জামিনে ছাড়া পেয়ে বাবাকেই খুন 

অপরাধ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৭ ১৪:৩৮:০৫
জামিনে ছাড়া পেয়ে বাবাকেই খুন 

নরসিংদীর রায়পুরায় মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে খুন হলেন বাবা। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের বাহেরচর পশ্চিমপাড়া এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। নিহত কবির হোসেনের বয়স ছিল ৫০ বছর। ঘাতক ছেলে মনির হোসেনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি আরব ফেরত মনির গত এক বছরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এর আগেও তিনি দাদি, ফুফু ও চাচাতো বোনকে কুপিয়ে জখম করেন এবং সেই মামলায় তিন মাস জেল খাটেন। জামিনে মুক্তি পাওয়ার পর বাবা কবির হোসেন তাকে একটি দোচালা ঘরে নিয়ে বসবাস শুরু করেন। তবে বাবা-ছেলের এই সহাবস্থান মর্মান্তিক পরিণতি ডেকে আনে।

ঘটনার রাতে হঠাৎ ঘরে ঘুমন্ত বাবার ওপর শাবল নিয়ে ঝাঁপিয়ে পড়ে মনির। কবির বাঁচার জন্য পালিয়ে পাশের জমিতে আশ্রয় নেন, কিন্তু সেখানেও মনির পিছু নিয়ে উপর্যুপরি আঘাতে তাকে হত্যা করে। পুরো ঘটনার সময় আশপাশের লোকজন আতঙ্কে কিছু করতে পারেননি। পরে একত্রিত হয়ে মনিরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোক ও হতবাকের ছায়া। স্থানীয়রা বলছেন, মানসিক ভারসাম্যহীন এমন একজন ব্যক্তিকে মুক্ত করে আবার স্বাভাবিক পরিবেশে রাখা কতটা নিরাপদ ছিল, তা নিয়ে এখন নতুন করে ভাবার সময় এসেছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত