নিউটনের মহাকর্ষ সূত্রের ভুল খুঁজে পেলেন বাংলাদেশের আফসার আলী

সোশাল মিডিয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১০ ১৭:০৯:৩৭
নিউটনের মহাকর্ষ সূত্রের ভুল খুঁজে পেলেন বাংলাদেশের আফসার আলী
ছবি: সংগৃহীত

বাংলাদেশের পঞ্চগড়ের এক বিজ্ঞান গবেষক ও যন্ত্রবিদ আফসার আলী বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজাক নিউটনের মহাকর্ষ সূত্র ভুল দাবি করেছেন। নিউটনের গতির তিনটি সূত্রের মধ্যে তিনি প্রথমটিকে অসম্পূর্ণ, দ্বিতীয়টিকে সঠিক এবং তৃতীয়টিকে কাল্পনিক বলে অভিহিত করেছেন।

আফসার আলীর বাড়ি পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার আজিজনগর গ্রামে। পেশায় তিনি যন্ত্রবিদ, দীর্ঘদিন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে কর্মরত ছিলেন। বর্তমানে নিজস্ব গবেষণায় নিয়োজিত। তিনি জানান, দীর্ঘদিন ধরে খরচবিহীন ইঞ্জিন তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যেখানে তাপশক্তি বা জ্বালানী ছাড়া ইঞ্জিন চলার দাবি রয়েছে। গবেষণার এক পর্যায়ে তিনি নিউটনের মহাকর্ষ ও গতিসূত্রগুলোতে ত্রুটি খুঁজে পেয়েছেন।

নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে, যার বলের মান কণাগুলোর ভরের গুণফল এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের বিপরীতানুপাতে নির্ধারিত হয়। আফসার আলী এই সূত্রটি ভুল দাবি করে বলেন, এটি সম্পূর্ণ সঠিক নয়।

গতির প্রথম সূত্রে বাহ্যিক বলের উল্লেখ থাকলেও সেই বল কোথা থেকে আসবে বা কে প্রয়োগ করবে তা স্পষ্ট নয় বলেও তিনি অভিযোগ করেন, এজন্য এটি অসম্পূর্ণ। দ্বিতীয় সূত্র তিনি পুরোপুরি সঠিক বলে মেনে নেন। তবে তৃতীয় সূত্রকে তিনি যুক্তি ছাড়া ‘কাল্পনিক’ উল্লেখ করেন এবং বলেন, বাস্তবে প্রতিটি ক্রিয়ার সঙ্গে ঘর্ষণ বা বাধা জড়িত থাকায় তিন নম্বর সূত্রের বর্ণনা বাস্তবতা থেকে দূরে।

১৯৭৫ সালে এসএসসি পাশ করেন আফসার আলী। এরপর ১৯৭৮ সালে ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে দুই বছরের একটি কোর্স শেষ করেন। ১৯৭৯ সালে চাকরি শুরু করেন। ১৯৮৯ সালে তিনি ইঞ্জিন চলাচলের নতুন সূত্র আবিষ্কার করেন, যা তিনি সঠিক প্রমাণ করার চেষ্টা চালাচ্ছেন। তিনি বিজ্ঞানের বিভিন্ন প্রবন্ধ ও বই লিখেছেন, যদিও সেগুলো এখনও প্রকাশ পায়নি। আফসার আলী তার সূত্রগুলো প্রকাশ এবং নিউটনের ত্রুটিগুলো সংশোধনের আহ্বান জানিয়েছেন।

/আশিক


‘আমাকে আলাদা করে তুলে ধরার চেষ্টা হয়নি’: ডা. তাসনিম জারা

সোশাল মিডিয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৫ ১৯:৩১:৩৯
‘আমাকে আলাদা করে তুলে ধরার চেষ্টা হয়নি’: ডা. তাসনিম জারা
ছবি: সংগৃহীত

জাতিসংঘে স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার সমালোচনা শুরু হলে এর ব্যাখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. তাসনিম জারা। তিনি বলেছেন, তিনি কোনো সরকারি প্রোগ্রামে যোগ দেননি এবং তাকে আলাদা করে তুলে ধরার চেষ্টা করা হয়নি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ব্যাখ্যা দেন।

ভুয়া খবর ও সত্য ঘটনা

ডা. তাসনিম জারা বলেন, “গতকাল স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলছি এমন একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অনেকে প্রশ্ন করছেন, সেখানে শুধু আমাকে কেন দেখা গেল, অন্য দলের রাজনীতিবিদরা নেই কেন।” তিনি বলেন, “অভিযোগ এসেছে, হয়তো আমাকে আলাদা করে তুলে ধরার চেষ্টা হচ্ছে। এটি পরিষ্কার করা জরুরি।”

তিনি বলেন, “সংশ্লিষ্ট মানুষের সঙ্গে পেশাগতভাবে পরিচিত হওয়ার জন্য প্রতি বছর জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় নানা ধরনের সাইড ইভেন্ট হয়। আমি খুঁজছিলাম, আমার অবসর সময়গুলো কিভাবে সবচেয়ে কার্যকরভাবে কাজে লাগানো যায়।”

তিনি জানান, মেডট্রনিক ল্যাবস ও ব্র্যাক মিলে বাংলাদেশের প্রাইমারি হেলথ কেয়ার নিয়ে একটি আলোচনার আয়োজন করেছিল। এটি সরকারি কোনো অনুষ্ঠান ছিল না। যেহেতু এটি একটি ‘ইনভাইট-অনলি’ অনুষ্ঠান, তাই তিনি তার পূর্বপরিচিতদের সঙ্গে যোগাযোগ করে আমন্ত্রণ চান এবং সেই আমন্ত্রণেই অনুষ্ঠানে যান। তিনি বলেন, “সরকার থেকে আমাকে সেখানে পাঠানো হয়নি। হয়তো এই জন্যই দেখবেন, সরকারের প্রতিনিধিরা এক পাশে বসেছেন, আমাকে অন্য পাশে বসার জায়গা দেওয়া হয়েছে।”

সরাসরি মন্তব্য নয়, আলোচনায় অংশগ্রহণ

ডা. তাসনিম জারা আরও বলেন, “কিছু গণমাধ্যমে বলা হয়েছে, আমি সেখানে প্রাইমারি হেলথ কেয়ার নিয়ে ব্লুপ্রিন্ট দিয়েছি। এটি সঠিক নয়।” তিনি বলেন, সেশনটির টাইটেল ছিল ‘ব্লুপ্রিন্ট,’ যেখানে অন্যরা ‘কি নোট’ দিয়েছেন এবং তিনি শুধু মেডিকেল ডিভাইস, প্রযুক্তি ও ইনোভেশন নিয়ে একটি মন্তব্য করেছেন। এটিই একমাত্র অনুষ্ঠান নয়, যেখানে তিনি ব্যক্তিগতভাবে আমন্ত্রণ নিয়ে অংশ নিয়েছেন।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা নিখোঁজ, দাবি হাসনাতের

সোশাল মিডিয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৫ ১০:১১:০৭
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা নিখোঁজ, দাবি হাসনাতের
ফাইল ছবি

উত্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. এম. মামুনুর রশিদ ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “গত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে উত্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. এম. মামুনুর রশিদ রাজধানীর উত্তরা এলাকা থেকে নিখোঁজ রয়েছেন।” তিনি বলেন, এই ঘটনা একই সঙ্গে চরম উদ্বেগজনক এবং ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে।

সরকার ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন

হাসনাত আব্দুল্লাহ বলেন, “যেখানে রাষ্ট্র ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, সেখানে ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তে সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর চরম গাফিলতি স্পষ্টভাবে দেখা যাচ্ছে।”

তিনি আরও বলেন, “একই সঙ্গে, এমন সংকটময় পরিস্থিতিতে গণমাধ্যমের নীরব ভূমিকায় আমি গভীরভাবে শঙ্কিত। এই নীরবতা নতুন করে রাজনীতিতে পুরনো ভয়ের সংস্কৃতি ও নিপীড়নের পরিবেশ ফিরিয়ে আনার আশঙ্কা সৃষ্টি করছে।”


৮০ শতাংশ ব্যবহারকারী বঞ্চিত, জেনে নিন ফেসবুক মনিটাইজেশন পাওয়ার উপায়

সোশাল মিডিয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৪ ১১:৪৬:২৪
৮০ শতাংশ ব্যবহারকারী বঞ্চিত, জেনে নিন ফেসবুক মনিটাইজেশন পাওয়ার উপায়
ছবি: সংগৃহীত

ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন বা ‘সোনার হরিণ’ সুবিধা পেতে এখনও অনেক ব্যবহারকারী সমস্যার মুখোমুখি হচ্ছেন। সম্প্রতি এক জরিপে দেখা গেছে, ফেসবুক ব্যবহারকারীদের মাত্র ২০ শতাংশ এই সুবিধা পেয়েছেন, বাকি ৮০ শতাংশই এখনও পাচ্ছেন না। এর প্রধান কারণ হলো স্প্যাম এবং সেন্সিটিভ কনটেন্ট। ফেসবুকের নতুন আপডেটের ফলে এসব কনটেন্ট ব্যবহারকারী অনেক আইডি মনিটাইজেশন থেকে বঞ্চিত হচ্ছে।

মনিটাইজেশন পেতে যেসব পদক্ষেপ নেওয়া জরুরি

১. স্প্যাম থেকে বিরত থাকুন: ফেসবুকের মনিটাইজেশন পেতে হলে কপি-পেস্ট কমেন্ট করা বা অযথা ফলোয়ার বাড়ানোর জন্য মন্তব্য করা বন্ধ করতে হবে। এই ধরনের আচরণ মনিটাইজেশন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে।

২. সেন্সিটিভ কনটেন্ট সরান: আপনার ফেসবুক পেজে যেসব ভিডিও বা পোস্টে সেন্সিটিভ, সেক্সুয়াল বা ভুল তথ্য আছে, তা দ্রুত সরিয়ে ফেলুন। এই ধরনের কনটেন্ট থাকলে মনিটাইজেশন পাওয়া সম্ভব নয়।

৩. একাধিক ভিডিও ভাইরাল হওয়ার প্রয়োজন নেই: একটি ভিডিও যদি যথেষ্ট অ্যাঙ্গেজমেন্ট এবং ভিউ পায়, তবে তা মনিটাইজেশন পেতে যথেষ্ট। ভিডিওর ধরন রিলস, লং ভিডিও, ছবি বা টেক্সট হতে পারে।

৪. ফেসবুকের গাইডলাইন মেনে চলুন: মনিটাইজেশনের জন্য ফেসবুকের গাইডলাইনগুলো ১০০ শতাংশ মেনে চলা বাধ্যতামূলক। ভিডিও এবং পোস্টে যা কিছু আপলোড করবেন, তা অবশ্যই গাইডলাইন অনুযায়ী হতে হবে।

৫. অ্যাঙ্গেজমেন্ট বাড়ান: ভিডিওতে ভিউ, লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলোয়ার বৃদ্ধির মাধ্যমে অ্যাঙ্গেজমেন্ট নিশ্চিত করতে হবে। বেশি অ্যাঙ্গেজমেন্ট থাকলে মনিটাইজেশন সহজ হয়।

৬. পরিকল্পিত কনটেন্ট তৈরি করুন: ভিডিও, ছবি, লেখা এবং স্টোরির মাধ্যমে নিয়মিত কনটেন্ট আপলোড করুন। পরিকল্পিত অ্যাঙ্গেজমেন্ট মনিটাইজেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

একটি সফল ফেসবুক আইডি হলো সেটি, যেখানে কোনো স্প্যাম বা সেন্সিটিভ কনটেন্ট নেই এবং নিয়মিত ভালো অ্যাঙ্গেজমেন্ট আসে। এই ধাপগুলো অনুসরণ করলে ফেসবুক ব্যবহারকারীরা সহজেই কন্টেন্ট মনিটাইজেশন সুবিধা পেতে পারেন।


‘দাওয়াত পেলেও যেতাম না’: প্রধান উপদেষ্টার সফর নিয়ে রনির কড়া মন্তব্য

সোশাল মিডিয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৩ ১৯:৩৮:৪৬
‘দাওয়াত পেলেও যেতাম না’: প্রধান উপদেষ্টার সফর নিয়ে রনির কড়া মন্তব্য

