ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

কারিগরি শিক্ষা খাতে ছয় দফা দাবি: কাফনের কাপড় বেঁধে রাজপথে শিক্ষার্থীরা

২০২৫ এপ্রিল ১৮ ১৬:৪৯:১৯
কারিগরি শিক্ষা খাতে ছয় দফা দাবি: কাফনের কাপড় বেঁধে রাজপথে শিক্ষার্থীরা

সত্য নিউজ: সরকার ও কর্তৃপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে ছয় দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে 'কারিগরি শিক্ষা আন্দোলন বাংলাদেশ'। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মাথায় কাফনের কাপড় বেঁধে আয়োজিত গণমিছিল শেষে মেধা চত্বরে এমন আহ্বান জানানো হয়।

আন্দোলনের সময় সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি তাসনীম ইসলাম বলেন, “বারবার বলার পরেও আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। এখন সময় এসেছে এসি রুমের বৈঠক বর্জনের।”

কেন্দ্রীয় প্রতিনিধি জুবায়ের পাটওয়ারী বলেন, “দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলন আসবে। কারিগরি শিক্ষাক্ষেত্রে এখনও বৈষম্য রয়ে গেছে, যা তরুণ প্রজন্মের জন্য হতাশাজনক।” তিনি আরও জানান, গাজীপুরে প্রাক্তন শিক্ষার্থীদের বৈঠকের পরে রাজপথ ও রেলপথ অবরোধের মতো কর্মসূচিও আসছে। এ সময় পেশাজীবী সংগঠন ও সাধারণ জনগণকে তাদের পাশে থাকার আহ্বান জানান তিনি।

দাবিগুলোর মধ্যে রয়েছে:

১। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল করতে হবে। পাশাপাশি ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন এবং মামলার সঙ্গে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং নিয়োগবিধি সংশোধন করতে হবে।

২। ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তি হওয়ার সুযোগ বাতিল করতে হবে। চার বছর মেয়াদি কারিকুলাম পুনরায় চালু করতে হবে এবং ধাপে ধাপে একাডেমিক কার্যক্রম ইংরেজি মাধ্যমে পরিচালনার উদ্যোগ নিতে হবে।

৩। উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের (১০ম গ্রেড) পদে পাস করা ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত পদে নিয়োগ না দিয়ে যেসব প্রতিষ্ঠান তাদের নিম্নপদে নিয়োগ দিচ্ছে, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪। কারিগরি সেক্টরের প্রশাসনিক ও নীতিনির্ধারণী পদগুলো—যেমন পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক, অধ্যক্ষ—এসব পদে কারিগরি শিক্ষাবহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে। এসব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সকল শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের জন্য দ্রুত বিজ্ঞপ্তি দিতে হবে।

৫। কারিগরি শিক্ষার কাঠামোগত দুরবস্থা ও বৈষম্য নিরসন এবং দক্ষ জনসম্পদ গঠনের লক্ষ্যে 'কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়' নামে একটি স্বতন্ত্র মন্ত্রণালয় গঠন করতে হবে। একইসঙ্গে 'কারিগরি শিক্ষা সংস্কার কমিশন' গঠন করতে হবে।

৬। পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর লক্ষ্যে একটি 'টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়' প্রতিষ্ঠা করতে হবে। এছাড়া নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ—নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও—এ পলিটেকনিক ও মনোটেকনিক থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের অধীনে একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে শতভাগ ভর্তি নিশ্চিত করতে হবে।

এর আগে বুধবার (১৬ এপ্রিল) ছয় দফা দাবিতে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকার সাতরাস্তা মোড় অবরোধ করেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরদিন বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সঙ্গে বৈঠক হলেও শিক্ষার্থীরা তাতে অসন্তোষ প্রকাশ করেন।

শিক্ষার্থীদের মতে, “আলোচনা আর আশ্বাস অনেক হয়েছে, এবার চাই বাস্তবায়ন। না হলে আন্দোলন আরও কঠোর হবে।”