খসড়ায় বড় ঘোষণা: সংবিধানের ওপর প্রাধান্য পাবে ‘জুলাই সনদ’

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৪ ১২:১১:৪১
খসড়ায় বড় ঘোষণা: সংবিধানের ওপর প্রাধান্য পাবে ‘জুলাই সনদ’
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজছবি: প্রথম আলো

জুলাই গণ–অভ্যুত্থানের পর প্রণীত জুলাই জাতীয় সনদকে বিশেষ মর্যাদা ও আইনি ভিত্তি দিতে নতুন খসড়া তৈরি করছে জাতীয় ঐকমত্য কমিশন। এই খসড়া অনুযায়ী, জুলাই সনদ প্রচলিত আইন ও আদালতের রায়ের ওপর প্রাধান্য পাবে, এমনকি সংবিধানের কিছু অংশের সঙ্গে সাংঘর্ষিক হলেও। এই বিশেষ সাংবিধানিক ব্যবস্থা কীভাবে নিশ্চিত করা হবে, তা নিয়ে কমিশন কাজ করছে।

রাজনৈতিক দলগুলোর মতামতের পরিপ্রেক্ষিতে সনদের অঙ্গীকার অংশে কিছু পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে, আগের খসড়ায় থাকা 'আগামী নির্বাচনের পর দুই বছরের মধ্যে সংস্কারগুলো বাস্তবায়ন' করার বিষয়টি বাদ দেওয়া হয়েছে। বিএনপি এই প্রস্তাবের পক্ষে থাকলেও জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি দলের আপত্তির কারণে এটি বাদ দেওয়া হয়।

ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, নতুন খসড়ায় জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি এবং যেসব সংস্কার প্রস্তাবে ঐকমত্য ও ভিন্নমত আছে, তার বিস্তারিত উল্লেখ থাকবে। তিনি আশা করছেন, আগামীকাল শুক্রবারের মধ্যে নতুন খসড়াটি দলগুলোর কাছে পাঠানো হবে।

সমন্বিত খসড়ায় দলগুলোর প্রতি কয়েকটি বিষয়ে অঙ্গীকার করার কথা বলা হয়েছে। এর মধ্যে আছে—

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা।

২০২৪ সালের গণ–অভ্যুত্থানের তাৎপর্যকে সংবিধানে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া।

গণ–অভ্যুত্থানকালে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার এবং শহীদ ও আহতদের পুনর্বাসন নিশ্চিত করা।

যেসব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য, সেগুলো আগামী নির্বাচনের আগে কার্যকর করা।

খসড়ায় বলা হয়েছে, সংবিধানের বিদ্যমান কোনো বিধানের সঙ্গে জুলাই সনদের কোনো শব্দ, বাক্য বা নীতিমালা সাংঘর্ষিক হলে, সনদের বিধানই প্রাধান্য পাবে। এ জন্য একটি বিশেষ সাংবিধানিক ব্যবস্থা নিশ্চিত করা হবে। তবে সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ না থাকলে জারি করা অধ্যাদেশ ৩০ দিনের মধ্যে সংসদের অনুমোদন না পেলে তা বাতিল হয়ে যায়। এই সমস্যা সমাধানের জন্য কমিশন আইনি দিকগুলো খতিয়ে দেখছে।


আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, রাজনীতিতে জড়াইনি

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৯ ১৯:২৮:০৩
আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, রাজনীতিতে জড়াইনি
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ক্রিকেটার সাকিব আল হাসানকে ইঙ্গিত করে একটি বিস্ফোরক ফেসবুক পোস্ট দিয়েছেন। তিনি বলেছেন, "খুনিদের এন্ডোর্স (সমর্থন) করা" এবং "শেয়ারবাজার কেলেঙ্কারি"তে জড়িত কাউকে শুধু ভালো ক্রিকেটার হওয়ার কারণে পুনর্বাসন করা যায় না।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় দেওয়া পোস্টে তিনি কারও নাম উল্লেখ না করলেও, নেটিজেনরা ধারণা করছেন, তার ইঙ্গিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের দিকে।

সজীব ভূঁইয়ার বক্তব্য

সজীব ভূঁইয়া পোস্টে লিখেছেন, “ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি। You know who. যার হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না।”

ক্রীড়া উপদেষ্টা আরও লিখেছেন, “বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এন্ডোর্স করা ছাড়াও শেয়ার বাজার কেলেকাংরি, মানি লন্ডারিং, ফাইনানশিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে? আইন সবার জন্য সমান, Face it.”

সজীব ভূঁইয়ার এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং নানামুখী আলোচনা শুরু হয়েছে।


৪৮তম বিশেষ বিসিএস-এর ২১ চিকিৎসকের মনোনয়ন স্থগিত

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৯ ১৯:২২:২৫
৪৮তম বিশেষ বিসিএস-এর ২১ চিকিৎসকের মনোনয়ন স্থগিত
ছবি: সংগৃহীত

চিকিৎসক নিয়োগের ৪৮তম বিশেষ বিসিএসে ২১ জন প্রার্থীর চূড়ান্ত সুপারিশ স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এদের মধ্যে ১৯ জন সহকারী সার্জন ও দুজন সহকারী ডেন্টাল সার্জন রয়েছেন। এছাড়া এমবিবিএস ডিগ্রি না থাকায় আরও দুই জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত ১১ সেপ্টেম্বর ৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে তিন হাজার ১২০ জনকে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়। ঠিক তার আগেই ২১ জনের সুপারিশ স্থগিত এবং দুজনের সুপারিশ বাতিল করলো পিএসসি।

স্থগিত ও বাতিলের কারণ

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর মূল সনদ না থাকায় ২১ জন প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত প্রার্থীদের বিষয়ে কমিশন কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অতিসত্ত্বর জানিয়ে দেওয়া হবে।

এছাড়া, সহকারী সার্জন পদে সাময়িকভাবে মনোনয়ন পাওয়া দুই জন প্রার্থীর (রেজিস্ট্রেশন নম্বর: ৪৮১০৯৩৩২ এবং ৪৮১৩১০৪৩) এমবিবিএস সনদ না থাকায় তাদের প্রাথিতা বাতিল করা হয়েছে।

পরীক্ষার তথ্য

গত ১৮ জুলাই ঢাকার ২৭টি কেন্দ্রে ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ২০ জুলাই, যেখানে ৫ হাজার ২০৬ জন উত্তীর্ণ হয়েছিলেন।


সাবেক আইনমন্ত্রীর পিএস-এর ১১৪ ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৯ ১৬:২৫:৩২
সাবেক আইনমন্ত্রীর পিএস-এর ১১৪ ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ
ছবি: সংগৃহীত

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) তৌফিকা করিমের ১১৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এসব অ্যাকাউন্টে ৬ শত ৫৩ কোটি ৩৬ লাখ টাকার অবৈধ লেনদেন হয়েছে বলে জানা গেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।

অবৈধ লেনদেন ও ফ্রিজের কারণ

আদালত সূত্র জানায়, অভিযুক্ত তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে আদালতে আসামি জামিন, নিয়োগ বাণিজ্য, বদলির তদবিরসহ নানা অপকর্মের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন। উপার্জিত অর্থ দিয়ে তিনি ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয় করাসহ বিদেশে অর্থপাচার করে মানিলন্ডারিংয়ের অপরাধ করেছেন। এই অভিযোগের ভিত্তিতে তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১১৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দেওয়া হয়।

আদালতের নথি অনুযায়ী, এসব অ্যাকাউন্টে মোট ৬ শত ৫৩ কোটি ৩৬ লাখ ৫৮ হাজার ১৩১ টাকা জমা এবং ৫ শত ৬৬ কোটি ৩৮ লাখ ১৭ হাজার ৫৭৫ টাকা উত্তোলন হয়েছে। হিসাবগুলোতে বর্তমানে ৮৬ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৫৫৬ টাকা স্থিতি রয়েছে।

আদালত মনে করে, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এবং অর্থ অন্যত্র হস্তান্তর রোধ করতে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪(১) ধারা মোতাবেক ব্যাংক হিসাবগুলো স্থায়ীভাবে অবরুদ্ধকরণ (ফ্রিজ) করা একান্ত প্রয়োজন।


খাগড়াছড়ির ঘটনায় প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৯ ১৪:০২:৫৫
খাগড়াছড়ির ঘটনায় প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির সাম্প্রতিক অস্থিরতার পেছনে প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদকে সহযোগিতা করা দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি করা হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “একটি মহল শান্তিপূর্ণভাবে যাতে দুর্গাপূজা না হয়, সেই চেষ্টা চালাচ্ছে। এই মহলই খাগড়াছড়িতে এসব করছে। ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনা ঘটছে।”