প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরে সঙ্গী হিসেবে রাজনৈতিক নেতাদের যাওয়াটা বিতর্কিত বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি। তার দাবি, দাওয়াত পেলে এই সফরে তিনি যেতেন না। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন টক শোতে উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন গোলাম মাওলা রনি।

‘রাষ্ট্রীয় প্রোগ্রামে রাজনীতির সম্পৃক্ততা ঠিক নয়’

উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে রনি বলেন, “বিষয়টি যদি সিরিয়াসলি বলি, তাহলে এটি বিতর্কিত। এই কাজটি উনাদের করা ঠিক হয়নি। কারণ জাতিসংঘের যে অধিবেশনটা এটা এবসলিউট রাষ্ট্রীয় প্রোগ্রাম। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পৃক্ততা নেই।”

এই সফরে দাওয়াত পেলে যেতেন না বলেও দাবি করেছেন গোলাম মাওলা রনি। তিনি বলেন, “আমাকে দাওয়াত দিলে আমি সেখানে যেতাম না। এখন অনেকে বলবেন তোমাকে তো দাওয়াতই দেয়নি। সেটা পরের ব্যাপার। বাস্টিং হলো যে আমি সেখানে যেতাম না।”

সফরসঙ্গী হওয়া রাজনৈতিক নেতারা

সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে নিউইয়র্কে গেছেন তিনটি রাজনৈতিক দলের পাঁচজন নেতা।

এদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপি’র সদস্যসচিব আখতার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।


এটি দ্বিতীয় বিয়ে, আবদুল হান্নান মাসউদের আংটি বদল নিয়ে বিতর্ক

সোশাল মিডিয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২০ ১৯:২৪:০৯
এটি দ্বিতীয় বিয়ে, আবদুল হান্নান মাসউদের আংটি বদল নিয়ে বিতর্ক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) সাবেক সংগঠক শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে আংটি বদল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। দুজনের হাতে থাকা আংটির ছবি তারা নিজেরাই ফেসবুকে প্রকাশ করেছেন। তাদের এই পোস্টে অভিনন্দন জানিয়েছেন এনসিপি ও বাগছাসের একাধিক নেতা।

‘এটি তার দ্বিতীয় বিয়ে’

তবে আবদুল হান্নান মাসউদের এটি দ্বিতীয় বিয়ে বলে দাবি করেছেন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর। তিনি তার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে তিনি জানান, মাসউদের প্রথম স্ত্রী নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন এবং তাদের মধ্যে বিচ্ছেদও হয়ে গিয়েছিল।

নির্ঝর তার পোস্টে লেখেন, “বন্ধু মাসউদ বিয়ে করেছে! এইডাও নিউজ! প্রথম বিয়ে করে ডিভোর্সও হইছিল, সেসব নিয়ে নিউজ তো করেননি!” নেটিজেনদের উদ্দেশে তিনি মন্তব্য করেন, “আপনাদের তথ্যের সীমা খুব সীমিত বলে নতুন করে জানলেন কেউ কেউ।” তিনি আরও লেখেন, “মাসউদ আগেরবারের মতো ভুল যেন না হয়! দ্বিতীয় বিয়ের অভিনন্দন!”


জনগণের আস্থা পূরণে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: রাশেদ খান

সোশাল মিডিয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ১৮ ১৫:০০:০৪
জনগণের আস্থা পূরণে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: রাশেদ খান
ছবি: সংগৃহীত

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, অন্তর্বর্তী সরকার মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং তাদের ওপর জনগণের অনাস্থা তৈরি হয়েছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

সরকারের প্রতি জনগণের অনাস্থা

রাশেদ খান বলেন, দেশের মানুষের মধ্যে একটি সংস্কারের আকাঙ্ক্ষা রয়েছে। কিন্তু সরকারের প্রতি জনগণের বিশ্বাস ও আস্থা কমে গেছে। গত এক বছরে এই সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি। তিনি উদাহরণ দিয়ে বলেন, “যেমন রাস্তায় বের হয়ে আপনি সঠিক সময়ে আসতে পারবেন না। প্রতিদিন কোনো না কোনো ইস্যুতে কোথাও না কোথাও আন্দোলন হচ্ছে, রাস্তা অবরোধ হচ্ছে।” তিনি আরও বলেন, “সারা দেশের অবস্থা নিয়ন্ত্রণহীন। এখন আমার কাছে মাঝে মধ্যে মনে হয় আসলেই কি সরকার আছে নাকি নেই।”

‘রাজনৈতিক কর্মীরা দেশ চালিয়েছে’

গণ অধিকার পরিষদের এই নেতা বলেন, গত বছরের ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত তিন দিন দেশ খুব ভালোভাবে চলেছে। তিনি প্রশ্ন তোলেন, “সে সময় তো সরকার ছিল না, তাহলে কারা দেশ চালিয়েছে?” নিজেই এর উত্তর দিয়ে তিনি বলেন, “রাজনৈতিক কর্মীরা, রাজনীতিবিদরা দেশ চালিয়েছে।”


ডাকসু ভিপি সাদিক কায়েমকে নিয়ে জুলকারনাইন সায়েরের বার্তা

সোশাল মিডিয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ১০ ১০:২০:২৭
ডাকসু ভিপি সাদিক কায়েমকে নিয়ে জুলকারনাইন সায়েরের বার্তা
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে বিজয়ী শিবির–সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েমকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন আল-জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি। একই সঙ্গে তিনি সাদিককে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার না করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া তিনটার দিকে সাংবাদিক সায়ের তাঁর ফেসবুকে ইনফ্লুয়েন্সার সাদিকুর রহমান খানের একটি পুরনো পোস্ট শেয়ার করে সাদিক কায়েম সম্পর্কে নিজের অবস্থান প্রকাশ করেন।

নিজ পোস্টে তিনি লিখেছেন, “সাদিক তার নিজ যোগ্যতায় এতদূর এসেছে। আমি যখন তাকে ‘স্নেহের সাদিক’ বলে পরিচয় করিয়েছিলাম, তখন অনেকে কটু মন্তব্য করেছিলেন। কিন্তু আজ সাদিক প্রমাণ করেছে আমার কথাগুলো মোটেও অতিরঞ্জিত ছিল না। আমার সবার কাছে অনুরোধ, সাদিককে তার মতো থাকতে দিন। তোষামোদ বা অহেতুক স্তুতি কিংবা ব্যক্তিগত প্রয়োজনে তাকে ব্যবহার করবেন না। এতে তার আত্মবিশ্বাস ক্ষতিগ্রস্ত হতে পারে।”

শেয়ার করা পোস্টের ক্যাপশনে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাত্রদল–সমর্থিত আবিদুল ইসলাম খানকেও অভিনন্দন জানান। সায়ের লেখেন, “সাদিকের নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদ, তোমাকেও অনেক শুভেচ্ছা। তুমি নিজ যোগ্যতার পরিচয় দিয়েছো। তোমার বলিষ্ঠ কণ্ঠ ও নেতৃত্বের গুণ অটুট থাকুক—সেটাই কামনা করি। একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে স্বপ্নের বাংলাদেশ গড়ে তোল।”

উল্লেখ্য, সায়েরের শেয়ার করা সেই পোস্টটি ছিল চলতি বছরের ২১ ফেব্রুয়ারির। তখনই তিনি প্রথমবারের মতো জুলাইয়ের গণঅভ্যুত্থানে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি হিসেবে সাদিক কায়েমের সক্রিয় ভূমিকার কথা প্রকাশ্যে আনেন। সেই সময় থেকেই সাদিককে ঘিরে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়।

-শরিফুল


স্ত্রীর কাছে দ্বিতীয় বিয়ের অনুমতি চাইলেন শরিফ ওসমান বিন হাদী, পেলেন শর্ত

সোশাল মিডিয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৮ ১৬:৪৭:৩৭
স্ত্রীর কাছে দ্বিতীয় বিয়ের অনুমতি চাইলেন শরিফ ওসমান বিন হাদী, পেলেন শর্ত
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদী তার স্ত্রীকে দ্বিতীয় বিয়ে করার বিষয়ে পরামর্শ চাইলে, স্ত্রী তাকে দেশে নয় বরং বিদেশে বিয়ে করার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে বিয়ের ক্ষেত্রে ‘ভালো পয়সা-পাতি’ দেখার পরামর্শও দিয়েছেন। রবিবার (৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এমন হাস্যরসাত্মক একটি পোস্ট শেয়ার করেছেন হাদী।

পোস্টটিতে তিনি লিখেছেন, “বউরে জিগাইলাম—আমার আরেকটা বিয়া কোন এলাকায় করা উচিত? সে কইলো—বাংলাদেশে আর না। পরেরটা ডাইরেক্ট বৈদেশে। ভালো পয়সা-পাতি দেইখা।” তিনি আরও লিখেছেন, “একটা বাংলা সিনেমার কথা মনে পইড়া গেলো—ওরা আমাকে ভালো হতে দিলো না!”

হাদীর এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। দুই ঘণ্টার ব্যবধানে পোস্টটিতে ৩৩ হাজারেরও বেশি রিঅ্যাক্ট এবং শতাধিক শেয়ার হয়। তার ভক্ত ও অনুসারীরা মন্তব্য বাক্সে এই খুনসুটিতে যোগ দিয়েছেন। শাফিন ইবরাহিম হোসেন নামের এক চিকিৎসক হাদী-কে পাকিস্তানে দ্বিতীয় বিয়ে করার পরামর্শ দিয়ে লিখেছেন, “পাকিস্তান ভাই, পাকিস্তান। ট্যাগ যখন খাবেন, আমার মতো ভালোভাবেই খান।”

মো. মশিউর রহমান নামের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী লিখেছেন, “হায় আল্লাহ! আপনি বিবাহিত! আপনি বিবাহিত!!” সোবহান উদ্দিন চৌধুরী লিখেছেন, “বুদ্ধি খারাপ না। বিদেশে বিয়ে করলে ভবিষ্যতের জন্য একটা স্থায়ী ঠিকানা হবে। কারণ আপা ফিরে এলে তো এমনি পালাতে হবে।


ওসমান হাদির নামে ভিন্ন যুগলের ব্যক্তিগত মুহূর্তের ফুটেজ ভাইরাল

সোশাল মিডিয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৭ ১৮:০৩:৩১
ওসমান হাদির নামে ভিন্ন যুগলের ব্যক্তিগত মুহূর্তের ফুটেজ ভাইরাল
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির সঙ্গে এক নারীর অন্তরঙ্গ দৃশ্যের দাবিতে কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার তাদের অনুসন্ধানে জানিয়েছে যে, এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

রোববার (৭ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত এক ফ্যাক্ট চেকিং প্রতিবেদনে বলা হয়েছে, প্রচারিত ছবিতে থাকা পুরুষটি শরিফ ওসমান হাদি নন। বরং, ইন্টারনেট থেকে অ্যান্টোনি ও এনা নামের বিদেশি এক দম্পতির ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে এই ভুয়া ছবিটি ছড়ানো হয়েছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে antxana নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ২৩ আগস্ট প্রকাশিত একটি ভিডিওর সঙ্গে ভাইরাল হওয়া ছবির ফ্রেমের মিল পাওয়া গেছে। এটি অ্যান্টোনি ও এনা নামের এক মার্কিন দম্পতির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তারা তাদের পারিবারিক বিভিন্ন ভিডিও এই অ্যাকাউন্টে পোস্ট করে থাকেন।

সুতরাং, শরিফ ওসমান হাদির সঙ্গে এক নারীর অন্তরঙ্গ দৃশ্যের দাবিতে যে ছবিগুলো ইন্টারনেটে ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।

পাঠকের মতামত:

নিউইয়র্কে ইউএস-বাংলাদেশ বিজনেস রাউন্ডটেবিলে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা

নিউইয়র্কে ইউএস-বাংলাদেশ বিজনেস রাউন্ডটেবিলে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রভিত্তিক শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর প্রতি বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস। তিনি আজ নিউইয়র্কে অনুষ্ঠিত ইউএস-বাংলাদেশ এক্সিকিউটিভ... বিস্তারিত