নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে ১৬ দল উত্তীর্ণ

নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই-বাছাইয়ে জাতীয় নাগরিক পার্টিসহ ১৬ দল উত্তীর্ণ
নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক যাচাই-বাছাই শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ মোট ১৬টি দল নির্বাচনের জন্য প্রথম পর্যায়ে উত্তীর্ণ হয়েছে। রোববার (১০ আগস্ট) ইসি এই তথ্য নিশ্চিত করে। তবে মাঠ পর্যায়ে বিস্তারিত যাচাই-বাছাই শেষে এসব দলের চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে বলে জানা গেছে।
এর আগে, নিবন্ধনের জন্য আবেদন করা ১৪৪টি দলের মধ্যে কোনো দলই প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। তাই নির্বাচন কমিশন ১৫ দিন সময়সীমা দিয়ে এসব দলকে প্রয়োজনীয় তথ্য ও দস্তাবেজ সরবরাহের জন্য চিঠি দিয়েছে। ১৫ জুলাই ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানিয়েছিলেন, প্রথম ধাপে ৬২টি দলকে, পরে বাকি দলগুলোকে চিঠি দেওয়া হবে। এই সময়ের মধ্যে যেসব দল তাদের ত্রুটি-ত্রাসা পূরণ করবে, তাদের প্রাথমিক বাছাইয়ে অন্তর্ভুক্তি হতে পারে।
গত ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করেছিল নির্বাচন কমিশন। পরে সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়, যার মধ্যে ১৪৪টি দল ১৪৭টি আবেদন করেছে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে কোনো দলই সরাসরি উত্তীর্ণ হয়নি। বর্তমানে প্রথম ধাপে ৬২টি এবং দ্বিতীয় ধাপে ৮২টি দলকে প্রয়োজনীয় তথ্য দাখিলের জন্য চিঠি দেওয়া হয়েছে।
আইনের নিয়ম অনুযায়ী, নিবন্ধন পেতে হলে দলের কেন্দ্রীয় কমিটি, অন্তত এক তৃতীয় জেলা কমিটি এবং ১০০টি উপজেলা কমিটিতে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয়। এছাড়া, দলটির কেউ যদি সংসদ সদস্য ছিলেন অথবা আগের নির্বাচনে ৫ শতাংশ ভোট পেয়ে থাকেন, তাহলে তারা নিবন্ধন পাওয়ার যোগ্যতা রাখেন। এই শর্তাবলী ছাড়াও বিভিন্ন নিয়ম-কানুন মেনে আবেদন করতে হয়, যা প্রাথমিক বাছাইয়ে যাচাই করা হয়।
প্রধান উপদেষ্টা ইউনূসের নির্দেশনায় আসছে নতুন ভোটার সহায়ক অ্যাপ
জাতীয় সংসদ নির্বাচনের আগে দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৯ আগস্ট) যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর রোববার (১০ আগস্ট) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ফায়েজ তাইয়্যেব আহমেদ আসন্ন নির্বাচনের জন্য একটি ইন্টারেক্টিভ ‘ইলেকশন অ্যাপ’ তৈরি করার পরিকল্পনা ঘোষণা করেন। এই অ্যাপে নির্বাচনের প্রার্থীদের তথ্য, ভোটকেন্দ্রের বিস্তারিত ও অভিযোগ দায়েরের সুযোগ থাকবে। প্রধান উপদেষ্টা দ্রুত এই অ্যাপ উদ্বোধনের নির্দেশ দেন।
অন্যদিকে, দেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের বিদেশি কার্যক্রম নজরদারিতে রয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান। তিনি বলেন, ‘আওয়ামী লীগের বিদেশি কার্যক্রম মনিটরিং করা হচ্ছে।’ জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে বডি ক্যামেরা কেনার পরিকল্পনাও চলছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৩ দিনের মালয়েশিয়া সফরে সোমবার (১১ আগস্ট) যাচ্ছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এ সফর, যেখানে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন এবং পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। রোহিঙ্গা প্রত্যাবাসন, শ্রমবাজার, গভীর সমুদ্র ব্যবহার ও দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি বিষয়েও আলোচনা হবে। সফরের সময় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও তার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে।
/আশিক
কলকাতায় আ.লীগের পার্টি অফিস নিয়ে প্রশ্নে, যা বললেন প্রেস সচিব
আওয়ামী লীগের দলীয় কার্যক্রম দেশে নিষিদ্ধ থাকা সত্ত্বেও তাদের সব ধরনের কাজে বিশেষ নজরদারি চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর সংক্রান্ত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব শফিকুল আলম জানান, দেশের ভিতরে অস্থিতিশীলতা সৃষ্টি করার কোনো প্রয়াসে আওয়ামী লীগের ওপর কড়া নজর রাখা হচ্ছে। তিনি বলেন, ‘আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ডের ওপর সতর্ক নজরদারি অব্যাহত রয়েছে এবং অস্থিতিশীলতার প্রচেষ্টাও আমরা নজরে রাখছি।’
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে কলকাতার লাগেয়া উপনগরীতে একটি বাণিজ্যিক এলাকায় আওয়ামী লীগের পার্টি অফিস খোলার খবর প্রকাশিত হয়। জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কলকাতায় পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই অফিসে নিয়মিত যাতায়াত করছেন এবং দলীয় কার্যক্রম পরিচালনা করছেন। যদিও বড় বৈঠকগুলো করতে হতো রেস্তোঁরা বা ব্যাংকোয়েট হলে ভাড়া নিয়ে, যার ফলে একটি স্থায়ী পার্টি অফিসের প্রয়োজন দেখা দেয়। বিষয়টি নিয়ে বিবিসির সঙ্গে কথা বলেছেন আওয়ামী লীগের কিছু নেতা।
/আশিক
‘পুলিশ এখনও কাঠামোগতভাবে কাজ করছে না’– শ্রম ও নৌ উপদেষ্টার অভিযোগ
শ্রম ও নৌ পরিবহন খাতের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী এখনও কাঠামোগত সমস্যা থেকে মুক্ত নয়। তারা সঠিকভাবে দায়িত্ব পালন না করলে সরকারের সফলতা আনা কঠিন হয়ে যায়। রবিবার (১০ আগস্ট) রাজধানীর গুলশানে অনুষ্ঠিত ‘অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন বলেন, আগের সরকার পুরো স্ট্রাকচার ভেঙে ফেলেছিল—আইন-শৃঙ্খলা বাহিনী, সিভিল প্রশাসন এবং সেনাবাহিনীর মধ্যে ফ্যাসিবাদের ছড়াছড়ি ছিল। দেশের কোথাও ফাঁকা জায়গা ছিল না। এই পরিস্থিতিতে মাত্র এক বছরে ব্যাপক পরিবর্তন আনা সম্ভব নয়। তিনি জানান, বর্তমান সরকার নতুন একটি কাঠামো গড়ে তোলার চেষ্টা করছে, যাতে ভবিষ্যৎ সরকার সঠিকভাবে কাজ এগিয়ে নিতে পারে। বর্তমানে নানা জটিলতায় ‘একটা চিঠি দিয়ে পেছনে লোক পাঠানো’ ছাড়া উপায় নেই।
উল্লেখ্য, শ্রম খাতের বিভিন্ন সমস্যার কথাও তিনি তুলে ধরেন। এম সাখাওয়াত বলেন, “বিজিএমইএর (বাংলাদেশ গার্মেন্ট মিলস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন) সভাপতিকে এমপি হতে হবে—এমন অবস্থা থাকায় তিনি আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) তে গিয়ে কথা বলতে পারেন না।” তিনি শ্রম খাতে ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ এর কথাও উল্লেখ করেন।
তিনি জানান, ব্যর্থ মালিকদের কয়েকটি কারখানা বর্তমানে শ্রম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রয়েছে এবং সেগুলো বিক্রির চেষ্টা চলছে। কারণ শ্রম কল্যাণ তহবিল থেকে ঋণ নিয়ে শ্রমিকদের বেতন পরিশোধ করার পর মালিকরা বিদেশে চলে গেছেন।
শ্রমিক অধিকার বিষয়ে তিনি বলেন, একসময় ৪২ জন শ্রমিক নেতা কারাগারে ছিলেন, এখন সংখ্যাটি মাত্র একজন। নারী শ্রমিকদের বেতন, ভাতা ও অধিকার নিয়ে কাজ করতে গিয়ে দেখা গেছে, নির্মাণ খাতের বড় বড় কোম্পানি শ্রম কল্যাণ তহবিলে নিবন্ধিত নয়। এ কারণে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেয়া হয়েছে, যারা নিবন্ধন করবে না তাদের সরকারি কাজের সুযোগ দেওয়া হবে না।
/আশিক
আগামী নির্বাচনে অরাজকতার আশঙ্কা নেই: নিরাপত্তায় বাড়তি প্রস্তুতি
আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু না হলে সাংবাদিকদের সঙ্গে কাঠগড়ায় দাঁড়াতে তিনি প্রস্তুত এমন অকপট মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (১০ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন এবং নির্বাচনের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন।
প্রথমেই তিনি স্পষ্ট করেন, নির্বাচনে সহিংসতা বা অনিয়ম প্রতিরোধের জন্য পুলিশ ভীত নয়, তবে জনগণের সক্রিয় অংশগ্রহণ কমে গেছে। তার মতে, জনগণ ভোটকেন্দ্রে না গেলে নির্বাচন অর্থহীন হয়ে পড়ে। এই প্রেক্ষাপটে ভোটারদের কেন্দ্রে আনতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের ঘোষণা দেন তিনি। পাশাপাশি মোবাইল ফোর্সের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে, যাতে তারা পূর্বে যেসব দুর্গম এলাকায় দ্রুত পৌঁছাতে পারত না, এখন সেসব এলাকায়ও সময়মতো পৌঁছাতে পারে।
নির্বাচনী সহিংসতা প্রতিরোধে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগের কথাও তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, বডি ক্যামেরা সরবরাহ করা হচ্ছে, যার মাধ্যমে জেলা পর্যায় থেকে সরাসরি প্রতিটি ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এতে যেকোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া যাবে এবং পরবর্তীতে প্রমাণ হিসেবে ফুটেজ ব্যবহার করা সম্ভব হবে।
তিনি জোর দিয়ে বলেন, একটি সুষ্ঠু নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একক দায়িত্ব নয়। রাজনৈতিক দল, প্রার্থী, নির্বাচন কমিশন, প্রশাসন এবং সর্বোপরি জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। নির্বাচন সফল হলে সবাই প্রশংসা করবে, কিন্তু ব্যর্থ হলে তিনি নিজেও সাংবাদিকদের সঙ্গে মিলে জবাবদিহি করতে প্রস্তুত।
ভোট গ্রহণকারীদের নিরাপত্তার জন্য এবার অভূতপূর্ব ব্যবস্থা গ্রহণের কথাও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রিসাইডিং অফিসারের নিরাপত্তায় এবার একজন সশস্ত্র আনসার সদস্য সরাসরি গার্ড হিসেবে নিয়োজিত থাকবেন, যাতে তাকে আক্রমণ বা ভয় দেখানোর কোনো সুযোগ না থাকে। পূর্বে যেখানে দুইজন সশস্ত্র আনসার সদস্য থাকতেন, এবার সেই সংখ্যা বাড়িয়ে তিনজন করা হয়েছে। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে চারজন নারী আনসার ও ছয়জন পুরুষ আনসার মোতায়েন করা হবে, যদিও তাদের হাতে অস্ত্র থাকবে না।
শুধু আনসার নয়, পুলিশ, র্যাব ও সেনাবাহিনীও নিজ নিজ বাহিনী থেকে জনবল সরবরাহ করবে। এই সমন্বিত বাহিনীর উপস্থিতি ভোটকেন্দ্রে সহিংসতা, অনিয়ম ও ভয়ভীতি প্রদর্শনের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।
-রফিক
হারানো অস্ত্রের তথ্য দিলে মিলবে নগদ পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা
হারানো অস্ত্র উদ্ধারে সহায়তা করলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।
উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য নগদ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে পুরস্কারের পরিমাণ শিগগিরই গণমাধ্যমে জানানো হবে। তিনি বলেন, “যে কেউ হারানো অস্ত্রের অবস্থান বা তথ্য দিতে পারলে পুরস্কৃত হবে।”
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আমরা জাতি হিসেবে ক্রমেই অসহিষ্ণু হয়ে যাচ্ছি। আগে সমাজে অপরাধ ঘটলে সাধারণ মানুষ এগিয়ে এসে তা প্রতিহত করত। এখন অনেকেই অপরাধ থামানোর বদলে কেবল ভিডিও করে। এটি দুঃখজনক ও সামাজিক অবক্ষয়ের লক্ষণ।”
তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী সব জায়গায় উপস্থিত থাকতে পারে না। তাই সমাজের মানুষকে সচেতন হতে হবে। গাজীপুরের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, যা কল্পনাতীত। এ ঘটনায় জড়িতদের বেশিরভাগই গ্রেপ্তার হয়েছে, তবে হারানো জীবন ফেরানো যাবে না। ধৈর্য ও সচেতনতা থাকলে এমন ঘটনা অনেকটাই কমানো সম্ভব।”
শেরপুরের আরেকটি ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “ভিডিও করতে ব্যস্ত থেকে অপরাধ প্রতিহত না করা সামাজিক অবক্ষয়ের বড় প্রমাণ। ইউটিউব বা সামাজিক মাধ্যমে আয় করার জন্য অনেকে এ ধরনের ভিডিও করে, যা অনৈতিক।”
দেশে অস্ত্র উদ্ধারের সাম্প্রতিক অভিযান প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, এখন পর্যন্ত ১,১০০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র তৈরির সঙ্গে জড়িতদেরও আইনের আওতায় আনা হচ্ছে। তিনি বলেন, “যারা অস্ত্র বানায়, তারা জানে এগুলো কারা ব্যবহার করছে। তাদেরও জবাবদিহির আওতায় আনা হবে।”
/আশিক
চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা শনাক্ত
চট্টগ্রাম বন্দরে আমদানি করা পুরোনো স্ক্র্যাপ লোহাভর্তি একটি কনটেইনারে তেজস্ক্রিয়তার উপস্থিতি শনাক্ত হয়েছে। ব্রাজিল থেকে আসা কনটেইনারটির খালাস ইতোমধ্যে স্থগিত করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বন্দরের ‘মেগাপোর্ট ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকটিভ সিস্টেমে’ স্ক্যানিংয়ের সময় তেজস্ক্রিয়তার সংকেত ধরা পড়ে। কাস্টমস কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, কনটেইনারটিতে তিন ধরনের রেডিওনিউক্লাইড আইসোটোপ শনাক্ত হয়েছে—থোরিয়াম-২৩২, রেডিয়াম-২২৬ এবং ইরিডিয়াম-১৯২।
আমদানি নথি থেকে জানা যায়, ঢাকার ডেমরায় অবস্থিত আল আকসা স্টিল মিলস লিমিটেড তাদের কারখানার জন্য ব্রাজিল থেকে ১৩৫ টন স্ক্র্যাপ লোহা আমদানি করে। পাঁচটি কনটেইনারে এসব স্ক্র্যাপ চট্টগ্রাম বন্দরে আসে।
গত ৩ আগস্ট ‘এমভি মাউন্ট ক্যামেরন’ জাহাজে কনটেইনারগুলো বন্দরে পৌঁছায় এবং একই দিনে জিসিবি ৯ নম্বর জেটিতে খালাস করা হয়। বুধবার বন্দর থেকে কনটেইনারটি খালাসের সময় রেডিয়েশন শনাক্তকারী যন্ত্রে তেজস্ক্রিয়তার সংকেত মেলে, ফলে খালাস প্রক্রিয়া সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়।
চট্টগ্রাম কাস্টমসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রাথমিক পরীক্ষায় কনটেইনারে এক মাইক্রোসিয়েভার্টস মাত্রার তেজস্ক্রিয়তা পাওয়া গেছে। এটি খুব বেশি নয় এবং সঠিক পরিমাপও নাও হতে পারে, কারণ কনটেইনার ও লোহার স্তর ভেদ করে সংকেত ধরা পড়েছে। প্রাথমিক সতর্কতার অংশ হিসেবে কনটেইনারটি আলাদা করে রাখা হয়েছে।
চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান বলেন, মেগাপোর্টের যন্ত্রে সংকেত পাওয়ার পর কনটেইনারটির খালাস স্থগিত করা হয়েছে। এখন এটি পৃথক স্থানে রাখা আছে। বিষয়টি নিয়ে পরমাণু শক্তি কমিশনকে জানানো হয়েছে এবং তাদের বিশেষজ্ঞ দল পরীক্ষা শেষে প্রতিবেদন দিলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
/আশিক
সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ, যুক্ত ৪৫ লাখ নতুন ভোটার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১০ আগস্ট) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
খসড়া তালিকা অনুযায়ী, নতুন করে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে এবং মৃত বা অযোগ্য হিসেবে তালিকা থেকে বাদ পড়েছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন। এতে করে ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।
আখতার আহমেদ জানান, খসড়া তালিকার ওপর দাবি-আপত্তি গ্রহণ করা হবে ২১ আগস্ট পর্যন্ত। এ সময়ের মধ্যে যোগ্য নতুন ভোটারের নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অযোগ্য ভোটারের নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং তথ্য সংশোধনের আবেদন করা যাবে নির্ধারিত ফরম (ফরম-২, ফরম-১২, ফরম-১৩ ও ফরম-১৪) ব্যবহার করে। এসব আবেদন ২৪ আগস্টের মধ্যে নিষ্পত্তি করা হবে এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৩১ আগস্ট।
তিনি আরও জানান, এ বছরের ২ মার্চ প্রকাশিত মূল ভোটার তালিকায় ভোটারের সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। পরবর্তী হালনাগাদ কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া, যেসব নাগরিক আগামী ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ করবেন, তারাও চলতি বছরের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন—নতুন আইনে এই সুযোগ রাখা হয়েছে, যাতে নবীন ভোটারদের এক বছর অপেক্ষা করতে না হয়।
সিনিয়র সচিব বলেন, চলতি বছর ইসি মোট তিন দফায় ভোটার তালিকা প্রকাশ করবে। ২ মার্চ প্রকাশের পর দ্বিতীয় তালিকা আসবে ৩১ আগস্ট এবং তৃতীয় তালিকা প্রকাশিত হবে ৩১ অক্টোবর।
রোববার সকালে সারাদেশের নির্বাচন অফিসগুলোতে খসড়া তালিকা সাঁটানো হয়েছে। এতে ভুল তথ্য থাকলে তা সংশোধনের সুযোগ থাকবে ১২ দিন। আবেদন গ্রহণ, যাচাই-বাছাই ও অন্যান্য প্রক্রিয়া শেষে ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
/আশিক
প্রবাসীদের জন্য ড. ইউনূসের গুরুত্বপূর্ণ সফর মালয়েশিয়াতে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়া সফরে যাত্রা করবেন। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার মালয়েশিয়া পুনরায় চালু করার আশায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে মালয়েশিয়ায় প্রবাসী প্রায় ১২ লাখ বাংলাদেশির কর্মসংস্থান, ভিসা জটিলতা ও বৈধতা সমস্যার সমাধানে এই সফরকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা ও আশাবাদ দেখা যাচ্ছে।
মালয়েশিয়ায় ব্যবসায়ী ও প্রবাসীরা মনে করছেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশিদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ব্যবসায়ী মো. আনিছুর রহমান বলেন, “দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা শ্রমবাজার আবার খোলার ফলে সাধারণ শ্রমিক ও শিক্ষিত উভয় শ্রেণির মানুষের জন্য মালয়েশিয়ায় কাজ করার সুযোগ বৃদ্ধি পাবে। এতে প্রবাসী বাংলাদেশিদের অন্যান্য অনেক সমস্যা সমাধান হবে।” তিনি আরও বলেন, “আমরা চাই মালয়েশিয়ায় থাকা প্রবাসীরা ভালো থাকুক এবং নতুন আরও অনেক বাংলাদেশি সেখানে চাকরি পাবে।”
অন্যদিকে প্রবাসী মকবুল হোসেন আশা ব্যক্ত করেন, “ড. ইউনূস মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে অবৈধ অবস্থায় থাকা বাংলাদেশিদের বৈধকরণ এবং ভিসার জটিলতা দ্রুত সমাধান করবেন। শ্রমিক ভিসার সমস্যার সমাধান হলে রেমিট্যান্স প্রবাহ বাড়বে।” তিনি আরও বলেন, “বৈঠকে তিনি ভিসা জটিলতা ও অবৈধদের বৈধকরণের বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরবেন বলে আমরা আশাবাদী।”
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান এই সফরকে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত করার গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের সফরে ড. ইউনূস কুয়ালালামপুরে বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি, হালাল খাদ্য, উচ্চশিক্ষা, রোহিঙ্গা সংকট, কৃষি, সমুদ্র অর্থনীতি এবং আঞ্চলিক সহযোগিতা বিষয় আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৈঠকের পর পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট বিনিময় হতে পারে, যা বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। বিশেষত, বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস কাউন্সিল গঠনসহ বিভিন্ন খাতে সহযোগিতার নতুন পথ প্রশস্ত হবে বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এই সফরকে “উচ্চ পর্যায়ের একটি সফর” হিসেবে উল্লেখ করে বলেছেন, “দুই দেশের সরকার প্রধানের মধ্যে ইতোমধ্যে ভালো সম্পর্ক রয়েছে, যা কাজে লাগিয়ে আমরা অনেক বাধা দূর করতে পারব।”
সফরের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজিত ব্যবসায়িক সেমিনারে অংশগ্রহণ, বাংলাদেশ কমিউনিটির সঙ্গে মতবিনিময়, সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ, বাংলাদেশ হাইকমিশন ও মালয়েশিয়ার মন্ত্রীদের সঙ্গে বৈঠক এবং সাবেক প্রধানমন্ত্রী তুন ডা. মাহাথির মোহাম্মদের সঙ্গে সম্ভাব্য সাক্ষাৎ।
ড. ইউনূসের সফরসঙ্গী হিসেবে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আইন উপদেষ্টা আসিফ নজরুল, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। ১৩ আগস্ট তিনি দেশে ফেরার কথা রয়েছে।
-রাফসান
রান্নাঘরের আড়ালে অস্ত্রের গুদাম, নিউমার্কেটে সেনাবাহিনীর বড় অভিযান
রাজধানীর নিউমার্কেটে সেনাবাহিনীর পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি ধারালো অস্ত্র উদ্ধার এবং ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে পরিচালিত এই অভিযানে বাজারের নিচতলার তিনটি দোকান থেকে অন্তত ১,১০০টি সামুরাই, চাপাতি ও অন্যান্য দেশি ধারালো অস্ত্র জব্দ করা হয়। সেনাবাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে কিশোর গ্যাং এবং সন্ত্রাসীদের ব্যবহৃত বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, যা রাজধানীতে চলমান ছিনতাই, চাঁদাবাজি ও সশস্ত্র শোডাউনে ব্যবহৃত হচ্ছিল।
সেনা কর্মকর্তারা জানান, অভিযানের সূত্র মেলে গোয়েন্দা নজরদারির মাধ্যমে। সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘটিত সহিংসতায় একই ধরনের ধারালো অস্ত্র ব্যবহারের প্রমাণ মিলেছিল। এরপর নিউমার্কেটে কিছু দোকানকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়। এসব দোকানে রান্নাঘরের সরঞ্জামের আড়ালে গোপনে ধারালো অস্ত্র বিক্রি ও মজুদ রাখা হতো। শুধু দোকান থেকেই নয়, ক্রেতাদের কাছে এসব অস্ত্র হোম ডেলিভারি এবং ভাড়ার মাধ্যমেও সরবরাহ করা হতো। অভিযানে একাধিক দোকান থেকে গুদামজাত অবস্থায় বিপুল অস্ত্র উদ্ধার হয়। বর্তমানে উদ্ধার হওয়া অস্ত্রের সংখ্যা ১,১০০ হলেও আরও কিছু অস্ত্র গণনা চলছে, যা শেষ হলে সঠিক সংখ্যা প্রকাশ করা হবে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ৯ জন স্বীকার করেছে যে তারা এই অস্ত্রগুলো মূলত অপরাধী ও কিশোর গ্যাং সদস্যদের কাছে বিক্রি করত। তবে তারা নিজেরা সরাসরি কোনো অপরাধমূলক কার্যকলাপে জড়িত ছিল এমন প্রমাণ এখনো পাওয়া যায়নি। সেনাবাহিনী জানিয়েছে, এসব অস্ত্র গত তিন থেকে চার মাস ধরে মজুদ করে রাখা হয়েছিল এবং নির্দিষ্ট চাহিদা অনুযায়ী সরবরাহ করা হচ্ছিল।
গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং শিগগিরই আদালতে পাঠানো হবে। তদন্তে অস্ত্রগুলোর উৎস—বিদেশ থেকে অবৈধভাবে আমদানি করা নাকি দেশীয়ভাবে তৈরি তা খতিয়ে দেখা হবে। সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অস্ত্র সরবরাহ চক্রের মূল হোতাদের ধরতে এবং রাজধানীর অপরাধী নেটওয়ার্ক ভাঙতে অভিযান অব্যাহত থাকবে।
-রাফসান
পাঠকের মতামত:
- নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে ১৬ দল উত্তীর্ণ
- জাতীয় সংসদে পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে জামায়াতের আন্দোলন ঘোষণা
- দ্রুত বিয়ে হওয়ার জন্য কার্যকর আমল ও দোয়া
- হাসিনা-ইউনূস দ্বন্দ্বে ‘বলির পাঁঠা’ আমি: টিউলিপ
- এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা ‘প্রস্তুত হ রাজাকার’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডের প্রস্তুতি চূড়ান্ত
- ‘বর্ণবাদী’ বার্তা প্রচারে চাদের সাবেক প্রধানমন্ত্রীকে ২০ বছরের কারাদণ্ড
- ২৪ ঘণ্টার আল্টিমেটাম জাবি ছাত্রদলের ১৩ নেতার প্রতি
- যশোরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও নারী নির্যাতনের অভিযোগ
- ঘণ্টায় প্রায় ১০০ উল্কা পড়ার মহাজাগতিক দৃশ্য বাংলাদেশ থেকে দেখার সুযোগ
- তিন দাবিতে বরিশালে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, দক্ষিণাঞ্চলে সড়ক যোগাযোগ বন্ধ
- রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে গান গাইলেন পলকের ভগিনীপতি
- প্রধান উপদেষ্টা ইউনূসের নির্দেশনায় আসছে নতুন ভোটার সহায়ক অ্যাপ
- আফরান নিশোর পায়ের লিগামেন্ট ছেঁড়ে গেছে
- টাকা ছাপানো ও বণ্টনে বিপুল খরচ, ক্যাশলেস লেনদেন বাড়াতে হবে: বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- নিউটনের মহাকর্ষ সূত্রের ভুল খুঁজে পেলেন বাংলাদেশের আফসার আলী
- গাজা সিটি দখলকে কেন্দ্র করে ইসরায়েলের বিভিন্ন শহরে বিক্ষোভ
- কলকাতায় আ.লীগের পার্টি অফিস নিয়ে প্রশ্নে, যা বললেন প্রেস সচিব
- সিলেটের এসএসসির পুনঃনিরীক্ষণে নতুন আশা, ৬৩৬ পত্রে ফল বদল
- ‘পুলিশ এখনও কাঠামোগতভাবে কাজ করছে না’– শ্রম ও নৌ উপদেষ্টার অভিযোগ
- সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যেও অব্যাহত হরিণ শিকার ও অবৈধ মাংস বিক্রি
- ‘মানুষ তৈরির প্রজেক্ট’ এবং রাজনীতি নিয়ে ছাত্রশিবির সভাপতির মতামত
- আগামী নির্বাচনে অরাজকতার আশঙ্কা নেই: নিরাপত্তায় বাড়তি প্রস্তুতি
- ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন: বাজারের সামগ্রিক বিশ্লেষণ
- আজকের শেয়ারদামে দরপতন হওয়া ১০টি কোম্পানির তালিকা বিশ্লেষণ
- আজকের শেয়ারদামে এগিয়ে ১০টি কোম্পানির তালিকা বিশ্লেষণ
- মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, আনিসার পরীক্ষায় বসার সুযোগ বাতিল
- হারানো অস্ত্রের তথ্য দিলে মিলবে নগদ পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা
- চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা শনাক্ত
- তেলের বাজারে জুনের পর সর্বোচ্চ সাপ্তাহিক পতন
- সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ, যুক্ত ৪৫ লাখ নতুন ভোটার
- ভূপাতিত সু-২৭: ইউক্রেনের আকাশে রাশিয়ার বার্তা
- প্রবাসীদের জন্য ড. ইউনূসের গুরুত্বপূর্ণ সফর মালয়েশিয়াতে
- দুরুদ শরীফের ফজিলত ও বরকত: কীভাবে পড়বেন ও লাভ করবেন?
- দ্বিপাক্ষিক সম্পর্কের শীতলতা কাটিয়ে উঠতে বাংলাদেশের ও ভারতের পদক্ষেপ
- অতীত ভুলে দেশ ও দলের জন্য একজোট হই: শাহজাহান
- খেলাধুলায় জমজমাট আজকের দিন, জানুন বিস্তারিত
- এসএসসি ও সমমান পুনঃনিরীক্ষণের ফলাফল জানতে পারবেন যেভাবে
- ভারত-আমেরিকা বাণিজ্যে শুল্ক যুদ্ধে নতুন ধোঁয়াশা
- ফেনীতে সাংবাদিক হত্যা পরিকল্পনায় ছাত্রলীগ নেতাদের নাম
- রান্নাঘরের আড়ালে অস্ত্রের গুদাম, নিউমার্কেটে সেনাবাহিনীর বড় অভিযান
- বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছুঁলো নতুন উচ্চতা
- এসএসসি খাতা পুনর্মূল্যায়নের ফল কাল প্রকাশ, জানুন ফল দেখার নিয়ম
- গত মাসে মক্কা-মদিনায় পবিত্র স্থানগুলোতে ছয় কোটি মুসল্লির উপস্থিতি
- প্রথমবারের মতো ৫ কোটি শিশু পাচ্ছে বিনামূল্যে টাইফয়েডের টিকা
- উত্তরবঙ্গে রাজশাহী ও দক্ষিণে বরিশাল-খুলনায় বিপিএল ম্যাচ আয়োজনের পরিকল্পনা: আসিফ মাহমুদ
- সিঁড়ি বেয়ে উঠতেই বুক ধড়ফড়ায়? সমস্যা বাড়ার আগে যা করণীয়
- কেন বিড়াল-কুকুর ঘাস খায়, বিজ্ঞান কী বলে?
- গাজা দখল রুখতে ওআইসির জরুরি সভার ঘোষণা
- শেখ হাসিনা বারোটা বাজিয়েছে, অন্তর্বর্তী সরকার চব্বিশটা: মির্জা আব্বাস
- শেখ হাসিনার পতনের পর কূটনীতি ও নিরাপত্তার কঠিন প্রশ্নগুলো
- গণঅভ্যুত্থানের এক বছর: মুক্তির স্বপ্ন ও গণতান্ত্রিক উত্তরণের চ্যালেঞ্জ
- ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের মনোবিশ্লেষণমূলক পাঠ: একটি প্রজন্মের অবচেতনের বিস্ফোরণ
- জামায়াতের ‘পিআর’ কৌশলে নির্বাচন বিলম্বের অভিযোগ হাফিজ উদ্দিনের
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ধ্বংসের ছায়া থেকে নতুন বিশ্বব্যবস্থার উত্থান
- ভারতের ওপর ২৫% শুল্ক বৃদ্ধিতে মার্কিন বাজারে বাংলাদেশের জন্য নতুন সুযোগ
- ৫ আগস্ট ছুটি ঘোষণা: কোন কোন সেবা পাবেন, কোনগুলো বন্ধ থাকবে
- চীনের অর্থনৈতিক নীরব বিপ্লব: পশ্চিমা একপক্ষীয় বিশ্বনীতির অবসানের সংকেত
- প্রধান উপদেষ্টা: "জুলাই শহীদদের স্বপ্নই হবে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের ভিত্তি"
- যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর সময় কাটানো নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস
- শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মাথায় হাত!
- বৃষ্টিকে উপেক্ষা করে ‘জুলাই জাগরণ’-এ জনতার ঢল
- ডিএসই তালিকাভুক্ত দুই কোম্পানির সময়মতো ডিভিডেন্ড
- কলাপাড়ার ইলিশ মোকামে ফের গর্জন, ঘাটে জমে উঠল ক্রেতার ভিড়
- ভারতের পণ্যে উচ্চ শুল্ক: যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানির জন্য সুবর্ণ সুযোগ নাকি সীমিত সম্ভাবনা?