অস্ত্রের উৎস বিদেশ থেকে, চাইলেন সহযোগিতা

জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা বর্তমানে ঘটনাস্থলে রয়েছেন এবং স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

তিনি বলেন, কিছু সন্ত্রাসী পাহাড় থেকে গুলি চালিয়েছে। এসব অস্ত্র দেশের বাইরের উৎস থেকে আসছে। এই সন্ত্রাস মোকাবিলায় সরকারের পাশাপাশি সাধারণ মানুষেরও সহযোগিতা প্রয়োজন।

স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না করে এবং রাস্তা-ঘাট অবরোধ করে বন্ধ না করে, সেই আহ্বান জানান। তিনি বলেন, দুর্গাপূজা যেন নির্বিঘ্নে উদযাপন করা যায়, সেজন্য সবার সহযোগিতা দরকার।

পাহাড়ে আটকে পড়া পর্যটকদের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, পরিস্থিতির অবনতির কারণে কিছু পর্যটক আটকে পড়েছিলেন। তবে তাদের অধিকাংশকেই নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে।


নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে যুক্তরাজ্য সহায়তা দেবে: ব্রিটিশ হাইকমিশনার

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৯ ১৩:৫৯:৩৯
নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে যুক্তরাজ্য সহায়তা দেবে: ব্রিটিশ হাইকমিশনার
ছবি: সংগৃহীত

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। তবে এই সহায়তা শুধু শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

যেসব ক্ষেত্রে সহায়তা

সারাহ কুক বলেন, “বাংলাদেশের নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু রাখতে সহায়তা দিতে আমরা আগ্রহী। পাশাপাশি পোলিং স্টাফদের প্রশিক্ষণ এবং ভোটার শিক্ষণ কার্যক্রমেও আমরা সহায়তা করতে পারি।”

নির্বাচন কমিশন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করছে। এই লক্ষ্য অর্জনে কমিশন নিয়মিতভাবে বিভিন্ন স্টেকহোল্ডার এবং বিভিন্ন দেশের দূতদের সঙ্গে মতবিনিময় করছে।


কারাগার থেকে হাসপাতালে, পরদিনই মৃত্যু—শেষ হলো নুরুল মজিদ হুমায়ুনের অধ্যায়

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৯ ১১:২১:৪৮
কারাগার থেকে হাসপাতালে, পরদিনই মৃত্যু—শেষ হলো নুরুল মজিদ হুমায়ুনের অধ্যায়
ছবিঃ সংগৃহীত

সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকাল ৭টায় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তার ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সম্প্রতি নরসিংদীতে ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড, হামলা ও ভাঙচুরের একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। রবিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে নরসিংদী কারাগার থেকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই সোমবার সকালে তিনি মারা যান।

দীর্ঘ রাজনৈতিক জীবনে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসন থেকে সংসদ সদস্য হিসেবে প্রথম নির্বাচিত হন তিনি। পরবর্তীতে ২০০৮, ২০১৪, ২০১৯ এবং ২০২৪ সালের জাতীয় নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়লাভ করেন। ২০১৯ সালে তিনি প্রথমবারের মতো শিল্পমন্ত্রীর দায়িত্ব পান এবং ২০২৪ সালের নির্বাচনের পর আবারও শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, নরসিংদীর উন্নয়ন এবং শিল্প খাতে অবদানের জন্য তিনি এলাকাবাসীর কাছে জনপ্রিয় ছিলেন।

-নাজমুল হাসান


খাগড়াছড়ি-গুইমারায় সহিংসতা: সেনাবাহিনীর বিস্তারিত বিবৃতি প্রকাশ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৯ ১০:১৪:২৫
খাগড়াছড়ি-গুইমারায় সহিংসতা: সেনাবাহিনীর বিস্তারিত বিবৃতি প্রকাশ
ছবিঃ বি এস এস

চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের খাগড়াছড়ি ও গুইমারা এলাকায় সাম্প্রতিক সহিংসতা ও সাম্প্রদায়িক উত্তেজনা নিয়ে সেনাবাহিনী আজ এক বিস্তৃত ও বিস্তারিত বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর ২০২৪ খাগড়াছড়িতে মোটরসাইকেল আরোহী মামুন হত্যার ঘটনাকে কেন্দ্র করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও এর সহযোগী সংগঠনগুলো দিঘিনালা ও রাঙামাটিতে উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালায়। এর ফলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হন।

বিবৃতিতে জানানো হয়, গত ২৩ সেপ্টেম্বর ২০২৫ রাতে সিঙ্গিনাল্লা এলাকায় এক স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ তদন্ত করে সেনাবাহিনীর সহায়তায় সন্দেহভাজন ইউপিডিএফ (মূল) কর্মী শয়ন শীলকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন পুলিশ রিমান্ডে নেয়। কিন্তু এই গ্রেপ্তারের পরও ইউপিডিএফ সহযোগী সংগঠন পিসিপি-র নেতা উখ্যানু মারমা ২৪ সেপ্টেম্বর প্রতিবাদ কর্মসূচি এবং ২৫ সেপ্টেম্বর অর্ধদিবস হরতালের ডাক দেন। একই সময়ে দেশ-বিদেশ থেকে সামাজিক মাধ্যমে উসকানিমূলক বক্তব্য ও বাঙালি সম্প্রদায়কে লক্ষ্য করে অপপ্রচার চালানো হয়।

২৬ সেপ্টেম্বর খাগড়াছড়িতে উত্তেজনা চরমে পৌঁছে। ইউপিডিএফের নেতৃত্বে ডাকা অবরোধ চলাকালে স্থানীয়রা সেনা টহল দলের ওপর হামলা চালায়, যাতে তিনজন সেনা সদস্য আহত হন। সেনাবাহিনী ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে। কিন্তু পরদিন ২৭ সেপ্টেম্বর ইউপিডিএফ পুনরায় সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করে—এবার তারা সাধারণ মানুষ, বিশেষ করে বাঙালি সম্প্রদায়কে লক্ষ্য করে গুলি চালায়, অ্যাম্বুলেন্সে হামলা করে, সম্পত্তি ভাঙচুর করে এবং সড়ক অবরোধ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির দিকে ঠেলে দেয়। পরিস্থিতি সামাল দিতে খাগড়াছড়ি পৌর এলাকা ও গুইমারায় ১৪৪ ধারা জারি করা হয়। সেনা, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনী সারারাত কঠোর পরিশ্রম করে বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা এড়াতে সক্ষম হয়।

তবে সহিংসতার চেষ্টা থেমে থাকেনি। ২৮ সেপ্টেম্বর সকালে গুইমারার রামসু বাজার এলাকায় ইউপিডিএফ ১৪৪ ধারা ভঙ্গ করে সড়ক অবরোধ করে এবং জনতাকে উসকে দেয়। সকাল ১০টা ৩০ মিনিটে ইউপিডিএফ কর্মী ও স্থানীয় বাঙালিদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপর একযোগে কাঁচা অস্ত্র, ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়, যাতে তিন সেনা কর্মকর্তা সহ ১০ জন সদস্য আহত হন। একই সময়ে বিজিবি গাড়ি ভাঙচুর এবং বিজিবি সদস্যদের আহত করার ঘটনাও ঘটে।

১১টা ৩০ মিনিটে ইউপিডিএফ (মূল) সশস্ত্র গ্রুপ পাহাড়ের ওপর থেকে স্বয়ংক্রিয় অস্ত্রে ৪-৫ দফায় প্রায় ১০০–১৫০ রাউন্ড গুলি চালায়, যা পাহাড়ি ও বাঙালি উভয় জনগোষ্ঠীসহ সেনাদের লক্ষ্য করে ছোড়া হয়। ফলে বহু সাধারণ মানুষ গুলিবিদ্ধ হন। সেনাবাহিনী তাৎক্ষণিক অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সশস্ত্র দল এলাকা ত্যাগ করে। এ সময় ইউপিডিএফ কর্মীরা রামসু বাজারে কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করে এবং স্থানীয় বাঙালিদের সঙ্গে আরও সংঘর্ষে জড়ায়। অতিরিক্ত সেনা মোতায়েনের পর বিকেল সাড়ে ৪টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিবৃতিতে অভিযোগ করা হয়, ইউপিডিএফ ইচ্ছাকৃতভাবে স্থানীয় নারী ও স্কুলপড়ুয়া শিশুদের জোরপূর্বক এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ডে অংশ নিতে বাধ্য করছে। একই সঙ্গে তারা বাইরের অঞ্চল থেকে অস্ত্রধারী লোকজন এনে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠিত করার চেষ্টা করছে। আজ দুপুরে কাপ্তাই ব্যাটালিয়নের বিজিবি একটি যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে, যা ইউপিডিএফ-সংক্রান্ত বলে জানানো হয়।

সেনাবাহিনী বলেছে, ১৯ থেকে ২৮ সেপ্টেম্বরের ধারাবাহিক ঘটনাবলি প্রমাণ করে যে এগুলো বিচ্ছিন্ন সহিংসতা নয়, বরং পার্বত্য অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি ও সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেওয়ার একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। সেনাবাহিনী রাজনৈতিক দলগুলোর নেতা ও সব জাতিগোষ্ঠীর মানুষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহযোগিতা চেয়েছে। একই সঙ্গে তারা পুনরায় অঙ্গীকার ব্যক্ত করেছে যে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও পার্বত্য অঞ্চলে বসবাসরত সব জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

-নাজমুল হাসান


অমর একুশে বইমেলা স্থগিত ঘোষণা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৮ ২০:৫০:১৫
অমর একুশে বইমেলা স্থগিত ঘোষণা
ছবি: সংগৃহীত

বাংলা একাডেমি আসন্ন অমর একুশে বইমেলা স্থগিত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে নির্বাচন পরবর্তী সময়ে এই বইমেলা অনুষ্ঠিত হবে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের একটি সিদ্ধান্ত অনুযায়ী, “অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।” এই প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) এবং সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে ২০২৬ সালের অমর একুশে বইমেলার নির্ধারিত তারিখ স্থগিত করা হলো।

এর আগে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় ২০২৬ সালের অমর একুশে বইমেলার তারিখ এ বছরের ১৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিল। প্রকাশক ও অন্যান্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ ঠিক করা হবে।


গ্যালারিতে বসে দেখার দিন শেষ; আমরা এখন নিজে খেলব: ড. ইউনূস

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৮ ১৯:১৪:১৭
গ্যালারিতে বসে দেখার দিন শেষ; আমরা এখন নিজে খেলব: ড. ইউনূস
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশ ও জাতি পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় সহযোগিতা ও অবদান রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “জুলাই গণঅভ্যুত্থানের ফলে যে পরিবর্তনের স্বপ্ন আমরা দেখছি, তা এগিয়ে নিতে প্রবাসী বাংলাদেশিরা তাদের নিজ নিজ সক্ষমতা অনুযায়ী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।”

শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে স্থানীয় সময় ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বাসস এই খবর নিশ্চিত করেছে।

‘গ্যালারিতে বসে দেখার দিন শেষ’

ড. ইউনূস প্রবাসীদের উদ্দেশে বলেন, “দূরে গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখব—এমন হবে না। গ্যালারিতে বসে দেখার দিন শেষ; আমরা এখন নিজে খেলব।” তিনি বলেন, “আমরা সর্বদা আপনাদের সম্পৃক্ততা নিশ্চিত করার উপায় খুঁজে বের করার পরিকল্পনা করছি।”

প্রধান উপদেষ্টা বলেন, তার এই সফরে রাজনৈতিক নেতারা যোগ দিতে সম্মত হওয়ায় তার আস্থা অনেক বেড়ে গেছে।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জুলাই গণঅভ্যুত্থানের পর ১৫ মাসে দেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরেন। রেমিট্যান্স প্রবাহে ২১ শতাংশের বেশি প্রবৃদ্ধিতে অবদান রাখায় তিনি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাজনৈতিক মতবিনিময় ও নতুন অ্যাপ

এই আয়োজনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেন অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে বক্তব্য দেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সঞ্চালনা করেন ‘শেপিং টুমোরো: দ্য ফিউচার অব বাংলাদেশ’ শীর্ষক আরেকটি প্যানেল আলোচনা।

অনুষ্ঠানে সরকারপ্রধান প্রবাসীদের প্রয়োজনীয় পরিষেবা, নির্দেশনা এবং বিনিয়োগের সুযোগ প্রদানের জন্য নির্মিত ‘শুভেচ্ছা’ মোবাইল অ্যাপ উদ্বোধন করেন।

পাঠকের মতামত: