমানুজ্জামান (৪৫) আহত হন এবং বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, পঁচামাদিয়া গ্রামের মৃত রমজান মণ্ডলের ছেলে আমানুজ্জামানের দোকানে প্রতিবেশী আসাদুজ্জামানের ছেলে সুমন হোসেন বাকিতে সিগারেট নিতে যান। কিন্তু দোকানদার পূর্বের দেনা পরিশোধ না হওয়া পর্যন্ত সিগারেট বিক্রি করতে অস্বীকার করেন। এ নিয়ে তারা বাকবিতণ্ডায় লিপ্ত হন। এক পর্যায়ে সুমন হাঁসুয়া দিয়ে আঘাতের চেষ্টা করেন, যা ব্যর্থ হয়। এরপর হঠাৎ করে তিনি দোকানদারের ডান কানে কামড় দিয়ে তা ছিঁড়ে ফেলেন।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আমানুজ্জামানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর মঙ্গলবার দুপুরে আহতের বড় ভাই নাজমুল ইসলাম দৌলতপুর থানায় লিখিত অভিযোগ করেন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, অভিযোগ পেয়েছেন এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/আশিক


মাত্র ৭ বছরে ৮৮ দিনে কোরআন হিফজ করলো নবীনগরের ফাহিম

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১২ ১৮:১৯:১০
মাত্র ৭ বছরে ৮৮ দিনে কোরআন হিফজ করলো নবীনগরের ফাহিম
ছবি: জনকণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাত্র ৭ বছর বয়সেই ৮৮ দিনে পবিত্র কোরআন মুখস্থ করে বিরল সাফল্যের নতুন উদাহরণ তৈরি করেছে মোহাম্মদ ফাহিম মৃধা। নবীনগর পৌর এলাকার নারায়নপুরে অবস্থিত মারকাজুদ তাজভীদ ইন্টারন্যাশনাল মাদরাসায় গত বৃহস্পতিবার (৭ আগস্ট) তাকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

ফাহিমের বাবা ফারদুল হক মৃধা নারায়নপুর এলাকার একজন ক্রোকারিজ ব্যবসায়ী। সীমিত আয়ের পরিবারে জন্ম নেওয়া ফাহিম ধর্মীয় শিক্ষায় তার অদম্য মনোবল ও একাগ্রতায় সবাইকে অবাক করেছে। ফাহিম তার দুই ভাই-বোনদের মধ্যে সবার ছোট।

ফাহিম নিজেও বলেন, “সকলের দোয়া ও সহযোগিতায় আল্লাহর রহমতে অল্প সময়ের মধ্যে কোরআন মুখস্থ করতে পেরেছি। আমার ইচ্ছে ভবিষ্যতে বিশ্বজয়ী হাফেজ ও একজন বড় আলেম হওয়া, ইনশাআল্লাহ।”

তার বাবা-মা বলেন, “৮৮ দিনে কোরআন হিফজের গৌরব অর্জন করায় আমরা গর্বিত। মাদ্রাসার শিক্ষকগণের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আশা করি, ফাহিম এই অর্জন ধরে রাখতে পারবে। সেজন্য সকলের দোয়া কামনা করছি।”

শিক্ষক হাফেজ মাওলানা ইয়াসিন বলেন, “ফাহিম অত্যন্ত শান্ত প্রকৃতির ছেলে। প্রতিদিন ভোরে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করে। কম সময়ে কোরআনের মহাগ্রন্থ আয়ত্ত করার মধ্যে তার কঠোর পরিশ্রম ও মনোযোগ স্পষ্ট।”

মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোহাম্মদ মনির যোগ করেন, “ফাহিম ধারাবাহিক কঠোর অধ্যবসায় ও মনোযোগ দিয়ে মাত্র ৮৮ দিনে কোরআন হিফজ সম্পন্ন করেছে। তার মধ্যে নিঃশব্দ সাধনার ছাপ স্পষ্ট। এটি শুধু তার নিজের শ্রম নয়, পরিবারের, শিক্ষক ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার ফল। ফাহিম প্রতিদিন তাহাজ্জুদ নামাজের মাধ্যমে কোরআন তেলাওয়াতের শুরু করে যা তার হৃদয়ে আলোর পথ সৃষ্টি করেছে।”

পরিবার ও শিক্ষকবৃন্দ আশা প্রকাশ করেন, ফাহিম কোরআনের আলো নিজের জীবনে ধারণ করে আগামী দিনে ইসলামী জ্ঞান ও নৈতিকতা নিয়ে সমাজের নেতৃত্ব দেবে এবং দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ইসলামি সেবায় অবদান রাখবে।

/আশিক


খুলনায় শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১২ ১৭:৫০:২১
খুলনায় শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) খুলনার সোনাডাঙ্গা থানায় মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়ের মাধ্যমে মামলাটি করা হয়। সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে আছেন খুলনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট এমএম মুজিবুর রহমান, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, এসএম কামাল হোসেন এবং অ্যাডভোকেট পারভেজ আলম খান। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, মামলার প্রধান আসামি এমএম মুজিবুর রহমান বর্তমানে পলাতক রয়েছেন। তাকে এবং অন্য আসামি পারভেজ আলম খানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২২ এপ্রিল খুলনা মহানগরীর ময়লাপোতা এলাকা থেকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয় এমএম মুজিবুর রহমানকে। তার মোবাইল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও জুম অ্যাপসের মাধ্যমে ‘তেরখাদা উপজেলা আওয়ামী লীগ’, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’, ‘বিজয় একাত্তর’ ও ‘জয় বাংলা আমার প্রাণ’ নামে বিভিন্ন গ্রুপের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছিল।

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতির জন্য আবেদন করে। গত ৪ আগস্ট কেএমপিকে এই অনুমতি দেওয়া হয়। এরপর সোমবার সোনাডাঙ্গা থানায় ৪৬ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

/আশিক

পাঠকের মতামত: